নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচেনা আমি

ছেঁড়া কবিতার খাতা থেকে যে পাতা গুলো হারিয়েছে সেই পাতা গুলো কে খুজে বেড়াই

সৈকতে আমি

সত্য কে যে যত ভাবে রাজনীতির বেড়া জালে আটকে রাখার চেষ্টা করুক না কেন তারা কোনো দিনও সফল হবে না এখন শুধু মরিচীকা গুলোকে দূর করাটা কেবল সময়ের ব্যাপার সময়ই বলে দেবে এর পরবর্তী পর্বে কী অপেক্ষা করছে

সৈকতে আমি › বিস্তারিত পোস্টঃ

আকাশের তারা ও পথিকের গল্প

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

জীবনের মোড় গুলো বড়ই অবাক করা ,

আমি ও পাগল পথিক.

আর তুমিতো নীল আকাশের তারা,

হয়তো মাটির মানুষের প্রেম তোমার কাছে কিছুই না,

তবু ভাগ্য বিষয়টাও বড়ই অবাক করা,

দুজন কে সেই একই জায়গাতে এক সাথে নিয়ে এলো।

আমার পথ থেকে তোমার ঐ নীল আকাশের বাড়ি

এত কাছে এসেও,দুজনে আজ কত দুরে,

হয়তো তোমার আকাশে আমি যেতে পারব না,

আবার আমার এই কাঁদা মাটির পথেও তুমি হাঁটবে না

দুর আকাশে তাকিয়ে তবুও তোমায় দেখব

সকাল বিকাল আর সন্ধ্যা বেলা

তোমার নীল আকাশে আমার ভালোবাসা

আপন মনে গোত্তা খাওয়া ঘুড়ির মতো করবে খেলা

খন্ড খন্ড মেঘেরা যেন আমার ভেলা

সেই ভেলায় চড়ে একদিন ঠিক পৌছে যাব

জীবনের নতুন বাঁকে ,

তোমার নতুন বাসার ঠিকানা খুজে নেব

তোমার হাতে এক গুচ্ছ গোলাপ দিয়ে

তোমায় অবাক করে দিয়ে হারিয়ে যাব পথের বাঁকে ।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৫

তারছেড়া লিমন বলেছেন: অনেক সুন্দর হয়েছে ........কবিতায়++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৩

সৈকতে আমি বলেছেন: ধন্যবাদ , সামনের দিন গুলোতে আরো সুন্দর লেখা উপহার দিতে চেষ্টা করব

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ।
++++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৫

সৈকতে আমি বলেছেন: ধন্যবাদ , সামনের দিন গুলোতে আরো সুন্দর লেখা উপহার দিতে চেষ্টা করব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.