নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশটা হয়তবা আয়না লক্ষ্য বছর ধর আমি তোমার মুখ দেখি না...

সাজিল

নিজেকে নিয়ে খুব বেশী কিছু বলার নেই। পৃথিবীর পাঠশালার একজন ছাত্র আমি।ঘুরে বেড়াই পাখির মতন উড়ে উড়ে।

সাজিল › বিস্তারিত পোস্টঃ

অরণ্যের দিনরাত্রি(ছবি ব্লগ)

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫০

এক পাশে পাহাড়, আর এক পাশে অরণ্য


কাঠের বাংলো বাড়ী


চারপাশে ঘন জঙ্গল । এমন জায়গার কথা শুধু বুদ্ধদেব গুহর বইতেই পড়েছিলাম।




যেদিকেই তাকাই সবুজ আর সবুজ।


পুরো জায়গাটাই জঙ্গল মহাল


খাবার ঘর


আমার মেয়ে। সকালে ঘুম থেকে উঠার পর।


'শান্তিবাড়ী'


'শান্তিবাড়ীর' আরো একটা ছবি দিলাম।


সন্ধ্যা ঘনাইয়াছে বনে বনে


পথিক তুমি পথ হারিওনা


চা বাগানের উপরে । একটা উপতক্যার মত জায়গা।


আহা 'শান্তি বাড়ী' , আহা এই জঙ্গল মহাল। ভালবাসি তোমাকে।



এই বছরের মার্চে গিয়েছিলাম শ্রীমঙ্গল। রাধানগরের 'শান্তিবাড়ী'তে আমরা থেকেছিলাম। তারি কিছু ছবি দিলাম ব্লগের বন্ধুদের জন্য।

মন্তব্য ৬১ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর +++

১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

সাজিল বলেছেন: ধন্যবাদ ভাই :)

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

আদিম রাজা বলেছেন: splendid picture

১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

সাজিল বলেছেন: ধন্যবাদ :)

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩

সাজিল বলেছেন: ধন্যবাদ :)

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারণ মনোমুগ্ধকর জায়গা। বাড়ির পাশে অথচ জানিই না ।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

সাজিল বলেছেন: হ্যা।দারুন জায়গা। ঘুরে আসুন :)

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ ! শেয়ারের জন্য ধন্যবাদ। :)

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩০

সাজিল বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ভালো লাগলো। সম্ভব হলে এইখানে কিভাবে যেতে হয়, কেমন খরচ ইত্যাদিও পোস্টে উল্লেখ্য করে দিন। তাহলে দারুন হয়।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯

সাজিল বলেছেন: ধন্যবাদ ভাই :)

ঢাকা থেকে শ্রীমঙ্গল যাবেন। বাস/ট্রেন দুই ভাবেই যাওয়া যায়। আমি ট্রেন ভালবাসি। সকাল ৬টা ৩০ মিনিটে একটা তট্রেন আছে। দুপুর ১২টা ৩০ এর ভিতর শ্রীমঙ্গল পৌছে যাবেন। তারপর শ্রীমঙ্গল স্টেশন থেকে সিএনজিতে যাবেন রাধানগর। প্রায় ১৫/২০ মিনিটের পথ । সিএনজি ভাড়া ১০০ টাকা (রিজার্ভ)।রাধানগর এ 'শান্তিবাড়ী' বললেই সবাই চিনে। রিসোর্ট এ দুই ধরনের রুম আছে। কাঠের বাংলোগুলোতে থাকতে হলে ৩০০০ টাকা আর বাশের ঘরে থাকতে হলে ২০০০ টাকা। প্রতি বেলা খাবার এর জন্য ৩০০ টাকা প্রতি জনে। একটু দরদাম করলে ২৫০ টাকা করা যায়।ব্রেকফাস্ট কম্লিমেন্টারি। ৫ বছরের কম বয়সী বাচ্চার জন্ন্য সব ফুড কমপ্লিমেন্টারী। একদম হোমলি পরিবেশ আমার কাছে মনে হয়েছিল। আমি ২ বার গিয়েছিলাম। চেক ইন-চেক আউট এর সময় নিয়ে কোন বাড়াবাড়ি নেই। ২/১ ঘন্টা এদিক সেদিক হলে কোন সমস্যা হয়না। রিসোর্ট এর মাইলিক/ম্যানেজার এর নাম, লিংকন, ফোনঃ ০১৭১৬১৮৯২৮৮। ফোন করে আমার পরিচয় দিতে পারেন :) একটু খাতির যত্ন বেশীও পেতে পারেন :)
ঘুরে আসুন ভাল লাগবে। শান্তিবাড়ী থেকে মাধবপুর লেক,লাউয়াছড়া ফরেস্ট, মাধবকুন্ডু ঝর্না এমনকি হবিগঞ্জের রেমাকালেঙ্গাও যেতে পারবেন।

হ্যাপি ট্রাভেলিং :)

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১২

আবু শাকিল বলেছেন: কাভা ভাইয়ের সাথে সহমত।
ধন্যবাদ।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪০

সাজিল বলেছেন: ঢাকা থেকে শ্রীমঙ্গল যাবেন। বাস/ট্রেন দুই ভাবেই যাওয়া যায়। আমি ট্রেন ভালবাসি। সকাল ৬টা ৩০ মিনিটে একটা তট্রেন আছে। দুপুর ১২টা ৩০ এর ভিতর শ্রীমঙ্গল পৌছে যাবেন। তারপর শ্রীমঙ্গল স্টেশন থেকে সিএনজিতে যাবেন রাধানগর। প্রায় ১৫/২০ মিনিটের পথ । সিএনজি ভাড়া ১০০ টাকা (রিজার্ভ)।রাধানগর এ 'শান্তিবাড়ী' বললেই সবাই চিনে। রিসোর্ট এ দুই ধরনের রুম আছে। কাঠের বাংলোগুলোতে থাকতে হলে ৩০০০ টাকা আর বাশের ঘরে থাকতে হলে ২০০০ টাকা। প্রতি বেলা খাবার এর জন্য ৩০০ টাকা প্রতি জনে। একটু দরদাম করলে ২৫০ টাকা করা যায়।ব্রেকফাস্ট কম্লিমেন্টারি। ৫ বছরের কম বয়সী বাচ্চার জন্ন্য সব ফুড কমপ্লিমেন্টারী। একদম হোমলি পরিবেশ আমার কাছে মনে হয়েছিল। আমি ২ বার গিয়েছিলাম। চেক ইন-চেক আউট এর সময় নিয়ে কোন বাড়াবাড়ি নেই। ২/১ ঘন্টা এদিক সেদিক হলে কোন সমস্যা হয়না। রিসোর্ট এর মাইলিক/ম্যানেজার এর নাম, লিংকন, ফোনঃ ০১৭১৬১৮৯২৮৮। ফোন করে আমার পরিচয় দিতে পারেন :) একটু খাতির যত্ন বেশীও পেতে পারেন :)
ঘুরে আসুন ভাল লাগবে। শান্তিবাড়ী থেকে মাধবপুর লেক,লাউয়াছড়া ফরেস্ট, মাধবকুন্ডু ঝর্না এমনকি হবিগঞ্জের রেমাকালেঙ্গাও যেতে পারবেন।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

খোলা মনের কথা বলেছেন: ছবি গুলো অতি চমৎকার হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪০

সাজিল বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১

আমি মিন্টু বলেছেন: সুন্দর :)

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪১

সাজিল বলেছেন: ধন্যবাদ মিন্টু ভাই :)

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯

গেম চেঞ্জার বলেছেন: অনেক ভাল একটি ছবিব্লগ++

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮

সাজিল বলেছেন: ধন্যবাদ ভাই :)

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০০

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪১

সাজিল বলেছেন: ধন্যবাদ হাসান ভাই :)

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩

ফা হিম বলেছেন: সুন্দর

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮

সাজিল বলেছেন: ধন্যবাদ ফাহিম ভাই :)

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

বিদ্রোহী কন্ঠস্বর বলেছেন: ছবিগুলো অনেক অনেক সুন্দর হয়ছে

২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৫

সাজিল বলেছেন: ধন্যবাদ ভাই :) দুঃখিত উত্তর দিতে দেরী হওয়ার জন্য।

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

হাসান রাজু বলেছেন: সেই মার্চে গিয়েছিলেন আর এতো দিন পর ছবি দিলেন ! যাক, কিভাবে যেতে হয় ? কাদের সাথে যোগাযোগ করে যেতে হয়? কখন গেলে ভালো হয় ? লিখলে আরো ভালো হত ।

**** ছবি ব্লগ ভালো লাগে । অসাধারণ সব ছবি ।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪২

সাজিল বলেছেন: ধন্যবাদ রাজু ভাই। ব্লগে আসা হয় না। অনেক দিন পর পর আসি। ঢাকা থেকে শ্রীমঙ্গল যাবেন। বাস/ট্রেন দুই ভাবেই যাওয়া যায়। আমি ট্রেন ভালবাসি। সকাল ৬টা ৩০ মিনিটে একটা তট্রেন আছে। দুপুর ১২টা ৩০ এর ভিতর শ্রীমঙ্গল পৌছে যাবেন। তারপর শ্রীমঙ্গল স্টেশন থেকে সিএনজিতে যাবেন রাধানগর। প্রায় ১৫/২০ মিনিটের পথ । সিএনজি ভাড়া ১০০ টাকা (রিজার্ভ)।রাধানগর এ 'শান্তিবাড়ী' বললেই সবাই চিনে। রিসোর্ট এ দুই ধরনের রুম আছে। কাঠের বাংলোগুলোতে থাকতে হলে ৩০০০ টাকা আর বাশের ঘরে থাকতে হলে ২০০০ টাকা। প্রতি বেলা খাবার এর জন্য ৩০০ টাকা প্রতি জনে। একটু দরদাম করলে ২৫০ টাকা করা যায়।ব্রেকফাস্ট কম্লিমেন্টারি। ৫ বছরের কম বয়সী বাচ্চার জন্ন্য সব ফুড কমপ্লিমেন্টারী। একদম হোমলি পরিবেশ আমার কাছে মনে হয়েছিল। আমি ২ বার গিয়েছিলাম। চেক ইন-চেক আউট এর সময় নিয়ে কোন বাড়াবাড়ি নেই। ২/১ ঘন্টা এদিক সেদিক হলে কোন সমস্যা হয়না। রিসোর্ট এর মাইলিক/ম্যানেজার এর নাম, লিংকন, ফোনঃ ০১৭১৬১৮৯২৮৮। ফোন করে আমার পরিচয় দিতে পারেন :) একটু খাতির যত্ন বেশীও পেতে পারেন :)
ঘুরে আসুন ভাল লাগবে। শান্তিবাড়ী থেকে মাধবপুর লেক,লাউয়াছড়া ফরেস্ট, মাধবকুন্ডু ঝর্না এমনকি হবিগঞ্জের রেমাকালেঙ্গাও যেতে পারবেন। হ্যাপি ট্রাভেলিং :)

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

ফেরদৌসা রুহী বলেছেন: অনেক সুন্দর।

সবুজ সব সময় আমাকে মুগ্ধ করে।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪২

সাজিল বলেছেন: ধন্যবাদ :)

১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

সুমন কর বলেছেন: ছবিগুলো দেখে ভালো লাগল।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩

সাজিল বলেছেন: ধন্যবাদ সুমন দা :)

১৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

কল্লোল পথিক বলেছেন: সুন্দর সুন্দর

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩

সাজিল বলেছেন: ধন্যবাদ :)

১৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ ছবিব্লগ । ভাল লেগেছে ।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৪

সাজিল বলেছেন: ধন্যবাদ ভাই :)

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৬

সচেতনহ্যাপী বলেছেন: গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ.............।।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭

সাজিল বলেছেন: ভাল থাকুন সবসময় :)

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২২

কালের সময় বলেছেন: ছবি ব্লগ দেখে ভালো লাগলো ।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৯

সাজিল বলেছেন: ভাল থাকুন সবসময় :)

২০| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৫৯

প্রবাসী ভাবুক বলেছেন: প্রকৃতিই আসলে মানুষকে পরম তৃপ্তি দিতে পারে৷ চমৎকার ফটো ব্লগ৷

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭

সাজিল বলেছেন: ধন্যবাদ ভাই :)

২১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৪

অভ্রনীল হৃদয় বলেছেন: চমৎকার বেশ কিছু ছবি দেখে খুব আনন্দ পেলাম। ভালো থাকবেন নিরন্তর।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৪

সাজিল বলেছেন: ধন্যবাদ ভাই :)

২২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৩

মানবী বলেছেন: শ্রীমঙ্গলের লাউয়াছড়ায় গিয়েছিলাম অনেক বছর আগে, অসাধারণ সুন্দর সিলেটের সকল অণ্চল!
তবে এই পোস্টের ছবিগুলো অণ্য কোন ভুবনের মনে হলো, অদ্ভুত সুন্দর! বিশেষ করে বহমান নদী/লেকের কোল ঘেঁষে বানালো কুটীর..... অসাধারণ!

ফুটফুটে সুন্দর শিশু ছবিগুলোর সারল্যকে ভিন্ন মাত্রা এনে দিয়েছে।
শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ সাজিল।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৫

সাজিল বলেছেন: আপনাকেও ধন্যবাদ :) ভাল থাকুন সবসময় ।

২৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭

রুদ্র জাহেদ বলেছেন: ছবিগুলো দারুণ...মনোমুগ্ধকর ছবি ব্লগ...

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৮

সাজিল বলেছেন: ধন্যবাদ জাহেদ ভাই :)

২৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

মায়াবী ছায়া বলেছেন: সুন্দর।।

২৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

পার্থ তালুকদার বলেছেন: ছবিগুলো ভাল লাগলো ।

২৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

আলোরিকা বলেছেন: কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে!
মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে।
তেপান্তরের পাথার পেরোই রূপ-কথার,
পথ ভুলে যাই দূর পারে সেই চুপ্‌-কথার–
পারুলবনের চম্পারে মোর হয় জানা মনে মনে।। - আপনার ছবি ব্লগ ঘুরে এই গানটি মনে এল । শান্তিবাড়ি - র ছবি দেখে মন শান্তিতে ভরে গেল । অনেক শুভ কামনা । ভাল থাকবেন ।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯

সাজিল বলেছেন: আপনিও ভাল থাকবেন। অনেক ভালবাসা রইল :)

২৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬

প্রামানিক বলেছেন: জঙ্গল হলেও নিড়িবিলি। চমৎকার ছবি। ধন্যবাদ

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩০

সাজিল বলেছেন: ধন্যবাদ প্রামানিকদা :)

২৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০২

মেহবুবা বলেছেন: এ পোষ্ট প্রিয়তে নিতে হল।
দেশটা বড় সুন্দর,মনকাড়া।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩১

সাজিল বলেছেন: হ্যাগো আপু। আমাদের দেশটা অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে। নিরাপত্তা ব্যাবস্থা আমার কাছে খুব ভাল মনে হয়েছে। মানুষগুলো খুব বন্ধুত্ত্বপরায়ন। ।

২৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৬

মেহবুবা বলেছেন: সিলেট মুগ্ধ বয়ান Click This Link

৩০| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: সবুজাভ ভালো লাগা।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩২

সাজিল বলেছেন: ধন্যবাদ রাজপুত্র।

৩১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪২

মেহবুবা বলেছেন: নিরাপত্তা ব্যবস্থা কেমন?

৩২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

হাসান মাহবুব বলেছেন: শান্তি শান্তি পোস্ট।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩২

সাজিল বলেছেন: হ্যা হাসান ভাই। চারপাশে যেই পরিমান অশান্তি, শান্তিবাড়ী গেলে শান্তি পাই খুঊব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.