নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচেনা আমি

ছেঁড়া কবিতার খাতা থেকে যে পাতা গুলো হারিয়েছে সেই পাতা গুলো কে খুজে বেড়াই

সৈকতে আমি

সত্য কে যে যত ভাবে রাজনীতির বেড়া জালে আটকে রাখার চেষ্টা করুক না কেন তারা কোনো দিনও সফল হবে না এখন শুধু মরিচীকা গুলোকে দূর করাটা কেবল সময়ের ব্যাপার সময়ই বলে দেবে এর পরবর্তী পর্বে কী অপেক্ষা করছে

সৈকতে আমি › বিস্তারিত পোস্টঃ

তোমার চোখে

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

তোমার চোখেতে চোখ রেখে

হারিয়ে ফেলেছি নিজেকে

আবেগেরা আজ মানবেই না

আর কোনো বাধাকে



তোমার নয়নে এত যে মায়া

আমাকে করেছে দিশেহারা

কিন্তু একি,

তোমার নয়নে অন্য কিসের ছায়া!!



তোমার দুটি চোখ কেন

অন্য দিকে যায়

তোমার দিকেই তাকিয়ে আছি

কেন দেখছ না আমায়



এই মেয়ে,

তুমি কি জানো না

তোমাকে ছাড়া আমার চলবে না!!!



মনের কথাটি বলেই দিলাম তোমায়

তবুও তুমি মুখে কি কিছুই বলবে না!!!



লাজুক ভাবে দিচ্ছো যখন

আমায় ফাঁকি

যা বলার বলে দিলো

তোমার দুটি আখিঁ!!!

















মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Sundor likhecen.+++++

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২২

সৈকতে আমি বলেছেন: ধন্যবাদ গিয়াসলিটন

ভালো থাকবেন

২| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৮

আবু আমর বলেছেন: অবিলম্বে এই পোস্ট স্টিকি করার দাবি জানাচ্ছি।

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭

সৈকতে আমি বলেছেন: আমি আপনার দাবিকে নৈতিক ভাবে সমর্থন জানাচ্ছি এবং যথাযথ কতৃপক্ষকে ব্যাবস্থা গ্রহনের জন্য অনুরোধ করছি
8-| 8-| 8-|

৩| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

আরজু পনি বলেছেন:

ধুর মিয়া, পড়তেতো ভালোই লাগছিল...অসম্ভব সুন্দর চোখের একজন সামনে চলে এসেছিল :P

কিন্তু এই মেয়ে বলেই তো দিলেন সব পানি করে... /:)

২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

সৈকতে আমি বলেছেন: =p~ =p~ =p~

ভালোই তো বৃষ্টি ছাড়াই পানি পাইলেন :#> :#>

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪১

অনির্বাণ তন্ময় বলেছেন:
ভালো লাগল।।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৮

সৈকতে আমি বলেছেন: ধন্যবাদ অনির্বাণ তন্ময়

ভালো থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.