![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে নিয়ে খুব বেশী কিছু বলার নেই। পৃথিবীর পাঠশালার একজন ছাত্র আমি।ঘুরে বেড়াই পাখির মতন উড়ে উড়ে।
মুক্তিযুদ্ধের গল্প শোনার লোভেই আমরা আবারো গিয়েছিলাম মোহাম্মদপুরের 'যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রোগমুক্তি বিশ্রামাগারে'
তাঁরা শুনাচ্ছেন তাঁদের জীবনের গল্প, বেচে থাকার গল্প।
মুক্তিযোদ্ধা হোসেন আলী। যুদ্ধের সময় গান গাইতেন আর ৩ নম্বর সেক্টরে ট্রাক চালাতেন। ট্রাকে করে যোদ্ধাদের রসদ আনা নেওয়া করতেন তিনি।
ঢাকা ট -২৩৫ এই ট্রাকটি মুক্তিযুদ্ধের সময় চালাতেন হোসেন আলী।
এই ট্রাকটি নিয়ে একটি গল্প আছে। গল্পটি শুনতে চাইলে নীচের ভিডিওটি দেখুন।
Dhaka Ta-235
স্বাধীনতার এত বছর পরেও যখন যুদ্ধের গল্পগুলো শুনি তখন গা কেমন যেন শিউরে উঠে।
১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩
সাজিল বলেছেন: আপনিও ভাল থাকুন সবসময়
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪১
প্রামানিক বলেছেন: গ্রামের মুক্তিযোদ্ধাদের দুর্দশা দেখলে কষ্টই লাগে।
১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬
সাজিল বলেছেন: হ্যা দাদা। শহরের জৌলুস থেকে তাঁরা অনেক দূরে। এমনকি আমার অভিজ্ঞতায় দেখেছি শহরের অনেক মুক্তিযোদ্ধাও নিতান্তই সাদামাটা জীবন জাপন করেন।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোস্ট টি ভাল লাগলো ।
১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯
সাজিল বলেছেন: ধন্যবাদ
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭
পার্থ তালুকদার বলেছেন: চমৎকার উদ্যোগ ।
১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯
সাজিল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাই
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগা রইল।আমরা আমাদের বিকশিত পথে চলছি না!
+++
১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০
সাজিল বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকবেন সবসময়
৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: উনাদের যুদ্ধের সময়কার গল্পগুলোও পোস্টাকারে দিয়েন। আমরা সবাইও জানতে পারবো। এধরণের ঘটনা বলার লোক দশ বছর পরে হয়ত আর থাকবেনা, তখনও লেখাগুলো থাকবে।
২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৫
সাজিল বলেছেন: ধন্যবাদ তনিমা।লিখাগুলো পর্যায়ক্রমে দিব। ভাল থাকবেন।
৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
সুমন কর বলেছেন: চমৎকার কাজটি করে যাচ্ছেন---স্যালুট।
ব্লগার তনিমা'র (৬নং মন্তব্য) কথাটি ভেবে দেখতে পারেন।
+।
২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬
সাজিল বলেছেন: সুমন দা, আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন ভালবাসায়।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৩
জনম দাসী বলেছেন: কোথায় তাদের বসার কথা রাজকীয় চেয়ারে, সেখানে কেউ হুইল চেয়ারে কেউবা জরা জীর্ণ ঘরে; এইতো স্বাধীনতা তুমি; ভাল থাকুন লেকক সব সময়।