নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

মাই এ্যান্জেল ওয়ার্ল্ড আর সোহামনি, সারাহমনি,আদিত্য, ফারিহানবাবু ও ব্লগের সব আপুনি ভাইয়াদের বাবুদের জন্য একটা গল্প!!!

২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১১

রোজ সকালে ঘুম ভেঙে উঠেই নিজেকে আবিষ্কার করি এক ঝাঁক ছোট্ট ছোট্ট দুষ্টু মিষ্টি পরীবাচ্চাদের বাগানে। যার যত মন খারাপই থাকুক না কেনো এই পরীবাচ্চাদের হাসিখুশী মুখ আর দুষ্টুমীগুলো দেখলে আর তাদের কোমল হাতের আলতো পরশে নিমেষেই তা যে দূর হয়ে যাবে লক্ষ কোটী যোজন, সে আমি নিশ্চিৎ।



রুপকথার এমন একটা গোলাপী পরী যখন তাকায় আমার দিকে ঠিক এইভাবে, তখন ইচ্ছে করে উড়ে যাই ওর হাত ধরে কোনো দূর অজানার দেশে। যেখানে নেই কোনো দুঃখের ছায়ামাত্র, কোথাও কোনোখানে!



এই তো সেই রেড রাইডিং হুড!! শুধু জামাটাই বদলেছে আজ। পরেছে আজ হলুদ রঙের হুডহীন ফুলফুল জামা!!!



এ যেন সেই ছোট্ট মিষ্টি গোল্ডিলকসটাই। উঠে এসেছে বই এর পাতা থেকে। জুলুজুলু দুষ্টু চোখে চেয়ে দেখছে এই অবাক পৃথিবীটা!!!



যাইহোক সেদিন সন্ধ্যায় ওরা বসিয়েছিলো নাচগানের আসর। ওদের গান, নাচ আর ছড়ার মিঠেল ছন্দে আকাশের তারারাও হয়েছিলো মুগ্ধ , নির্বাক!!!

আর তাইতো টুইংকেল টুইংকেল তারারাও আকাশ থেকে নেমে এসে ধরা দিয়েছিলো ওদের ছোট্ট হাতের মুঠিতে।



এই ছোট্ট মিষ্টি পরীটা সেদিন তার তুলতুলে বেড়াল ছানাটা আমার কাছে এনে বলেছিলো, একটা ছড়া বানিয়ে দিতে। আর তাই তার জন্য বানালাম আমার জীবনের প্রথম ইংলিশ ছড়া। ( এই সাহসের জন্য অবশ্য সামুকে মনে মনে কৃতজ্ঞতা জানাই।:) ছড়া টড়া লিখতে ইদানিং আমি আর কোনোখানেই ভড়কাই না:))

I have a pussy cat It's so small

It plays with a woolen ball

trip trap trim trom trin trin tron

he plays whole day all alone.....



পিচ্চি পরীগুলো তাদের পেট এ্যনিম্যালগুলোকে দারুণ ভালোবাসে। তাই তো এই পরীটা গাইলো তার বানি রাবিটটাকে নিয়ে এই গান।:)

Hello Mr bunny rabbit

will you have some tea

Oh no thank you not for me......

I would rather have a carrot

but I wont have tea...........

http://www.youtube.com/watch?v=7KJOR16NXig



ইনাইয়া পরীটা তার ছোট্ট কুকুরছানাকে ছাড়া কিছুই খেতে চায়না। তবুও তার দুষ্টু ছানাটা ওর কোনো কথাই শোনেনা।

My little puppy's name is Rags.

He eats so much that his tummy sags.

His ears flip flop and his tail wig wags.

And when he walks he goes zig zag—

Click This Link



নাজিবার ব্ল্যাক হেন তো ভীষন লক্ষী । রোজ নয়টা বা দশটা করে ডিম দেয়।তাইতো খুশীতে নাজীবা গাইলো।

Hickety pickety my black hen

She lays eggs for gentlemen

Sometimes nine and sometimes ten

Hickety pickety my black hen

http://www.youtube.com/watch?v=OE0v4lJiJ8E

সুমাইরার সবুজ বরন টিয়াটা ভীষন বুদ্ধিমতী আর তাই তার গান তাকে নিয়েই।

My parrot is green and has a red beak

She loves to sing and loves to speak

She likes to eat red chilly

She is wise and not silly..........

রিয়েল রাইমটার লাইনগুলো অবশ্য আমি একটু অদল বদল করে দিয়েছি ওর গাইবার সুবিধার্থে।:) তাই লিন্ক পাওয়া গেলোনা আর পেট কিটেন রাইমটা তো আমারই রচিত কাজেই নো লিন্ক ফর দিজ টু রাইমস।:(



শুধু তাই নয়, রবিঠাকুরের কবিতার বই থেকে দেখি উঠে এসেছিলো সেই ছোট্ট বীর পুরুষটা!!! যে কিনা মাকে নিয়ে পাড়ি দিয়েছিলো দূর তেপান্তরের পথে........



মনে করো যেন বিদেশ ঘুরে

মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে

তুমি যাচ্ছো পালকীতে মা চড়ে

দরজা দুটো একটুকু ফাঁক করে।



অন্ধকারে দেখা যায়না ভালো

তুমি যেনো বললে আমায় ডেকে

দিঘীর ধারে ঐ যে কিসের আলো!



এমন সময় হারে রে রে রে রে

ঐ যে কারা আসতেছে ডাক ছেড়ে...



তুমি ভয়ে পালকীতে এক কোনে

ঠাকুর দেবতা স্মরণ করছো মনে

বেয়ারাগুলো পাশের কাঁটা বনে

পালকী ছেড়ে কাঁপছে থরো থরো।

আমি যেন বলছি তোমায় ডেকে

আমি আছি ভয় কেনো মা করো?



ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে

ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে

কি ভয়ানক লড়াই হলো মা যে

শুনে তোমার গাঁয়ে দেবে কাঁটা

কত লোক যে পালিয়ে গেলো ভয়ে

কত লোকের মাথা পড়লো কাঁটা



এত লোকের সঙ্গে লড়াই করে

ভাবছো খোকা গেলোই বুঝি মরে?

আমি তখন রক্ত মেখে ঘেমে

বলছি এসে লড়াই গেছে থেমে।:) :) :)



এই সেই পালকী যেটাতে করে মা খোকার সাথে চলেছিলো দূর অজানার পথে।



http://www.mediafire.com/?p0qxdljkmkwi7x3

আর এটাই সেই কবিতা....... যার সাথে সাথে বীরপুরুষ খোকা ছুটে গিয়েছিলো তেপান্তরের মাঠে.....





আর এই সেই টিচারের খোঁপায় গোঁজা সাদা গোলাপফুল।:) মানে যে এসব নাচ, গান আর ছড়া বাচ্চাদেরকে শিখিয়েছিলো.....:) :) :)



যাইহোক অনেক হলো পরীরাজ্যের গল্প, এইবার এই ব্লগের সব ভাইয়া আপুনিদের বাবুদের জন্য একটা গল্প........

http://www.mediafire.com/?kczbfzjlqme467m



কিন্নরী(জানা আপু) সোহামনি( রেজুমনি) সারাহমনি( রিমঝিম বর্সা) জাফনামনি( শ্রাবন আপু) ফারিহানবেবি ( খলিল মাহমুদভাইয়া)আদিত্য, বাবুসোনা(স্বপ্নজয় ভাইয়া)মাহাদী( রুবেল শাহ ভাইয়া) রাইসা ( ইমন জুবায়ের ভাইয়া)সৌহার্দ্য,শুভার্থী ( সামসা আকিদা আপু) নাফি ( চাচামিয়া)জাওয়াদ(নির্ঝরিনী আপু)প্রত্যুষ (উধাও ভাবুক) ফারহিনমনি( ম্যাভেরিকভাইয়া) স্বচ্ছ ( মাহীমনি) তাহামিদ( বৃষ্টিভাইয়া) ও অন্যান্য নাম না জানা সব বাবুদের জন্য আমার এই গল্পটা। :) :) :)



মন্তব্য ৩৭২ টি রেটিং +৮৪/-০

মন্তব্য (৩৭২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৩

মে ঘ দূ ত বলেছেন: দেখি আজ প্রথম হতে পারি কিনা :)

২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৭

শায়মা বলেছেন: পেরেছো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


:)

কবিতাটা শোনো আর গল্পটাও ।:)

তোমার বাসার পিচ্চিদেরকে ধরে শুনাও।:)

২| ২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৪

মে ঘ দূ ত বলেছেন: হাহাহা, দেখুন পড়ালেখা না করেই প্রথম। আর পড়তে বসলে একেবারে শেষ :P

আচ্ছা এইবার পড়ি :)

২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৯

শায়মা বলেছেন: :P

পড়ো এবং শুনো


তাহলেই হবে পড়াশুনা.....:)

৩| ২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৫

নেক্সাস বলেছেন: খুব ভাল লাগলো। বাচ্চারা আসলে ফেরেশতা। বাচ্চাদের সান্নিধ্য সবচেয়ে সুন্দর মূহুর্ত।


+++

২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৭

শায়মা বলেছেন: কবিতাটা শুনো ভাইয়া। আর গল্পটাও তোমার বাসার পিচ্চিবাবুদের জন্য।:)

৪| ২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৬

ইমন কুমার দে বলেছেন: অনেক সুন্দর। তুমি কোন স্কুলে পড়াও গো??? আমি ভর্তি হবো। :)

২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২০

শায়মা বলেছেন: ভাইয়া কবিতাটা শুনেছো???


আর গল্পটা?????

তোমার বাসার পিচ্চিদেরকে শুনাও।

৫| ২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: কোনটা রেখে কোনটাকে আদর করি ??????????!!!!!!!!!!!!!!!!!!!!!!

২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২২

শায়মা বলেছেন: ভাইয়া আমার কাছে আমার ক্লাসের বাচ্চাদের যে সব ছবি আছে তুমি দেখলে পাগল হয়ে যাবে। এত সুন্দর বাচ্চাগুলো। শুধু প্যারেনটস থেকে পারমিশন নেওয়া হয়নি দেখে ভয়ে দিলাম না আর এখানে।:(

৬| ২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৬

নেক্সাস বলেছেন: মেঘদূত আমি পড়ে দিছি এবং পত্তুম প্লাসটা আমিই দিছি। :) :)

২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২২

শায়মা বলেছেন: এইবার আমার কবিতা আর গল্প শুনাও তোমার বাসার পিচ্চিদেরকে।:)

৭| ২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৭

তন্ময় ফেরদৌস বলেছেন: মনটা ভালো হয়ে গেলো। :)

২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৩

শায়মা বলেছেন: :) :) :)

৮| ২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২১

নেক্সাস বলেছেন: ঐ আমার বাসায় কোন পিচ্চি বাবু নাই :) :) :) :) :)

২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৩

শায়মা বলেছেন: তাহলে তুমিই শোনো টুনটুনির গল্প।:)

৯| ২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২১

শুভ্রতা বলেছেন: এ দেখি দেবদুতদের মেলা বসিয়েছো টিচার দিদিমনি :)

২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৪

শায়মা বলেছেন: গল্পটা মন দিয়ে শোনো শুভ্রতা আপুনি।


তারপর পরীক্ষা নেওয়া হবে।



:P

১০| ২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২২

রেজোওয়ানা বলেছেন:

সোহামনি অনেক খুশি :)

২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৪

শায়মা বলেছেন: সোহামনি গল্পটা কি শুনেছে????????????????:)

১১| ২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৪

ইমন কুমার দে বলেছেন: কবিতাটা কি তুমি পড়েছো? অনেক সুন্দর।

২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৫

শায়মা বলেছেন: কবিতাটাও ........

গল্পটাও ........আমিই বলেছি.........:)

১২| ২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৭

মেহবুবা বলেছেন: তোমার বীরপুরুষের ছবি দেখে সাহস পাচ্ছি ।
এমন বীরপুরুষ আমাদেরও আছে ।

খুব সুন্দর একটা পোষ্ট শায়মা ।

২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩০

শায়মা বলেছেন: বীরপুরুষের ছবি দাও শিঘ্রী আপুনি!!!!!!!!!!!!আর তাকে আমার গল্পটা শুনাও।:)

১৩| ২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৯

মে ঘ দূ ত বলেছেন: ইনাইয়া নামটাতো বেশ মিষ্টি :)

আরে বাহ্‌! বীরপুরুষ দেখতে যেমন মিষ্টি, চলনে বলনেও বীরপুরুষ। :) :)

টুনটুনি দেখি নাঁকি কন্ঠে কথা বলে :P হেহে। এমন বাচ্চা বাচ্চা কবিতা, কিছুক্ষন শোনেই হাই উঠতে শুরু করেছে :P আমার বাসায় তো বাচ্চাকাচ্চা কেও নেই তাই আমাকেই শুনতে হল। অবশ্য আপনার উচ্চারণগুলো বেশ পরিষ্কার :)

আচ্ছা একটা রবিঠাকুরের কবিতা আওড়ে শোনান না!

@নেক্সাস - হাহাহা :)

ওলে ওলে সোহামণির ছবিটাতো এই পোষ্টে চাঁদ লাগিয়ে দিয়েছে :) :) কি মিষ্টি আদুলে ছবি। মনিটরের ভেতর দিয়েই ইচ্ছে করছে গালটা ঠেনে দিয় :)

২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৫

শায়মা বলেছেন: ওকে ওকে তাই হবে।


রবিঠাকুরের কবিতা পড়ে শোনানো হবে।

সেই স্পেশাল পোস্ট অবশ্য শুধু মনে হয় মেঘদূতের জন্যই বানাতে হবে নাইলে অন্যদেরকে মহা কষ্ট দেওয়া হবে। :(

ইনাইয়া, ইনারা, নাজিবা সুমেরা আর সামাইরা এরাই করেছিলো পেট এ্যনিমেলস থিম নিয়ে গান গুলো।


আর আমার বীর পুরুষের কাছে তো রবিঠাকুরের বীর পুরুষও ফেইল। আর তোমার বাসায় বাচ্চাকাচ্চা না থাকার দায় তোমারই ।তোমাকেই শুনতে হবে মেঘদূত।:P

১৪| ২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৯

ডেজা-ভু বলেছেন: থুক্কু। ভুলে আইসা পরচি!! :-&

২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৬

শায়মা বলেছেন: আসলেই।


তোমার চেহারা দেখে তো আমার বেবিগুলা সব ভয় পাবে।

১৫| ২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৪

মুকুট বিহীন সম্রাট বলেছেন: শায়মাজী তোমার বেবীরাতো দেখি মহা লাকী,এত কিছু জানা মানুষের বেবী হতে পেরে :)




পোস্ট দারুন হয়েছে

২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৭

শায়মা বলেছেন: বেবিরা দারুন লাকী বাট আশেপাশের বড় মানুষগুলো বলে তারা নাকি মহা আনলাকী আমার পাল্লায় পড়ে।:(

১৬| ২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৫

মে ঘ দূ ত বলেছেন: এই যা, টীচারের ছবিটার কথাতো বলতে ভুলেছি। অনেক সুন্দর, আই মীন ফুলটা :P

২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৮

শায়মা বলেছেন: হি হি শাড়িটাও মহা সুন্দর ছিলো কিন্তু।:)

১৭| ২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৮

রেজোওয়ানা বলেছেন: এখনও শুনেনি, সে এখন প্রোজেক্টরে ঠাকুর মার ঝুলির লাল পরী, নীল পরী দেখছে :)

২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৩

শায়মা বলেছেন: আচ্ছা আচ্ছা লালনীল পরী দেখা হলে পেত্নী পরীর গল্প শুনিও রেজুমনি।:)

১৮| ২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৮

মে ঘ দূ ত বলেছেন: হাহাহা, বাচ্চাকাচ্চা না থাকার দায় আমার! হাহাহা। আচ্ছা তাইলে ব্যবস্থা তো করতে হয়। এহেন অপবাদ তো বরদাস্ত করা হবে না :P

রবিবাবুর প্রেমিকা তাঁর জন্য অঞ্জলীভরে গান, নাচ কবিতা নিয়ে আসুক। দেখবেন রবিপ্রেমিক আমার মতো আরো অনেকেই মন্তব্যের অর্ঘ্য নিয়ে ধন্য ধন্য করে দিবে :)

২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৫

শায়মা বলেছেন: তাড়াতাড়ি ব্যাবস্থা হৌক।:P




আর কবিতা নাচ ঠিক আছে গান শুনলে কাক পক্ষী সব্বাই ছুটে আসতে পারে মনে হয় তাদের সাথী খুঁজে পেয়ে।:P

১৯| ২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৯

নষ্ট কবি বলেছেন: সোহামনি কে আদর করতে ইচ্ছে করছে

টূল্টুলি গালে টূল টুলি আদর

শুভকামনা

২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৫

শায়মা বলেছেন: আদর দিয়ে দিলাম সোহামনিকে কবিভাইয়া।:)

২০| ২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪২

কি নাম দিব বলেছেন: সব পিচ্চিপাচ্চাদেরকে এত্ত এত্ত আদর :)

২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৬

শায়মা বলেছেন: আপুনি তোমার পিচ্চিদেরকে আমার গল্পটা শোনাও।

২১| ২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৫

মাহমুদা সোনিয়া বলেছেন: এই পোষ্টে দেখি সব ফেরেশতা চলে আসছে!! সবার জন্য অনেক অনেক আদর আর দোয়া।

২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৬

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস আপুনি।

আর একটা কথা আমি কাল থেকে তোমার ফ্যান হয়ে গেছি।:)

২২| ২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৫

রেজোওয়ানা বলেছেন: আমার সোহার জন্য একটা রাইম বানিয়ে দাও।

ওর কচ্ছপ দুটাকে নিয়ে :)

২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৭

শায়মা বলেছেন: ওকে ওকে তাহাই হইবেক।:)

২৩| ২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫১

ফয়সাল তূর্য বলেছেন: আমার কোন পিচ্চি নাই, আমাদের বাসায়ও কোন পিচ্চি নাই! :) :) :)

২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৩

শায়মা বলেছেন: তাইলে তোমাকেই শুনতে হবে।

২৪| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:০৬

টুকিঝা বলেছেন: উরিবাবা!!! বীরপুরুষ টা কি কিউট!!! ধরে ধরে আদর করে দেব একদম। :!>
অনেক সুন্দর পোস্ট আপি।

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:০৮

শায়মা বলেছেন: কবিতা আর গল্পটাও শুনো পিচকি।:P

২৫| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:১০

ছাইরাছ হেলাল বলেছেন:

এ দেখি চাঁদের হাট বসিয়েছেন ।

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:১৩

শায়মা বলেছেন: :)


আমি তও চাঁদের হাটেই রোজ রোজ বেড়াতে যাই ভাইয়া।:)

২৬| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:১১

হানিফ রাশেদীন বলেছেন: আপনি কি শিক্ষক? আরো একটি পোষ্টে আমার এ-রকম মনে হয়েছিল।

আপনি, আপু, আমাকে একটু হেল্প করবেন, আমি আপনার এখানে কবে প্রথম কমেন্ট করেছিলাম? দরকার ছিলো। সেই সময়কার আপনার সাথে কয়েকজনের কমেন্ট-রিপ্লাই দরকার ছিলো। একবার আমার আগের সব পোষ্ট মুছের দেয়ায় আমি বের করতে পারছিনা। আমি আপনার অনেক পেছনের পোষ্টে গিয়েছিলাম, কিন্তু আপনার এতো কমেন্টের ভিরে আমার কমেন্ট বের করা অনেক কঠিন।

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:১৮

শায়মা বলেছেন: শিক্ষক? বলতেই ভয় লাগেতো ভাইয়া। তবে আমি এই পিচ্চিদেরকে নাচ গান কবিতা আঁকাআঁকি আর একটু একটু লেখালিখি শিখাই আর কি।:)


আর পরথম কমেন্ট দিয়ে কি করবে ??? হায় হায় কি করেছিলাম কে জানে???

যাইহোক আমি খুঁজে দেখবো ওকে?

আমি খুঁজে দেবো তোমাকে ।:) :) :)

২৭| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:১২

ইমন জুবায়ের বলেছেন: হুমম। রাইসাকে জানাতেই হয় :)

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:১৬

শায়মা বলেছেন: http://www.mediafire.com/?kczbfzjlqme467m


ভাইয়া এটা শুনাও রাইসামনিকে।:)


আর এটাও

http://www.mediafire.com/?p0qxdljkmkwi7x3


:) :) :)

২৮| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:১৬

অণুজীব বলেছেন: খুব ভাল লাগলো

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:১৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।

২৯| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:২৪

টুকিঝা বলেছেন: বীরপুরুষ কে দেখেই তো ফিদা হয়ে গেছি, আর কিছু দেখার মুড নাই এখন :P

তবে আমি এই পিচ্চিদেরকে নাচ গান কবিতা আঁকাআঁকি আর একটু একটু লেখালিখি শিখাই আর কি।
বড়দের শেখান না??? গান কিন্তু আমি পারি, নাচতেও পারি, শুধু আকাআকি আর কবিতা আবৃতি শিখতে চাই, কবে থেকে শেখাবেন জলদি বলেন। (এই সুযোগে বীরপুরুষের সাথেও একটু ভাব করে নেব ;) )

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:২৯

শায়মা বলেছেন: হা হা হা টুকিঝামনি


এই বীরপুরুষ কিন্তু আমার নিজের বাবু না :P

ইনি আমার স্কুলের বেবি। অন্যদের ছবি দেইনি বাবা মায়ের পারমিশনের ঝামেলা ভেবে।তবে মাথায় পাগড়িপরা পালকী ওয়ালা , গায়ের লোকজন আর সিদুরের টিপ পরা মায়ের ছবিগুলো যদি দেখানো যেত তাহলেই বুঝতো কত্ত সুন্দর সবাই একটার চাইতে আরেকটা।


আর আঁকাআঁকি আর আবৃতি কি শেখা লাগে? সেতো এমনি এমনিই পারা যায়।:P

৩০| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৩৩

ম্যাভেরিক বলেছেন: সুন্দর লাগল দেখতে শুনতে পড়তে ...

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৩৮

শায়মা বলেছেন: ফারহিনমনিকে শুনাও গল্পটা ভাইয়া।:)

৩১| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৩৯

জিসান শা ইকরাম বলেছেন:
পরী রাজ্যে এত পিচ্চিপরী !
খুব ভালো লাগছে সবাইকে দেখে ।
কেন যে আমার ছোট বাবু ' প্রিয়র ' ছবি দিলাম না তোমাকে :(

শুভকামনা ........

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৪১

শায়মা বলেছেন: প্রিয়কে শুনাও আমার গল্প আর কবিতা ভাইয়া।:)

৩২| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৪১

টুকিঝা বলেছেন: আর আঁকাআঁকি আর আবৃতি কি শেখা লাগে? সেতো এমনি এমনিই পারা যায়।:P
এমনিতেই পারলে তো আর বীরপুরুষের ( আমার বীরপুরুষ যদি জানতে পারে তাহলে আমাকে দিয়ে দেবে পিটটি :P ) সাথে ভাব হবে না। আপনি কিচ্ছু বোঝেননা :(

বাকি দের ছবি গুলো দেখতে খুব ইচ্ছা হচ্ছে এখন।
আপি, আপনার চুলে ফুলটা খুব সুন্দর লাগছে, আমিও চুল বড় করে ফুল দিয়ে দেব :!> :#>

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৪৮

শায়মা বলেছেন: আমারও দিতে খুবই ইচ্ছে হচ্ছে আমার বাবুগুলোর ছবি। কি যে সুন্দর হয়েছে। ওকে কাল স্কুলে গিয়ে মায়েদের পারমিশন নিয়ে জুড়ে দেবো ছবিগুলো।:)


আর আমার শাড়িটাও যা সুন্দর ছিলোনা টুকিঝামনি। তুমি দেখলে অবাক হয়ে যেতে। অফহ্যোয়াইট জমিনে অলিভ গ্রিন পাড়। ঠিক সাদা গোলাপ আর সবুজ পাতাটার মতই।

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৫২

শায়মা বলেছেন:


এই দেখো শাড়িটা।:)

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৫৮

শায়মা বলেছেন: শাড়িটার নাম সিল্ক গাদোয়াল!!:)

৩৩| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৪১

ম্যাভেরিক বলেছেন: না, শোনানো যাবে না, তোমার সাথে রাগ করবে তাহলে। :)

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৪৫

শায়মা বলেছেন: আর রাগ করতেই পারবেনা। :)


দেখো


ফারহিনমনি( ম্যাভেরিকভাইয়া) তাহামিদ ও অন্যান্য নাম না জানা সব বাবুদের জন্য আমার এই গল্পটা। :) :) :)


:) :) :)

৩৪| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৪৪

khairun বলেছেন: সুন্দর পোষ্ট আপু।



পরী পরী বাবু বাবু পোষ্ট :)

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৪৯

শায়মা বলেছেন: হি হি হি

ঠিক বলেছো আপু।:)

৩৫| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৫৫

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: সুন্দর পোষ্ট আপুজি :)

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৫৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।:)


বাসার বাবুদেরকে শুনাও আমার গল্প।:)

৩৬| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৫৬

সাইফুলহাসানসিপাত বলেছেন: আমাদের বাসায় আমিই ছুট বাবু । :-P :-P :-P :-P
তাই আমিই শুনব । :P =p~
আর ছোট খালাত ভাই-বোনদের পাঠিয়ে দিব । :-B

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৫৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক !!!!!!!!!!:)

৩৭| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৯:০২

নীল-দর্পণ বলেছেন: ওলেলেএএএ কি কিউটি কিউটি বেবীদের সাথে সময় কাটে তোমার আপু :)
আমি এতদিন কিছু কিউটির সাথে সময় কাটাতাম, ছেড়ে দিয়েছি অবশ্য কোচিংটা।

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৯:০৪

শায়মা বলেছেন: হায় হায় ছাড়লে কেনো?????????????

পরীদের রাজ্য কেউ ছাড়ে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৩৮| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৯:১০

শেখ আমিনুল ইসলাম বলেছেন: বাহ! মনটা খুব ভালো হয়ে গেল এঞ্জেলদের দেখে। শুভেচ্ছা :)

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৯:১৩

শায়মা বলেছেন: তোমাকেও অনেক অনেক থ্যাংকস আমিনুলভাইয়া।:)

৩৯| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৯:২১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

আইসক্রিম খাওয়া পিচ্ছিটা বেশিই কিউট!
অন্যগুলো ও সুন্দর :)

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৯:২৫

শায়মা বলেছেন: আমার কিউট বাবুদেরকে তো দেখোইনি।

দেখলে বুঝতে ভাইয়া।


যাইহোক তোমার বাসার পুচ্চিপাচ্চিদেরকে আমার গল্প শোনাও।

৪০| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৩১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমার বাসায় পিচ্ছি নাই।
আমিই পিচ্ছি নাম্বার ওয়ান :)

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৩৭

শায়মা বলেছেন: তাইলে তুমিই পিচ্চি নং ওয়ান আমার গল্পটা শোনো।

বসো চুপ করে।




:P

৪১| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৩৪

পাগলমন২০১১ বলেছেন: কিউট কিউট সোনামণিদের জন্য অনেক অনেক আদর রইল। :)

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৪১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ পাগলমন ভাইয়া।:)

৪২| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৩৫

টুকিঝা বলেছেন: আমিও সিল্ক গাদোয়াল পড়তে চাই, আমিও সাদা ফুল গুজে ছবি তুলতে চাই। :((
আপি, কানের ফুল টাও ফাটাফাটি, আর এত টুকিঝা খেলছ কেন ??? এই ছবিটা প্রো পিক করে দাওনা একটু দেখি। B-))
কালকের অপেক্ষায় থাকলাম, বাকি পিচ্চি গুলোকে দেখতে চাই।

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৪৩

শায়মা বলেছেন: ওকে সিল্ক গাদোয়ালটা কেনা গুলশান ২ নং এর পিন্ক সিটি এর গুলশান শাড়ী থেকে। সাদা ফুলটা গুলশা ল্যাব এইডের পাশের ফুলের দোকান পুসপনীড় থেকে। আর কানের দুলটা!!!!!!!!!!! সেটা এত এত পছন্দের প্রিয় দুল আমার। কিনেছিলাম বানিজ্য মেলার থাই স্টল থেকে।:)

:) :) :)

৪৩| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৪৬

আশকারি রহমান বলেছেন: পিচ্চিগুলারে দেইখা জেলাস খাইয়া গেলাম

যাই হোক আমি অনেক কিউট ছিলাম ছুডু বেলায় :#> :#> !!


আহ্ এখন যদি আগের মত কিউট থাকতাম :#> :#>

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৪৭

শায়মা বলেছেন: ওকে ওকে কিউটি ভাইয়া তুমি তো স্টিল ........ই আছো তাই গল্পটা শোনো মন দিয়ে ওকে???

৪৪| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৪৯

ফটো পাগল বলেছেন: Real Life :)

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১০:০০

শায়মা বলেছেন: :)


৪৫| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৪৯

আশকারি রহমান বলেছেন: উকে

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১০:০০

শায়মা বলেছেন: :)

৪৬| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১০:০৫

বড় বিলাই বলেছেন: গল্পটা যাদের জন্যই হোক, আমি তো নিজের জন্যই নিয়ে গেলাম। :)

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১১:২০

শায়মা বলেছেন: বিলাই আপুনি শাহানা আপুর বেবিকে শুনিও।:)

৪৭| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১০:০৯

খন্ডকাব্য বলেছেন: ভালা লাগা ...আর সব বাবুমনিদের জন্য আদর রইল

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১১:২১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ কাব্যভাইয়া কিন্তু তুমি আমার মন খারাপ করে দিয়েছো আজ এমনি একটি বাবুর গল্প বলে।

৪৮| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১০:২১

সায়েম মুন বলেছেন: ছব গল্প কবিতা আমাল। ছবি ও লেখায় ছুন্দল করে বয়ান করেছো। :D :P

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১১:২২

শায়মা বলেছেন: পিতকা বেবিভাইয়া।

তব তোমাল দন্য।:)

৪৯| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৩২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
টিচারের খোঁপায় গোঁজা সাদা গোলাপফুল!

এটা ও কিন্তু সুন্দর :)

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১১:২৩

শায়মা বলেছেন: ডাকাতদের কানে গোঁজা ছিলো লাল জবার ফুল তাই সাদা গোলাপ লাগিয়েছে টিচার। নাইলে যদি আবার সবাই তাকেই ডাকাত মনে করে বসে।:(

৫০| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৩৩

টুকিঝা বলেছেন: void(1);

এই পিচ্চি টা কিউট না আপি???

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১১:২৪

শায়মা বলেছেন: দেখতে পেলাম নাতো।:(

৫১| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৩৭

টুকিঝা বলেছেন: ছবিটা গেলনা!!! X((

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১১:২৪

শায়মা বলেছেন: :(

৫২| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১১:০৬

আমি তানভীর বলেছেন: সত্যিই ! এই পিচ্চিগুলার দিকে তাকিয়ে কোনদিন মন খারাপ করে থাকা যায় না

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১১:২৪

শায়মা বলেছেন: ঠিক তাই ঠিক তাই ঠিক তাই তানভীরভাইয়া।:)

৫৩| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১১:১৮

মোঃমোজাম হক বলেছেন: সব মিলিয়ে ভাল লাগলো।
টিচার কি তুমি নিজেই?

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১১:২৬

শায়মা বলেছেন: হুম নাইলে আবার কোন টিচারের গল্প শুনাবো ভাইয়া???


তোমার বেবিকে শুনিও আমার গল্পটা।

৫৪| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১১:২০

আবদুর রহমান (রোমাস) বলেছেন: সব পরীদের জন্য শুভকামনা :) সাথে বীরপুরুষকেও

পরীদের মহারানী দেখি ছোট্ট পরীদের মতই, আমরা এমনই চাই এমনই থাকুক পরীকুলের মহারানী ;) আফ্রেদিতো আপু একটা ব্যপারে খুব রাগ করে আছি তোমার সাথে :(

২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১১:২৭

শায়মা বলেছেন: আরে কি ব্যাপারে আবার রাগ করে আছো???


আমি তো কিছুই জানিনা।


শিঘ্রী বলে ফেলো।:(

৫৫| ২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১২:১৬

মিরাজ is বলেছেন: বাহ!! ভালো লাগলো। কিউটি কিউটি বাবুদের জন্য ভালোবাসা।

২৭ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:১৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ মিরাজভাইয়া।:)

৫৬| ২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১২:১৬

আবদুর রহমান (রোমাস) বলেছেন: তুমি আমার ব্লগে যাও না এর থেকে আর বড় কারন কি হতে পারে বল??
:(

২৭ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:১৫

শায়মা বলেছেন: আরে কে বলে যাইনা???


এখুনি যাচ্ছি।:)

৫৭| ২৭ শে নভেম্বর, ২০১১ রাত ২:২১

নীরব 009 বলেছেন: অনেক সুন্দর হয়েছে আপু। পিচ্চি পাচ্চা অনেক ভালু পাই :)

২৭ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:১৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ ।:) :)

৫৮| ২৭ শে নভেম্বর, ২০১১ রাত ২:৪৭

ফারিয়া বলেছেন: আহারে, আমিও ওই পিচ্চিদের সাথে খেলা করতে চাই :( :((
আমাকে নিবে ওরা খেলতে?
আমার কিন্তু চকলেট অনেক ভালো লাগে :!> :#> !

২৭ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:১৭

শায়মা বলেছেন: আমারও চক্কেত, আইক্কিম আর পুতুলও ভালো লাগে।:)


তোমাকেও নেবো খেলায়।:)

৫৯| ২৭ শে নভেম্বর, ২০১১ রাত ৩:৪০

রিয়েল ডেমোন বলেছেন: দারুন পোস্ট বাবুদের জন্যে।

আমি কেন বাবু হলাম না :((

২৭ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:১৭

শায়মা বলেছেন: আহা তুমি ও বাবু ছিলা না নাকি!!!


আর স্টিল আছোই।


তেমনি মনে হচ্ছে।:)

৬০| ২৭ শে নভেম্বর, ২০১১ ভোর ৪:৪৯

টানজিমা বলেছেন: ওই শাদা পেত্নিটা তুমি খালা??.......... :|
মুখের উপর কি হয়েছিল?.... B:-)

আমি ভাবতাম তুমি একটা বুড়ি....... :P

২৭ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:১৮

শায়মা বলেছেন: ঠিকই তো ভাবতা।


এখন কি আবার ছুড়ি মনে করছো নাকি!!!


হায়রে টানজু বেবি......:(

৬১| ২৭ শে নভেম্বর, ২০১১ ভোর ৪:৫৫

টানজিমা বলেছেন: শাড়ি দেখানো শেষ হলে ফডুকটা সরাও, যথেষ্ট বিরক্তিকর একটা ছবি... মনে হচ্ছে কোন এক এসিডে ঝলসানো রোগীর ছবি, তাই মুখটা এইভাবে মুছে দেয়া হয়েছে।... X((

২৭ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:১৯

শায়মা বলেছেন: আরে মুখে নেকাব লাগিয়েছি।:)

৬২| ২৭ শে নভেম্বর, ২০১১ ভোর ৫:১৬

কামরুল হাসান শািহ বলেছেন: যে ঘরে পিচ্চি পাচ্চা নাই, সে ঘরে কোন আনন্দ নাই

বাচ্চাদের দেখলে আমার একটা অদ্ভুত সমস্যা হয় :| মুখে দিয়ে অর্থহীন কিছু শব্দ বেরিয়ে আসে

বাচ্চা পাচ্চা আমার কাছে আসে না :(( বড় খারাপ লাগে

শুকনো মরিচের নাম কই X(

২৭ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:২১

শায়মা বলেছেন: হা হা হা


বাচ্চারা কেনো আসেনা তোমার কাছে। নিশ্চয় তাদেরকে জালাও তুমি ভাইয়া।:P

আর শুকনা মরিচ আপুর পিচ্চির নাম তো জানিনা।

শিঘ্রী বলো জুড়ে দেই নামটা।:)

৬৩| ২৭ শে নভেম্বর, ২০১১ ভোর ৫:১৭

শোশমিতা বলেছেন: চমৎকার পোষ্ট!
বাচ্ছাদের সাথে কাজ করার মজাই অন্যরকম। আর সাথে বাচ্ছাদের সাথে দুষ্টামি সেতো আরো ভালো লাগে :)

অন্যান্য নাম না জানা সব বাবুদের জন্য আমার এই গল্পটা। তাই আমার বাবুর জন্য নিয়ে গেলাম আপু :)



২৭ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:২৫

শায়মা বলেছেন: শোশিমনি

আমি ভাবতাম তুমি নিজেই একটা পিচ্চি মেয়ে। তোমার যে আবার বাবু আছে কে জানতো!!!!

৬৪| ২৭ শে নভেম্বর, ২০১১ ভোর ৫:২৮

কামরুল হাসান শািহ বলেছেন: গপ্প দারুন হইছে



২৭ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:২৬

শায়মা বলেছেন: হা হা হা


শাহি ভাইয়া কবিতা আবৃতি দিলেনাতো।

৬৫| ২৭ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:১৮

ঘুমন্ত আমি বলেছেন: এক কথায় বলা যায় দারুন পোষ্ট !লেখাটি সুন্দর হয়েছে তবে তার চেয়ে অসাধরন হচ্ছে বাচ্চাগুলোর ছবি

২৭ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:২৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!!!!:)

৬৬| ২৭ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:৪৩

মাহী ফ্লোরা বলেছেন: বাবুন শুনবে কিনা সন্দেহ! /:)


শাড়ীটা দারুন! :!>

২৭ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:২৭

শায়মা বলেছেন: বাবুন কি তোমার বেবির নাম আপুনি???????????????


আগে বলবা তো!!!!!!!!!!!:)

৬৭| ২৭ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:০৫

েরজা , বলেছেন:
প্রথম বাচ্চা -গুলা কারা ?
তোমার স্কুলের ?

২৭ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:২৮

শায়মা বলেছেন: শুধু বীরপুরুষটা আমার স্কুলের তবে আমার অন্যান্য বাচ্চাগুলোও এক একটা পরীর বাচ্চা। যদি নজর লেগে যায় তাই ছবি দেইনি এইখানে।:)

৬৮| ২৭ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:৪৪

বেদ্দপ বলেছেন: ছুডো পুলাপান বড় হৈয়া বেদ্দপ হয়া যায়। আফনেরা বেশি লাই দেন নচল্লা আফা। মাঝেমধ্যে মাইর দিবেন। ধুমাধুম মাইর।

২৭ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০১

শায়মা বলেছেন: হা হা হা

নচল্লা ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

মাঝে মাঝে সত্যিই মাইর দিতে ইচ্ছা করে কিন্তু।

যেমন সেদিন আমি বললাম ভালো করে কালার করে আনো পিকচারটা।
একজন বলে, কেনো?
আমি বললাম এটা বেশী থুন্দল হয়নি তো আরও থুন্দল কলে আনো।
বলে না, থুন্দল হইতে।
আমি বললাম আরও থুন্দল কলে আনো।
বলে এটা আরোই থুন্দল হইতে।

X(

X(

X(

৬৯| ২৭ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৯

শোশমিতা বলেছেন: আপু আমি বড় :(
সবাই আমাকে ছোট ভাবে তাই ব্লগে ২টা পোষ্ট দিলাম আমার বাবুকে নিয়ে, তার পর ও :(
আমার বাবুকে নিয়ে লেখা গুলো পড়নাই কেনো আপু? তাইলে তো আমাকে পিচ্চি মেয়ে ভাবতেনা। লেখা গুলো পড় আপু, আর এখন থেকে আমাকে আর পিচ্চি মেয়ে ভেবনা :P
Click This Link

Click This Link

২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৩৭

শায়মা বলেছেন: হায় হায় আর এমন ভুল হবেনা শোশিমনি!!!:)

৭০| ২৭ শে নভেম্বর, ২০১১ রাত ৮:১২

মাহী ফ্লোরা বলেছেন: বাবুনের নাম স্বচ্ছ আপু! ইত্তেসাম আহমেদ। :)

২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৪০

শায়মা বলেছেন: স্বচ্ছবাবুর নামটাও জুড়ে দিলাম।:)

৭১| ২৭ শে নভেম্বর, ২০১১ রাত ৮:২২

ছাইরাছ হেলাল বলেছেন:

জোড়া সাদা ফুল খুব সুন্দর ।

২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৪১

শায়মা বলেছেন: :)


থ্যাংক ইউ ভাইয়া।:)

৭২| ২৭ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৪৯

লিটল হামা বলেছেন: লিটল এ্যাঞ্জেলদের পোস্টে লিটল নিক থেকে কমেন্ট করলাম!

২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৪৪

শায়মা বলেছেন: ঠিক ঠিক লিটল বেইবি। সেটাই তো ঠিক।:)

৭৩| ২৭ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৪০

মুনসী১৬১২ বলেছেন: এত্ত সুন্দর সুন্দর দেবদূতদের মাস্টর একটা বা-----র

শ্যাম্পু ভাল থেক দেবদূতদের নিয়ে

২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৪৭

শায়মা বলেছেন: বান্দর!!!!!!!!!!


X(


কি ভাবো আমি বুঝিনা???? জানো আমি ফিল ইন দ্যা ব্ল্যান্কস এ কত্ত ভালো??? সব পারি।:) :) :)

৭৪| ২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১০:১১

দূর্যোধন বলেছেন: আপনার পোলাপান কালেকশন তো বেশ ভালোই :)

২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১১:০৬

শায়মা বলেছেন: শুধু বেশ না অনেক অনেকই ভালো ভাইয়া।:)

৭৫| ২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১০:১২

বাবুনি সুপ্তি বলেছেন: আমার বাসায় এখন চার কিউট পিচ্চি আছে। ওদের কাজ- কর্ম দেখেই আমার সারাদিন কাটে :)

২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১১:১০

শায়মা বলেছেন: শিঘ্রী আমার গল্প শুনাও!!!!!!!!!!!!!:)

৭৬| ২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৫১

রাইসুল জুহালা বলেছেন: লাল টুকটুক পরীটার ছবি কই?

২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১১:০৫

শায়মা বলেছেন: বাপরে !!!

ভাইয়া মনে আছে তোমার!!!

এই নাও তার ছবি। এক বছরে সে একটু বড় হয়েছে।:)

৭৭| ২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১১:০৯

কালো হিমু বলেছেন: আমিও তো বাবুটুকুন, আমার নাম নেই কেন? :(

২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১১:১১

শায়মা বলেছেন: হায় হায় জানতাম নাতো বাবু।:(

৭৮| ২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১১:১২

রাইসুল জুহালা বলেছেন: একটু বড় হয়েছে, আরও সুন্দর হয়েছে। তবে বউ সাজা ওই ছবিটা ছিল ক্লাসিক। ওরকম লাল শাড়িতে ঘোমটা দিলে সব বয়সের সব মেয়েকেই (অন্তত সব বাঙালি বা হাফ বাঙালি মেয়েকে) দেখতে স্বর্গপরী মনে হয় বোধহয়। :)


ভাইয়া মনে আছে তোমার!!!


আপনারও তো দেখি ঠিক মনে আছে আমি কোন মেয়েটার কথা বলছি। :D

২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১১:১৬

শায়মা বলেছেন: আরে ভাইয়া আমার তো মনে থাকবেই।

আমার মেমোরী অসাধারন!!!!!!!!!!


তুমি চিন্তাও করতে পারবেনা আমি যে এই এতটুকু কথা ফোন নং বা কারো নামই কখনও ভুলিনা। শুধু ইচ্ছা করে যদি না ভুলে যাই।:)

৭৯| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:০০

চাটিকিয়াং রুমান বলেছেন: সুন্দর পোষ্ট। :)

বাবুগুলো কিউট!

২৮ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:৪৯

শায়মা বলেছেন: :)

থ্যাংক ইউ ভাইয়া।

এই নাও তোমার জন্য আমার আরেকটা মিষ্টি বাবুর ছবি।:)




৮০| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:১৫

শ্রাবনসন্ধ্যা বলেছেন: জাফনার কথা (আমার কথা) মনে আছে দেখে আপ্লুত হলাম.
বরাবরের মতন মন কাড়া পোস্ট :)

২৮ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:৪৯

শায়মা বলেছেন: মনে থাকবেনা????


আমি কি তুমি নাকি!!!:(

৮১| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:২১

শ্রাবনসন্ধ্যা বলেছেন: জাফনা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি তার পেট কি হবে, আর আমি ঠিক করতে পারিনি কোন বয়স থেকে হবে :)

২৮ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:৫১

শায়মা বলেছেন: তাড়াতাড়ি ঠিক করো।:)

৮২| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১:০৮

মাহফুজার রহমান বলেছেন: X( আমাকে ভুলে গেলা??? X((

সব ছেড়ে আবারও বাচ্চাদের স্কুলে জয়েন করতে ইচ্ছা করছে।

তুমি খুব খারাপ, কিছূ ীঝীণষ ভুলে যেতে চাই..আমারও মেমোরি খুব ভাল

২৮ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:৫৯

শায়মা বলেছেন: তোমাকে ভুলবো কি করে ভাইয়া???

তোমার বাবু হবে যখন তখন তার সাথে তোমার নাম এমন পোস্টে লেখা হবে।

৮৩| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১:০৯

মাহফুজার রহমান বলেছেন: X( আমাকে ভুলে গেলা??? X((

সব ছেড়ে আবারও বাচ্চাদের স্কুলে জয়েন করতে ইচ্ছা করছে।

তুমি খুব খারাপ, খুবই

কিছু জিনিস ভুলে যেতে চাই.সমস্যা একটাই.আমারও মেমোরি খুব ভাল

২৮ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:০৩

শায়মা বলেছেন: কিছু জিনিস ভুলে যাওয়াই ভালো ভাইয়া!!!!!!!!!!!!!!!!!


তাই আমিও ইচ্ছে করে ভুলে যাই।:)

৮৪| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১:২৫

অক্টোপাস পল বলেছেন: কোন এক অজানা কারণে বাচ্চারা আমাকে অনেক পছন্দ করে। হয়তো আমি ওদের মতো করে ভাবতে পারি, মিশে যেতে পারি তাই । আমিও বাচ্চাদের অনেক পছন্দ করি। :) :)

২৮ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:০৪

শায়মা বলেছেন: আমিও তো!!!!!!!!!!!!!!!!!!!:)

৮৫| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১:৩৩

বিতর্কিত উন্মাদ মানব বলেছেন: বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর :-& এত পিচ্চি একসাথে দেখলে ভয় লাগে :-&

অফ দ্যা রেকর্ডঃ আমি নিজেও কিন্তু পিচ্চি :!>

২৮ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:০৫

শায়মা বলেছেন: আরে তাই নাকি !!!!!!!!!!!!!!!

তাহলে আমার গল্পটা তুমিই শোনো ওকে???

৮৬| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ৩:০৯

কামরুল হাসান শািহ বলেছেন: শুকনা মরিচের বাবুর নাম আরদি

২৮ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:০৭

শায়মা বলেছেন: ওকে আরদিবাবুর নামটা আমি জানতামনা ভাইয়া।


তোমাকে অনেক অনেক থ্যাংকস!!!:)

৮৭| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৭:২২

নিমা বলেছেন: অনেক সুন্দর লেখা আপু....

কাল সকালে আমার আলো কে পড়ে শুনাবো :)

২৮ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:০৮

শায়মা বলেছেন: তোমার বাবুর নাম কি আলো???


:)

৮৮| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:৩৯

রিমঝিম বর্ষা বলেছেন: :)


কেমন আছো আপি? সারাহ-কে একটা ময়না কিনে দেবো। খাঁচায় বন্দী পাখি আমার দেখতে ভালো লাগেনা। তাই কখনো কিনিনি। কিন্তু সারাহ-র জন্য কিনতে ইচ্ছে করছে। আমার কন্যার পুরো নাম রাঈসা আহমেদ সারাহ। ইমন জুবায়ের ভাইয়ার কন্যার নামের সাথে মিল।

আর তুমি আমার নামের বানান ভুল করছো। X( তার মানে আমাকে তোমার মনে পরেনা তেমন। :((

টানজু দেখি তোমার এখানে বেশ আপডেট। আমিতো ভাবছিলাম ও হারায় গেছে। :P

২৮ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:১২

শায়মা বলেছেন: ইমন ভাইয়ার বোনের পিচ্চির নাম রাইসা!!!:)

আর তোমার নামের বানান এখুনি ঠিক করে দিচ্ছি।

:(


টান্জু হারানো সংবাদ থেকেই মাঝে মাঝে ফিরে আসে।:)

৮৯| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:৪২

রিমঝিম বর্ষা বলেছেন: আমার বাবুনিটাকে এখন অফিসের ডেকেয়ারে নিয়ে আসি। এখানে আরো অনেক বাবু আছে। আমি যখন আমারটাকে দেখতে যাই তখন সবগুলো গোল হয়ে এসে বসে (বাচ্চারা আমাকে পছন্দ করে বেশ)। একজন বলে মাথা ঝাঁকিয়ে "তুমি আম্মু"? সারাহ আমার পায়ের উপর উঠে দাঁড়িয়ে লাফ দেয়। তাই দেখে অন্য পিচ্চি এসে বলে "আমি দিব"? হাহাহাহা। যতক্ষন থাকি দারুন লাগে।

২৮ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:১৭

শায়মা বলেছেন: আসলেই যত দুষ্টামীই করুক না কেনো শেষ পর্যন্ত হাসতে হাসতেই দিন শেষ হয়।:)

৯০| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:২০

নীলাঞ্জনানীলা বলেছেন: এতো দেখছি চাঁদের হাট :) বাবু সোনা মনিদের দেখে মন ভালো হয়ে গেল।

২৮ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:১৮

শায়মা বলেছেন: ঠিক তাই..........চাঁদ তারাদের আসর।:)

৯১| ২৮ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:০৩

সীমানা পেরিয়ে বলেছেন: সুন্দর......সুন্দর......সুন্দর......

২৮ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:২২

শায়মা বলেছেন: থ্যাংক ইু থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া।

৯২| ২৮ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:২৮

মুখোশে ঢাকা আমি মুকিত বলেছেন: চাঁদের হাসি দেখে মন ভরে গেল আপু। গল্পটা শুনতে হবে :)




রিমঝিম বর্সা > রিমঝিম বর্ষা :) আমি কিন্তু কিছু দেখাইনি :)
এমনি লিখলাম :)

২৮ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:২৩

শায়মা বলেছেন: শুনো শিঘ্রী গল্পটা।:)

৯৩| ২৮ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪২

আবু সালেহ বলেছেন: কিউট ....কিউট ....কিউট..........

লিখাটাও কিউট.............কিউট.......কিউট।

২৮ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ সালেহভাইয়া।


৯৪| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ৮:১৮

টুকিঝা বলেছেন: ডিজনি ফেয়ারি বেবি আর হাপুস হুপুস বেবিটা কি কিউট রে আপি!!! আমারও বেবি হইতে মন চায়। :((
আর ছবি কই কই কই??? সব ছবি না দিতে চাইলেন!!
'আপি তো কথা রাখেনি, কাদিসনা টুকি, কাদিসনা :(( ' :(

২৮ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৪৮

শায়মা বলেছেন: আরে দেবো তো । ডোন্ট ক্রাই বাবু।:(

৯৫| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ৮:২১

রুদ্রপ্রতাপ বলেছেন: আপনার সাথে একটু কথা ছিলো। কিভাবে বলতে পারি?

২৮ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৪৯

শায়মা বলেছেন: মেইল আইডি দাও ভাইয়া। মেইল করে দিচ্ছি।

৯৬| ২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৩৫

নিশাচর ভবঘুরে বলেছেন: আমার বাবু হলে, তাকে নিয়ে লিখবেতো আপু ? :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!>

অনেক ভালো লাগলো। :)

২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৪০

শায়মা বলেছেন: আরে হ্যা লিখবো লিখবো। একশোবার লিখবো, দুইশোবার লিখবো, তিনশোবার ..... ...... .....:)

৯৭| ২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৪৪

সালমাহ্যাপী বলেছেন: আহা কত সুন্দর সুন্দর বেবিগুলা মাশাল্লাহ। দেখেই মন জুড়িয়ে গেল :) :)


২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৪৫

শায়মা বলেছেন: :)

কত দেখতে চাও???

আমার কাছে আরও আরও আছে সালমামনি।:)

৯৮| ২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৫২

নাজনীন১ বলেছেন: হুম। :)

আমার তো মায়ের সাহসী ছেলেটাকে যে কিনা ডাকাতের হাত থেকে তার মাকে বাঁচিয়েছে তাকে অনেক বেশি হিরো মনে হলো! :)

২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৫৪

শায়মা বলেছেন: এক্কেবারেই ঠিক বলেছো আপুনি!!!!!!!!!!!!

সে যেন ১০০০% হিরো।:)


তোমার বাবুদের নাম কি??

৯৯| ২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৫৮

শূণ্য উপত্যকা বলেছেন: তোমার নাচের স্কুলে আসতে হবে। সেই যে নাচতে দেখলাম... =p~

২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১:০০

শায়মা বলেছেন: :P


তাড়াতাড়ি আসো।

তোমার দাওয়াৎ।:)

১০০| ২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১:১৮

রেজওয়ান তানিম বলেছেন: খুবই ভাল লাগল

২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১:২৩

শায়মা বলেছেন: :)


থ্যাংক ইউ ভাইয়া!!!

১০১| ২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১:২০

অরুনাভ বলেছেন:

আমার princes কে তোমার কাছে পাঠালাম.......অনেক রাইম শিখায় দিও....

২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১:২২

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

কেমন আছো???????????????????????

প্রিন্সটার নাম কি???????????????????????????

২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১:২৪

শায়মা বলেছেন: স্যরি !!!!!!!!!!!!

এটা তো প্রিন্স না
প্রিন্সেস!!!!!!!!!!!:)

১০২| ২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১:৩৩

অরুনাভ বলেছেন: দিয়া......এটা ওর ৮/৯ মাসের ছবি.... এখন ১.৫....সব সময় একই কথা.... আমি দিয়া ... আমি দিয়া..... আরেকটা নাম আছে অনিন্দিতা....
আমি এখনো প্রিন্সেস টাকে দেখি নাই....

আমার ভাস্তি....বড়টার মেয়ে...

আমি মনে হয় আমার মতো ভালোই (????!!!!) আছি..... :D:D

২৯ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৯

শায়মা বলেছেন: আমি ভেবেছিলাম তোমার মেয়ে বুঝি এই নীলপরীটা ভাইয়ামনি।:)

১০৩| ২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১:৩৬

অরুনাভ বলেছেন: [img|http://media.somewhereinblog.net/images/thumbs/arublog_1322508906_1-princes_2.jpg

আরেকটা দিলাম.... recent pic নাই...

১০৪| ২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১:৩৭

অরুনাভ বলেছেন:

২৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৯

শায়মা বলেছেন: কিউটি নীলপরী!!!!!!!!!!!!:)

১০৫| ২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১:৪২

রুদ্রপ্রতাপ বলেছেন: badhan1986এট জিমেইল ডট কম। :)

২৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৯

শায়মা বলেছেন: ওকে ভাইয়া।


মেইল করেছি।:)

১০৬| ২৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:১৬

তন্ময় ফেরদৌস বলেছেন: শায়মাপু, আমার এঞ্জেলদের ছবি দিয়া গেলাম। অবশ্যি দেখবা।

বাচ্চা ভয়ঙ্কর, কাচ্চা ভয়ঙ্কর(!)

২৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫৬

শায়মা বলেছেন: বাচ্চাগুলা এককেবারেই কিউটি মিউটি!!!!!!!!!!!!!


অনেক অনেক ভালো লাগলো ভাইয়া।:)

১০৭| ২৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৮

নাজনীন১ বলেছেন: ছেলেটার নাম রাহীক, মেয়েটার নাম নাফিসা। :)

২৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫৯

শায়মা বলেছেন: রাহীক নামতা একদম অনেক অনেক আনকমন। কখনও শুনিনি। মিনিংও জানিনা। কিন্তু অনেক অনেক সুন্দর আপুনি। নাফিসা নামটাও অনেক সুন্দর।

অনেক অনেক আদর আর ভালোবাসা দুইটা বাবুকেই।:)

১০৮| ২৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:১৬

কাউন্সেলর বলেছেন: চাদের হাট বসেছে।
খুব ভালো লাগলো।
চাদ দের সাথে তাদের টিচারকেও।

২৯ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।:)

১০৯| ২৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:২৮

রবিন মিলফোর্ড বলেছেন: খুব সুন্দর পোষ্ট । পিচ্চিগুলা অনেক কিউট ।

বেশ ভাল লাগল আপু :) :) '

+++++++

২৯ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৫

শায়মা বলেছেন: পিচচিগুলো আসলেই অনেক অনেক সুন্দর!!!

থ্যাংক ইউ ভাইয়া।

১১০| ২৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:৩১

এস েজ রতন বলেছেন: ও রে বাব্বা! এতো মানুষ তোমার ব্লগ পড়ে! আশ্চর্য্য কান্ড! মন দিয়ে পড়লাম। এতো বড় লেখা তবুও পড়লাম। অন্নেক সুইট লেখা। চ্চাল্লিয়ে যাও।

২৯ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৬

শায়মা বলেছেন: রতনভাইয়া আমার লেখাটা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস!!!

১১১| ২৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:৪৪

khairun বলেছেন: কারার কথা জিজ্ঞেস করেছিলেন??

২৯ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৭

শায়মা বলেছেন: প্রতারকগুলার কথা!!:)

১১২| ২৯ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১০

শিপু ভাই বলেছেন: ভা ল ই!!! ইয়ে.....হুম...খরাপ হয় নাই.....ঠিকই আছে.....
মানে... হুম + দিছি... তয় ... প্রিয়তে

















রাখতে চাইছিলাম........কিন্তু /:)



























আমার পুলা না করছে!!! X( X( X( X((

২৯ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৮

শায়মা বলেছেন: হায় হায় তোমার সাথে না হয় রাগ করা চলবে.....কিন্তু পিচ্চিটার সাথে তোল চলবেনা।:(


:( :( :(


১১৩| ২৯ শে নভেম্বর, ২০১১ রাত ৮:২৬

মুরাদ আহমেদ ১ বলেছেন: কেমন আছেন আপু ভাল তো
আপনাকে সামু ছাড়া আর কোথায় পাওয়া যাবে ।।।
জানাবেন কি ।।।।

২৯ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৫৩

শায়মা বলেছেন: ভালো আছি ভাইয়া।


আমাকে সামু ছাড়া আর কোথায় যে পাওয়া যাবে চিন্তায় ফেললে তো ভাইয়া।:(

১১৪| ২৯ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৩৪

মাহী ফ্লোরা বলেছেন: ৬ এর গোলাপি বেবিটা তোমার আপু? ওহ! ওতো সত্যিই পরী। পিঠের নিচে পাখা লুকিয়ে রেখেছে। আদর !

২৯ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৫৪

শায়মা বলেছেন: সব বেবিগুলোই আমার.......:)

৬নং ৯ নং এর কোনো স্পেশালিটি নেই আপুনি।


তবে এই বাবুগুলোর সবার নিজেদের মা আছে একএকটা।:)

১১৫| ২৯ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৪৬

মুরাদ আহমেদ ১ বলেছেন: আপু তোমার বেবি গুলি অনেক সুন্দর।
প্রিজ বলনা আর কোথায় পাব তোমাকে???

২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৪৪

শায়মা বলেছেন: আসলেই অনেক অনেক সুন্দর!!


সামু ছাড়া ইমেইলে পাওয়া যেতে পারে। আর কোথাও না।:(

১১৬| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ১:৫৬

সোহরাব সুমন বলেছেন: খুব ভালো লাগলো দুষ্ট পরীদের গল্প !

ব্লগারদের পোষা প্রিয় বিড়াল গুলো নিয়েও কিন্তু একটা পোস্ট চাই ! যেমন আমার তিতিন !
আর একটা লিঙ্ক দিলাম আমার ব্লগের

দেখে এসো সময় করে !

৩০ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৩

শায়মা বলেছেন: তিতিনের জন্য তো তাইলে একটা ছড়া লিখতে হবে ভাইয়া।:)

১১৭| ৩০ শে নভেম্বর, ২০১১ সকাল ৭:৩৪

নিমা বলেছেন: হুমম আপুনি আমার মেয়ের নাম আলো :) আপনি জানেন না?:(

৩০ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৫

শায়মা বলেছেন: না আপুনি জানতাম নাতো।

১১৮| ৩০ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:৩৯

হাসান যোবায়ের বলেছেন: ইয়ে এত বাবু দেখাইয়াতো লোভ লাগাইয়া দিলেন। যখন আমার বাবু হবে তখনও কিন্তু এমন একটা পোস্ট দিতে হবে :P :P

আপাতত এটা দেখেন :!> :!> :!> :#>
Click This Link


আর আপনার টাইপ স্পিড কিন্তু মাশাআল্লাহ! ;)

৩০ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৭

শায়মা বলেছেন: হি হি মাশাল্লাহ ভুল ভাল লিখতে যখন কেউ তোয়াক্কা করেনা আমার মতন তখন তার টাইপিং স্পীড মাশাল্লাই হয়।:)

১১৯| ৩০ শে নভেম্বর, ২০১১ সকাল ১১:০২

বাবু_আহমেদ বলেছেন: ইয়ে,মানে আমার নামও তো বাবু।তো আমার জইন্যে কিছু একটা.... ;) ;)

৩০ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৫

শায়মা বলেছেন: তোমার জন্য গল্পটা ওকে??

১২০| ৩০ শে নভেম্বর, ২০১১ সকাল ১১:৪৮

শিপু ভাই বলেছেন:

৩০ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৬

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া

ছবিটা অনেক মজার হয়েছে!!!!

১২১| ৩০ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৩৫

পুরাতন বলেছেন: উপরের পরীগুলার ছবিও কি আপনি তুলছেন? খুব সুন্দর হইছে :)

৩০ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৬

শায়মা বলেছেন: বীরপুরুষ আর কমেন্টে দেওয়া ছবিগুলি আমার তোলা।:)

১২২| ৩০ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:০২

সুপান্থ সুরাহী বলেছেন:
চরম সুন্দর হইছে...

আর কয়টা দিন আমিও দিমু ছবি...

দোয়া চাই শায়মাপ্পি....


পড়তে পড়তে আমি আমার আগামীকে নিয়ে নানা স্বপ্ন দখেতে দেখতে কোথায় যেন হারিয়ে গেসলাম!!!!!

৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৮:০৬

শায়মা বলেছেন: অনেক অনেক দোয়া ভাইয়া ......



আগামীর জন্যও ছড়া , কবিতা আর গান লেখা হবে।:)

১২৩| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৫২

একরামুল হক শামীম বলেছেন: দারুন :)

৩০ শে নভেম্বর, ২০১১ রাত ১০:১৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ শামীমু

১২৪| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৩৫

মুরাদ আহমেদ ১ বলেছেন: আপু আমার ইমেল টা হল

[email protected]


pls send me a mail

pls
pls
pls

০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ৮:২৯

শায়মা বলেছেন: :)


ওকে ভাইয়া।

১২৫| ০২ রা ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:২৯

মুরাদ আহমেদ ১ বলেছেন: আপু কেমন আছ?

০২ রা ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৪৩

শায়মা বলেছেন: ভালো আছি ভাইয়া।

১২৬| ০২ রা ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৪৫

মুরাদ আহমেদ ১ বলেছেন: ভাইয়া আমাকে মেইল কর না কেন?????

০২ রা ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৫০

শায়মা বলেছেন: মেইল করেছি তো।

১২৭| ০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১২:৫৭

মরুভূমি থেকে বলছি বলেছেন: মনে হয় স্বর্গে চলে এসেছি,

০৩ রা ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:২৬

শায়মা বলেছেন: একেবারেই ঠিক ঠিক স্বর্গ এটা!!!

১২৮| ০৩ রা ডিসেম্বর, ২০১১ সকাল ৭:০৮

ইসরা০০৭ বলেছেন: মনে করো যেন বিদেশ ঘুরে
মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে
তুমি যাচ্ছো পালকীতে মা চড়ে
দরজা দুটো একটুকু ফাঁক করে।

আমার বাবুকে শুনাতে চেয়েছিলাম আপু বাট অন করতে পারিনি :(
অনেক সুন্দর পোষ্ট ...অনেক ভালবাসা:)
প্রিয়তে রাখলাম পরে ট্রাই করবো বাবুকে শুনাতে।
ভালো থেকো আপু।

০৩ রা ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:২৭

শায়মা বলেছেন: কেনো পারোনি????????


ইটস ইজি!!!!!!!!!!!!!!


আবার ট্রাই করো আপুনি।

তোমাকে পারতেই হবে।

শুনাতেই হেব বাবুটাকে।


বাবুটাকে অনেক অনেক আদর!!!!

১২৯| ০৩ রা ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৩০

তন্ময় ফেরদৌস বলেছেন: শায়মাপুনি, পোস্ট টা তো অনেক আগেই পড়েছিলাম, গল্পটাও নামিয়ে রেখেছিলাম। কিন্ত আগে শোনা হয় নাই।

আজকে হটাৎ কি মনে করে যেন শুনলাম। অসাধারন। ঠিক ছোট্ট বেলার কথা মনে পড়ে গেলো। আম্মু এভাবেই ছোট থাকতে সব গল্প শুনাতেন। আরেকটু বড় হবার পর শুরু করলেন ইংলিশ স্টোরি আর কবিতা আবৃত্তি। আহা, এখনো যদি ছোট থাকতে পারতাম।

টুন্টুনির ভয়েস টা অনেক দারুন হইসে। পুরা গল্পের মাঝেই একটা রিদম পেলাম।

তোমাকে কোটি কোটি বেলী ফুল সহ আবারো প্লাস। :)

০৩ রা ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৪৯

শায়মা বলেছেন: হা হা হা


এই গল্প বলে আমি চিলড্রেন এ্যন্ড প্যারেন্টস সহ হাজার হাজার ফ্যান পেয়ে গেছি জানো? :P

১৩০| ০৩ রা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৯

মাহী ফ্লোরা বলেছেন: ৭৬ লিখতে গিয়ে ৬ হয়ে গেছে! :(

০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ৮:২৪

শায়মা বলেছেন: হা হা মাহীমনি!!!!!!!!!!!!!!


ওর মা জানলে আমাকে ধরে মাইর দেবে। বলবে আহা আমার মেয়ের মা হতে চাও না!!!!!!!!!!!!!!

:P

পরীটার মা জাপানী বংশভুত আর বাবা বাঙ্গালী আর তার দাদী একজন প্রখ্যাত নৃত্য শিল্পী।


তাই বলে আবার যেন ভেবোনা এইটা আমার মেয়ে না নাতি।:P

১৩১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সকাল ৮:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাবুদের জন্য গল্প আবৃত্তি দারুণ লাগলো। পোস্টও খুব ভালো হয়েছে। আমার ফারিহানের জন্য গল্প বলায় ফারিহানের মায়ের পক্ষ থেকে ধন্যবাদ:)

০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সকাল ৯:১৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!!

১৩২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সকাল ১১:০৮

অদৃশ্য বলেছেন:
হ্যাঁ.........আপনাকে সবসময় আপনার মতো করেই পাওয়া যায়...... খুব ভালো লাগলো....


ভালো থাকুন....

০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!!


আমাকে আমার মত মানে আমাকে আগের মত তাইনা???


হা হা হা

১৩৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০৯

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন: লেখাটা নাইস।আমাদের দুটো এঞ্জেল আছে, বাচ্চারা কিন্তু অনেক মজার,

০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২২

শায়মা বলেছেন: এঞ্জেলদের ছবি দাও শিঘ্রী আপুনি/ ভাইয়া।:)

১৩৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৫৩

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন: হুম, দেখি দেব, তার আগে ছবি আপলোড করা শিখতে হবে আপু,

০৪ ঠা ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪৭

শায়মা বলেছেন: শিঘ্রী শিখে ফেলো।:)

১৩৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৪

নিমা বলেছেন: আপু নাচ নিয়ে আরেক টা পোষ্ট দিন প্লিজ
আপনার নাচ দেখতে চাই...........................................

০৪ ঠা ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৪

শায়মা বলেছেন: হায় হায় !!!


নাচ নিয়ে পোস্ট দিলে মানে সাথে আবার আমার নাচ জুড়ে দিলে ব্লগ যদি ভেঙ্গে পড়ে!!!


:P

১৩৬| ০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:২৬

নিমা বলেছেন: ভেঙ্গে পড়লে ভালো হবে আবার নতুন করে নিজের মতো করে আমরা গড়ে নিব :D :D

নাচ আপনার আমি দেখতে চাই চাই চাই
আমার দাবি মানতে হবে
মানতে হবে............ /:)

০৫ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৫৩

শায়মা বলেছেন: হায় হায় !!!


গেছি এইবার!!!:( :( :(


নিমামনি সোনার খনি

আর কি চাই বলো এখুনি???


আলাই বালাই কালাই
নিমার মন ভোলাই।:) :) :)

১৩৭| ০৫ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪৭

চাঁন মিঞা সরদার বলেছেন: অসাধারন পোষ্ট সায়েমা।

০৫ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৫৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ চানমিয়াভাইয়া।

১৩৮| ০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৫৫

স্বপ্নবাজী বলেছেন: ইংলিশ বুঝি না তো! বুঝিয়ে দেন!
আমিও বাবু সোনা!

০৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:১৯

শায়মা বলেছেন: ইংলিশ বুঝতে হবেনা।

গল্পটা শোনো।

http://www.mediafire.com/?kczbfzjlqme467m

১৩৯| ০৬ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫৭

স্বপ্নবাজী বলেছেন: এইটা কি? (চিন্তায় পড়ার ইমো)

০৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২৭

শায়মা বলেছেন: এইটা একটা টুনটুনির গল্প!!!

আমি শুনিয়েছি।:)

১৪০| ০৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৩২

রাইসুল জুহালা বলেছেন: আমার লালটুক পরীর দাদী নৃত্যশিল্পী! কে উনি? আমি অবশ্য জিনাত বরকতউল্লাহ, লায়লা জামান, মুনমুন আহমেদ, শামীম আরা নীপা আর রিয়া ছাড়া অন্য কোন মহিলা নৃত্যশিল্পী চিনি না। এই পাঁচজনের মধ্যেও বেশ কয়েকজনের দাদী হতে আরও বহু বছর বাকি। :D

০৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৩৭

শায়মা বলেছেন: কি যে বলো ভাইয়া!!!


জিনাত বরকতুল্লাহর মেয়ে বিজরী বরকতুল্লাহের বেবি হয়েছে সেই কোন আমলে!!!!!!!!!!! সেই হিসাবে জিনাত বরকতুল্লাহ কবেই নানী।
লায়লা জামানেরও তো নানী বা দাদী হয়ে যাবার কথা। এমনি তো শুনেছিলাম মনে হয়।

মুনমুন আহমেদ এর সাথে তো রোজ দেখা হয়। উনি অবশ্য এখনও নিজে নানী হন নাই তবে অন্যেরকম কাজিন নানি হয়েছেন। :)

শামীম আরা নীপা আর রিয়া অবশ্য এখনও হন নাই।


তবে লাল টুকটুক পরীর দাদী ইহাদের কেহই নন।:) :) :)

০৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪০

শায়মা বলেছেন:


ভাইয়া এই নাও আর একটা পরী বাচ্চার ছবি।:)

০৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪১

শায়মা বলেছেন: এই বেবিটা বড় হয়ে পরীদের রাণী হবে!!!:)

১৪১| ০৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪৫

রাইসুল জুহালা বলেছেন: বাহ। দারুন কিউট তো! আপনার এই পিচ্চিবাহিনীর সর্বজ্যোষ্ঠ এবং সর্বকনিষ্ঠর বয়স কত? এই মুহুর্তে এবং অলটাইম দুটোই জানতে চাই।

০৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৫২

শায়মা বলেছেন: শুনো ভাইয়া আমার বেবিদের এইজ লেভেল সাড়ে ৪ থেকে সাড়ে ৫।

এই বিশেষ এইজ লেভেলটা নিয়েই আমার কাজ। আই এ্যাম এক্সপার্ট অফ দিস এইজ লেভেল।:) আর তাই দুনিয়ার সবাইকেই আমার পিচ্চি পিচ্চি লাগে । মনে হয় সবার বয়সই সাড়ে ৪ থেকে সাড়ে ৫ এর মাধ্যে। আসলেই মাঝে মাঝে ভুলে যাই আমি।:(


যাই হোক এই পিচ্চিগুলাকে দিয়েই আমি সাপুড়ে নৃত্য থেকে শুরু করে রবিঠাকুরের কবিতা পাঠ সবই করিয়ে নেই। আঁকিয়ে নেই ফুল, ফল পশুপাখি।:)

আর সারাদিন আনন্দে থাকি, সব দুঃখ কষ্ট ব্যাথা বেদনা ভুলে।:)

১৪২| ০৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৫৪

রাইসুল জুহালা বলেছেন: হায়রে! এরকম একটা কাজ আমি পেলে দারুন হত। সাড়ে চার-পাঁচ বছরের বাচ্চা নিয়ে সারাদিন খেলতাম। এর চেয়ে আনন্দদায়ক আর কি হতে পারে! :(

০৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৫৮

শায়মা বলেছেন: চলে আসো আমাদের এন্জেল ওয়ার্ল্ডে ভাইয়া।:)

নাচ গান কবিতা জানতে হবে কিন্তু!:P

১৪৩| ০৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০১

রাইসুল জুহালা বলেছেন: নাচ, গান, কবিতা কোনটাই জানি না। :( আপনার এই অ্যাঞ্জেল ওয়ার্ল্ডটা আসলে কি? ডে কেয়ার নাকি সাংস্কৃতিক স্কুল?

০৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০৮

শায়মা বলেছেন: দুটোই। তবে এটা একটা প্লেগ্রুপ থেকে এ লেভেল পর্যন্ত স্কুল ভাইয়া।

আমার কাজ পিচ্চি বেবিগুলোর সাথে।

১৪৪| ০৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৫৪

anisa বলেছেন:
ভালো লাগলো খুব সায়মা
সারাদিন পরীদের সাথে থেকে তুমি নিজেই হয়ে পরী গেছ।

শুভেচ্ছা ।

০৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৫৬

শায়মা বলেছেন: ঠিক তাই আপুনিমনি......


তুমি এখন কেমন আছো???

নিশ্চয় অনেক অনেক ভালো !!!!!!!!!!!:)

১৪৫| ০৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৪৬

বৃষ্টিধারা বলেছেন: শায়মা আপুনি,ভালো আছ ??

শিপু ভাই আমার মেয়ের জন্য প্রস্তাব দিছিলো,কিন্তু এই অশ্লীল ছবি দেখে বিয়ে ভাংগানী দিলাম .... :-P :-P :-P

০৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৫৮

শায়মা বলেছেন: হায় হায় অশ্লীল কেনো!!!!!

এইটা হইলো হার্ড ওয়ার্কিং পারসনের লক্ষন সম্পন্ন ছবি।


আজকালকার দিনে কয়জন এমন কাঁছা বেঁধে গাছে উঠতে পারবে??


শিপুভাইয়ার বাবুটা একদম একজন পরিশ্রমী মানুষ হবে। ছবি দেখেই বুঝা যায়।:)

১৪৬| ০৬ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০৮

সুরঞ্জনা বলেছেন: গতরাতে তোমার এই এ্যাঞ্জলদের দেখে গিয়েছি। এই গুলো যে কেমন পাজীর পা-ঝাড়া হয় তা আমি হাড়ে হাড়ে জানি।

আমার দরকার তোমার এই সাদা শাড়ীটা ( গাদোয়াল ফাদোয়াল চিনিনা), কানের ছোট্ট গোলাপ কুঁড়িটা। খোঁপার ফুলটা তুমিই রেখে দাও। এই শাড়ী আমার চাইইইইইইইইইইইইইইই। :(( :(( :((

০৬ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৬

শায়মা বলেছেন: ওকে তাই হবে।

ঠিকানা দাও আপুনি।

পাঠিয়ে দিচ্ছি।
অলিভগ্রীন পাড়টাই লাগবে নাকি অন্য যেকোনো পাড়ের সিল্ক গাদোয়াল?:)

বেগুনীরং পাড়টাও কিন্তু অনেকককককককককক ভালো ছিলো।
আর দুলটা এটাই দিতে হবে কারণ বানিজ্যমেলায় নেক্সট টাইম থাই শপে পাওয়া যাবে কিনা জানিনাতো। যাইহোক তোমাকে এটাই দিয়ে দেবো।

:)

১৪৭| ০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:৩৮

ইকরাম উল্যাহ বলেছেন: আমার ব্লগে জাইয়া কমেন্ট না কইরা চইলা আইসেন X(( । জানেন কত বড় হিট পোস্ট লিখসি?

এইনেন পোস্টের লিঙ্ক





;)

০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩২

শায়মা বলেছেন: এইমাত্র তোমার ঐতিহাসিক মানুষ নিয়ে লেখা ঐতিহাসিক পোস্ট পড়ে আসলাম ।:)


তুমি না বললে অবশ্য সেটাতেও কমেন্ট করতামনা। আমি আবার সব রকম ঝামেলা এড়িয়ে চলি।:(

১৪৮| ০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৩:৩২

নিমা বলেছেন: আপুর ছড়ায় মন ভুলে না
নিমা একটা পাজী
লক্ষি আপু বায়না দেখে
হয় যে এবার রাজী :)

আপু আমি ছন্দ মেলাতে পারিনা :(
:((


নাচ দেখবো :(( :(( :((

০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩৫

শায়মা বলেছেন: নিমামনি হীরার খনি
গড়িয়ে দেবো গয়না
সাত সাগরের ওপার হতে
আনবো ধরে ময়না।

নীলময়ুরের পেখম খুলে
জ্যোসনা মাখে রাতে
সাজিয়ে দেবো
নাচময়ুরী নাচবে তোমার সাথে।:)

১৪৯| ০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:০৬

রোজেল০০৭ বলেছেন: আমার তো আবার পিচ্চি হইয়া যাইতে ইচ্ছা করতেছে। :(( :(( :((

০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৩০

শায়মা বলেছেন: পিচ্চি হয়ে যাও রোজেল ভাইয়া আর ধুমপানমুক্ত হও।:)

১৫০| ০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:০৮

মাহী ফ্লোরা বলেছেন: হা হা উত্তর পইড়া হাসতেই আছি। বুঝছি ঐটা তোমার নাতি। :P

০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৩১

শায়মা বলেছেন: :P


কিছুই বলা যায়না। হতেও পারে এই পিত্তিতা আমাল নাতি।:)

১৫১| ০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:১১

কান্টি টুটুল বলেছেন: দুনিয়ায় এখনো দুইটা জিনিস বেহেস্তি বাসনা সহ পাওয়া যায়..........

প্রথম হইল এই পরী-গুলা !

০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৩২

শায়মা বলেছেন: একদম ঠিক তাই ভাইয়া।

একেবারেই স্বর্গের দেবদূত যেন এইগুলা।

১৫২| ০৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪০

হুপফূলফরইভার বলেছেন: oOOO! eaita pichki pachkar post naki?


Little angels showcase!! majhe majhe eshe monta udash kore jabo!

০৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২২

শায়মা বলেছেন: হুম তোমার মত পিচ্চিরাও অবশ্য পড়তে পারে।:)


১৫৩| ০৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২০

শাহেদ খান বলেছেন: যাদের এখনও পরী নেই, কিন্তু পরী'কে আদর করার জন্য মুখিয়ে আছে - তাদের পক্ষ থেকে আমি মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছি ! :-&

তবে স্বাভাবিকভাবেই ভাল লাগা'টা অনেক অনেক অনেক বেশি !

:) :) :)

ভাল লাগল খুব।

অনেকদিন পর আসলাম। কেমন আছো শায়মা'পু?

০৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৪

শায়মা বলেছেন: ভালো আছি শাহেদভাইয়া!!!!!!!!!!!!


কোথায় থাকো???


দেখাই পাওয়া যায়না।

১৫৪| ০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:০৬

হোদল রাজা বলেছেন: দারুন পোস্ট হইছে। কিউটি কিউটি কিউট সব বেবী। আর পেটের গল্প!!

শীপু ভাইয়ের বেবী একেবারে বাপ কা বেটা ;)

০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৪

শায়মা বলেছেন: হোদল রাজা ভাইয়া!!!:)


তোমার বেবিকেও শুনাও আমার গল্পটা!!!

১৫৫| ০৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৪

লেডি বার্ড বলেছেন: ওরে আল্লাহ খোকা বাবুর পোজ দেইখাতো অবাক হইছি গো! :-B

০৮ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:১২

শায়মা বলেছেন: :)


আমিও অবাক!!!


এত সুন্দর অভিনয়!!!

আমি মুগ্ধ হয়ে গেছিলাম!!!:)

১৫৬| ০৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:২৫

হোদল রাজা বলেছেন:
খুব কস্ট লাগছে বলতে যে আমার মেয়েটা বড় হয়ে গেছে ! ৭ বছরের পরিনত মানুষ!

নিজেই গল্প লেখা শুরু করছে। B:-) ওর বাবাকে নটি আংকলরা ধরে নিয়ে যাচ্ছিলো... আর কিভাবে সে বাবাকে সেভ করলো.... বছর বছর ধরে কিক-বক্সিং প্রাকটিস করা বাপটা হইলো সবচেয়ে পৃথিবীর সবচেয়ে দূর্বল মানুষ!
আর ইয়ালো বেল্ট পাওয়া কারাটি এক্সপার্ট মেয়ে হইলো বিশাল পালোয়ান ! সেই গপ্পো আর কি?

০৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৩৭

শায়মা বলেছেন: শিঘ্রী মেয়েটার গল্প শুনাও আমাদের মানে ওর লেখা গল্পটা পড়াও আমাদেরকে।:)

১৫৭| ০৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪০

দস্যু রত্নাকর বলেছেন: আগেই কমেন্ট করে রাখলাম ! এইবার পড়তে বসলাম আপু ।

০৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪৫

শায়মা বলেছেন: হা হা এই লেখায় পড়ার তেমন কিছু নেই। শুধু পরীবাবুগুলোকে দেখার আর আমার গল্পটা শোনার আছে।:)

১৫৮| ০৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:২১

স্পেলবাইন্ডার বলেছেন:

পিচ্চি কাচ্চার এই পোস্টে আমার বাবুটার ছবি ঢুকিয়ে দিলাম-







বাইক দেখলে সেটা ধরা আর ফার্নিচার ঠেলা তার প্রিয় খেলা!

০৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৩২

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া তোমার বাবুটার নাম খুঁজেছিলাম। এই পোস্টে দেবার জন্য।কিন্তু পাইনি।

আমি কিন্তু তোমাকে ভুলিনি একদম!!!


বাবুটার ফার্নিচার ঠেলাঠেলির কাজটা বেশী মজার!!!!!!!!!! সত্যিই অনেক হাসছি।:)

১৫৯| ০৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৫৪

স্পেলবাইন্ডার বলেছেন:

আমার বাবুটার নাম কাইসান। পিতা : মো: স্পেলবাইন্ডার :)

০৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৫৮

শায়মা বলেছেন: কাইসান বাবুর পিতা মো: স্পেলবাইন্ডার= সাই .....সার ভাইয়া।:)

১৬০| ০৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:২৭

সকাল বেলার ঝিঝি পোকা বলেছেন: আমার ভাগ্নিকে শোনাব।

অনেক অনেক ধন্যোবাদ আপ্পি।

পেক পেক পেক

০৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৬

শায়মা বলেছেন: হা হা


ওকে।


থ্যাংক ইউ ভাইয়া!!!:)

১৬১| ০৯ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:৪৯

স্বদেশ হাসনাইন বলেছেন: +++++++++++++

০৯ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৭:৫৭

শায়মা বলেছেন: :)



থ্যাংক ইউ ভাইয়া!!!!

১৬২| ০৯ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৫৫

স্বপ্নবাজী বলেছেন: অর্ধেক গল্প শুনলাম। বাকীটা পরে শুনব বলে রেখে দিয়েছি! B-)

০৯ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:১২

শায়মা বলেছেন: এত ছোট একটা গল্পও পুরোটা শুনলে না!!!

তুমি দেখছি কুঁড়ের বাদশা!!!!!

১৬৩| ০৯ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:১৫

alifaruk বলেছেন: সুন্দর পোষ্ট

০৯ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:১৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!

১৬৪| ০৯ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৫২

স্বপ্নবাজী বলেছেন: আপুর কণ্ঠ তো দেখি অনেক সুইট :)

১০ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:০৭

শায়মা বলেছেন: :)


হি হি



এমন বললে কিন্তু আমি এত্তু লজ্জা পাই।



:P

১৬৫| ১০ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৩

সমুদ্র কন্যা বলেছেন: পোস্টটা দেখে অনেক ভাল লাগল শায়মা'পু।

আমার এ্যাঞ্জেলদের কিছু ছবি শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। :)



মাঝেরজনের নাম রায়েদুল। হ্যাপি বার্থডে হল ওইদিন ওর। !:#P !:#P



দেওমি সাভিনদিয়া। ওর বাড়ি শ্রীলঙ্কায়। প্রথমদিকে ও একদমই কথা বলতো না। আর এখন এত কথা বলে! আমি অস্থির হয়ে ওর নাম দিয়েছি 'চ্যাটার বক্স' :P :)

১০ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪৩

শায়মা বলেছেন: থ্যাংকস থ্যাংকস থ্যাংকস কন্যা!!!!!!!!!!!!!!!!!!


অনেক অনেক কিউট আর স্যুইট তোমার এন্জেলগুলোও!!!!!!!!!!!!!!!!!!


অনেক অনেক অনেক ভালোবাসা ওদের জন্য।:) :) :)

১৬৬| ১০ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪৬

লেখোয়াড় বলেছেন:
ভালো বিষয় নিয়ে লিখেছেন।
অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।

১০ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৫৪

শায়মা বলেছেন: লেখোয়াড়ভাইয়া অনেক অনেক থ্যাংকস!!

১৬৭| ১২ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৯

স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: মনটাই ভালো হয়ে গেল আপু। আমি এই সবগুলাকে কপকপ করে খাবো। :) :)

১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৪

শায়মা বলেছেন: হা হা কপকপ করে খেলে তো রাক্ষস হয়ে যাবে।:P

১৬৮| ১৩ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২০

আজম বলেছেন: অনেক সুন্দর।

১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:০০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আজমভাইয়া!!!

১৬৯| ১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৫৩

সানিয়া রহমান বলেছেন: এত্ত এত এনজেল, আমি দেখিনি কে? মনটা ভরে গেল +++++

১৪ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:০৯

শায়মা বলেছেন: :)

১৭০| ১৪ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৮

কাব্য বলেছেন: কাইব্য বাবুটার কথা কি ভুইলাই গেছেন :(

১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪৭

শায়মা বলেছেন: আমি কি তোমাকে ভুলতে পারি???

১৭১| ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৮:৫০

সোহায়লা রিদওয়ান বলেছেন: "সোহামনি" নামটা দেখে খুব আগ্রহ নিয়ে এখানে আসলাম!! :-)
প্রিয় মানুষেরা এই নামেই আমায় ডাকেতো ...

মিষ্টি হাওয়াই মিঠাই পোস্ট ... :)

২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২৯

শায়মা বলেছেন: আপুনি তোমার কোনো বাবু আছে???

নাকি বিয়েই করোনি এখনও......

থাকলে তার নামটাও জুড়ে দিতাম।:)

অনেক আগে লিখতে এখন খুব ইরেগুলার হয়ে গেছো।

আমাকে চিনেছো ???


আমি অপসরা!!!:)

১৭২| ২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৩৭

আর.এইচ.সুমন বলেছেন: ওয়াও দারুন পোষ্ট !! আমার ফিউচারের পিচ্চির জন্যে নিয়ে গেলাম :) :) :)

২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১৩

শায়মা বলেছেন: ফিউচার পিচ্চির জন্যও ফিউচার গান / কবিতা লেখা হবে।:)


এটাও সেটাও ওকে???

১৭৩| ০৭ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:১৩

সোহায়লা রিদওয়ান বলেছেন: হুম ... লেখা হচ্ছেনা অনেকদিন!
... শায়মা এখন অপ্সরা যে, :-)
বাবু নেইতো আমার... বিয়ে করলাম মাত্র! ইনশাআল্লাহ দোয়া কোরো... আমার জন্য! :-)
তোমার বিয়ের গল্প পোস্ট পড়েছিলাম মনে হয় ... তখন আমার বিয়ে হয়নি, লেখা পড়ে অবশ্য খুব শখ হয়েছিল :#>

০৭ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪৯

শায়মা বলেছেন: হা হা হা আপুনি!!!!!!!!!!!!! তোমার কথা শুনে হাসছি আমি অনেক অনেক।

ওকে বাবু আসার পর তারও নাম জুড়ে দেওয়া হবে ওকে?

আমি সামছা আকিদা আপুনির বাবুগুলোকে তোমার সাথে মিলাই ফেলছিলাম।:P

১৭৪| ১২ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৪৭

~মাইনাচ~ বলেছেন: সুন্দর পোষ্টতো।



বাবু বাবু পোষ্ট

১২ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৪৯

শায়মা বলেছেন: :) :) :)

১৭৫| ১২ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৫৪

রাতুল_শাহ বলেছেন: রাজকুমার রুপী পিচ্চিটা কি আপনার স্টুডেন্ট?????

১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:০৪

শায়মা বলেছেন: হ্যাঁ........


ওকে আমি শিখিয়েছিলাম কবিতার সাথে নাচ......নৃত্যনাট্য.....:)

১৭৬| ১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:০১

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: সেইরকম পোস্ট হয়েছে আপু.....++

আমার নায়কটাকেও লিস্টে এ্যাড করে নেন প্লিজ:

১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:০৪

শায়মা বলেছেন: এইটা তোমার বেবি ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


এইতাও তো অনেকককককককককককক থুন্দল!!!!!!!!!!

১৭৭| ০৮ ই জুন, ২০১২ রাত ১১:০৮

আহমাদ জাদীদ বলেছেন: দারুণ! :) :) :)

০৮ ই জুন, ২০১২ রাত ১১:২৬

শায়মা বলেছেন: :)


থ্যাংক ইউ ..

১৭৮| ২৭ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:৩৮

ছোট নদী বলেছেন: খুবই ভাল লাগল ;)

৩০ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৫৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!:)

১৭৯| ৩০ শে অক্টোবর, ২০১২ রাত ৮:০৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: ও মাই গড, কি সুন্দর শাড়ী, কি সুন্দর খোঁপার ফুল, কি সুন্দর কানের দুল!!! আমার কোনো বেবি নাই ;) আমি সুন্দরও না :-P

পোষ্ট প্রিয়তে নিলাম।

৩০ শে অক্টোবর, ২০১২ রাত ৮:০৭

শায়মা বলেছেন: তুন্দল বেবিদেরকে নিয়ে এই পোস্ট ছিলো তো স্বর্ণামনি!:)

১৮০| ৩০ শে অক্টোবর, ২০১২ রাত ৮:২৪

রোমান সৈনিক বলেছেন: স্বর্ণা @তফাত যাও সুইটি ;)

৩০ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৪৫

শায়মা বলেছেন: আরে কেনো??????????


স্বর্ণামনি তফাত যাবে কেনো?????

১৮১| ১৩ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৫২

গাধা মানব বলেছেন: ++++++++++++

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।:)

১৮২| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২১

দি ক্যাপ্টেন জ্যাক স্প্যারো বলেছেন: আমি যদি বাবা হতাম
বাবা হত খোকা
না হলে তার নামতা পড়া
মারতাম মাথায় টোকা

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৭

শায়মা বলেছেন: হা হা ভাইয়া।


মজার ছড়া।:P

১৮৩| ০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: শামার আরেকটা পোস্ট :)

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৯

শায়মা বলেছেন: এটা? :)

১৮৪| ১৯ শে জুন, ২০২০ রাত ১১:২৪

খায়রুল আহসান বলেছেন: প্রথম প্রয়াস হিসেবে পুস্যিক্যাট ছড়াটি অসামান্য, বিশেষ করে তৃতীয় লাইনটাতে বেশ মজা পেলাম।
আপনার মত একজন প্রাণবন্ত শিক্ষকের স্নেহ ভালবাসা পেয়ে ওদের জীবন ধন্য হবার কথা। এখন তো ওরা নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। এট লীস্ট কিশোর কিশোরী হয়ে গেছে। ওরা এখন কে কোথায় কী পড়ছে, তা জানেন?

১৯ শে জুন, ২০২০ রাত ১১:৩৫

শায়মা বলেছেন: হ্যাঁ মোটামুটি সবাইকেই জানি।

কেউ কেউ স্কুল ছেড়ে গেছে। অন্য স্কুলে পড়ছে। কেউ কেউ এখনও ফোন করে জানায় তাদের সফল্যের কথা। শেফস টেবিলে দেখা হলে ছুটে আসে। তারা বদলে গেছে চেহারায়, গড়নে। চিনতেই পারিনা। তারা ঠিকই পারে...

সেদিন আমি একজনকে বলছিলাম। জানো আমি না একজনকে ভুলে গিয়েছিলাম কিন্তু সে আমাকে মনে রেখেছে। ভুলে যায়নি। তখন ঐ মেয়েটা আমাকে অবাক করে বললো। তোমাকে তো সবাই মনে রাখে....

কেউ তোমাকে ভুলে যায় না........ :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.