![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কে যে যত ভাবে রাজনীতির বেড়া জালে আটকে রাখার চেষ্টা করুক না কেন তারা কোনো দিনও সফল হবে না এখন শুধু মরিচীকা গুলোকে দূর করাটা কেবল সময়ের ব্যাপার সময়ই বলে দেবে এর পরবর্তী পর্বে কী অপেক্ষা করছে
শীতের রাতে একটুখানি উষ্ণতা পেতে চাই
পেতে চাই তোমাকে আরো একটু কাছে
তোমার হাতের নরম ছোঁয়া পেতে চাই,
দেখতে চাই তোমাকে ভোরের আলোর মতো
সকালেই চলে আসবে আমার জানালার পাশে,
লোডশেডিং এর রাতে
চাঁদের আলোর মতো স্নিগ্ধ তোমার হাসিটা দেখতে চাই,
শত কোলাহলের মাঝেও
যেন দূর থেকেও তোমার নুপুরের আওয়াজ পাই,
ক্লান্ত পথে হেঁটে যেতে যেতে
তোমায় পাশে চাই,
শিশির ভেজা ঘাসের উপর
তোমার হাতে হাত রেখে দৌড়াতে চাই
শত বাস্ততার মাঝে শুধু একটি কথাই তোমাকে বলছি
তোমাকে চাই কেবল তোমাকেই চাই
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫২
সৈকতে আমি বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৬
স্নিগ্ধ শোভন বলেছেন: ১ম ভাললাগা +++