নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচেনা আমি

ছেঁড়া কবিতার খাতা থেকে যে পাতা গুলো হারিয়েছে সেই পাতা গুলো কে খুজে বেড়াই

সৈকতে আমি

সত্য কে যে যত ভাবে রাজনীতির বেড়া জালে আটকে রাখার চেষ্টা করুক না কেন তারা কোনো দিনও সফল হবে না এখন শুধু মরিচীকা গুলোকে দূর করাটা কেবল সময়ের ব্যাপার সময়ই বলে দেবে এর পরবর্তী পর্বে কী অপেক্ষা করছে

সৈকতে আমি › বিস্তারিত পোস্টঃ

মেয়ে তুমি

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫

মেয়ে তুমি এমন কেন

কাছে আসতে আসতে

হটাৎ করেই হারিয়ে যাও কোথায় যেন



মেয়ে তুমি এমন কেন

বুঝতে দাও না নিজেকে

আমার হৃদয় তোমার কাছে এটাতো জানো



মেয়ে তুমি এমন কেন

তোমার হৃদয় ঠিক যেন বর্ষার আকাশ

যেখানে কেবল বৃষ্টি ঝরে মাসের পরে মাস



মেয়ে তুমি এমন কেন

তোমার হাসিতে মুক্ত ঝরে

আমার হৃদয়ে রক্ত ক্ষরন বাড়ে



মেয়ে তুমি একটু হাসো

একটু শ্রাবন জলে ভাসো

বেশী কথা না বলে এক্ষুনি আমার কাছে আসো

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬

অনির্বাণ তন্ময় বলেছেন:
"মেয়ে তুমি একটু হাসো
একটু শ্রাবন জলে ভাসো
বেশী কথা না বলে এক্ষুনি আমার কাছে আসো"

ভালো লাগল।।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:০২

সৈকতে আমি বলেছেন: ধন্যবাদ অনির্বাণ তন্ময়

ভালো থাকবেন :)

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মেয়ে তুমি একটু হাসো
একটু শ্রাবন জলে ভাসো
বেশী কথা না বলে এক্ষুনি আমার কাছে আসো

ভাল লাগলো লাইন গুলো।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৫

সৈকতে আমি বলেছেন: আপনি অন্য কোথাও না
যেয়ে আমার কবিতা পড়লেন
তাই ধন্যবাদ আপনাকে
ভালো থাকবেন :)

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৯

সোনালী ডানার চিল বলেছেন:
মেয়ে তুমি এমন কেন
তোমার হৃদয় ঠিক যেন বর্ষার আকাশ


সুন্দর...........

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:১২

সৈকতে আমি বলেছেন: ধন্যবাদ সোনালী ডানার চিল

ভালো থাকবেন :)

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১০

শিপন মোল্লা বলেছেন: বাহ

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৩

সৈকতে আমি বলেছেন: ধন্যবাদ আবুশিথি

ভালো থাকবেন

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৪

কালোপরী বলেছেন: :)

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৪

সৈকতে আমি বলেছেন: ধন্যবাদ কালোপরী


ভালো থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.