![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কে যে যত ভাবে রাজনীতির বেড়া জালে আটকে রাখার চেষ্টা করুক না কেন তারা কোনো দিনও সফল হবে না এখন শুধু মরিচীকা গুলোকে দূর করাটা কেবল সময়ের ব্যাপার সময়ই বলে দেবে এর পরবর্তী পর্বে কী অপেক্ষা করছে
প্রতি রাতেই চিন্তা করি
তোমায় নিয়ে
আর কোনো কবিতা লিখব না
কোনো লাইন আর কোনো ছন্দেও
তুমি থাকবে না,
সেদিন রাতে খেয়াল করে দেখি
আমার কবিতা ও ছন্দগুলোর মাঝে
কেবল তুমি,
ছন্দের শুরুতেও তুমি
আবার ছন্দের শেষেও তুমি,
কখনো তোমার তোমার জন্য
বিরহ গাথা
আবার কখনো তোমায় নিয়ে
সপ্ন আঁকা,
তাই অনেক ভেবে
আমার কবিতার ছন্দ থেকে
এই 'তুমি' শব্দটাকেই
নির্বাসনে পাঠানোর সীদ্ধান্ত নিলাম
নির্বাসনে থাকলেও ভালো থেকো
আমার কবিতার 'তুমি'
(একটি কাল্পনিক কবিতা.......
আসলে আমার লেখা কবিতার মাঝে '
তুমি' আছে এবং 'তুমি' থাকবে আাশা করি :-)
তবে সাময়িকভাবে 'তুমি' গ্রীষ্মের ছুটিতে যেতেই পারে)
২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:১৬
সৈকতে আমি বলেছেন:
ধন্যবাদ শোশমিতা আমার কবিতা পড়ার জন্য
আপনার জন্য শুভ কামনা রইল
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৩ ভোর ৫:৫৪
শোশমিতা বলেছেন: অনেক সুন্দর!