![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এর আগে একবার লিখেছিলাম হাজার হাজার সাংবাদিক আর ক্যামেরার মাঝে পরে একটি খবর এর মানেই বদলে যায়। এ সংক্রান্ত উজ্জ্বল উদাহরণ হিসেবে একুশে টিভির এই খবরটি ধরা যেতে পারে। আমরা সবাই "বদলি শ্রমিকের" কথা জানি। যা দেশের প্রত্যন্ত অঞ্চলেই নয় খোদ ঢাকা শহরেও পাওয়া যায়। ভদ্র ভাবে বলতে গেলে শ্রম কেনার খোলা বাজার থেকে চাহিদা অনুযায়ী পছন্দের কর্মী অথবা কর্মী বাহিনী সংগ্রহ করা যায় এখান থেকে। কিন্তু একুশে টিভির এই খবরটি এমন ভাবে তুলে ধরা হয়েছে যে, এখান থেকে একজন মানুষকে নির্দিষ্ট সময়ের জন্য কিনে নিয়ে যা ইচ্ছা তাই করা যাবে। উল্লেখ্য যে, যেহেতু অনেক শ্রমিক এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে কাজ করে থাকেন তাই তাদের চাকুরিদাতার বাড়িতেই থেকে কাজ করতে হয়। এমনকি এই খবরে এও উল্লেখ করা হচ্ছে যে, মানুষ কিনে নিয়ে যাবার পরে নির্দিষ্ট দিন গুলোতে পরিবারের কারো সাথে দেখা করার সুযোগ থাকেনা। যা সম্পূর্ণ অর্থেই ভুল এবং মিথ্যা।
যে সাংবাদিক এমন খবর সংগ্রহ করেছেন তিনিও একজনের কাছে তার শ্রম বিক্রি করছেন। তার চাকুরিদাতা নিশ্চয়ই অনেকের মধ্যে থেকে নিজের পছন্দ অনুযায়ী কর্মী সংগ্রহ করেছেন। তিনি নিশ্চয়ই নির্দিষ্ট সময় চাকুরিদাতার জন্য ব্যয় করে থাকেন এবং ঐ নির্দিষ্ট সময়ের মধ্যে চাইলেই বাড়ি গিয়ে আপনজনের সাথে দেখা করতে পারেন না। এমনকি চাকুরীর স্বার্থে আপনজন ছেড়ে অন্য কোন জেলায় চলে যান। যদি "বদলি শ্রমিকের "কাজ পাওয়া মানে মানুষ বিক্রি হয়ে থাকে তাহলে এই সাংবাদিক নিজেও বিক্রি হয়ে গেছেন এই সংবাদটি সংগ্রহ করার অনেক আগেই। একটি সহজ বিষয়কে কতটা নেগেটিভ ভাবে উপস্থাপন করা যায় এর থেকে বড় উদাহরন আর কি হতে পারে? তাই এখানে দাড়িয়ে আবারো বলতে হয় অতিরিক্ত সংবাদ নির্ভর টিভি চ্যানেল গুলো সঠিক সংবাদকেও বদলে দিচ্ছে নিজেদের স্বার্থে।
ভিডিওটি দেখতে এই লিংকে ক্লিক করুনঃ View this link
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩১
আজমান আন্দালিব বলেছেন: শ্রমের বাজার সম্পর্কে ধারণা না রেখে রিপোর্টিং করেছে নিশ্চয়ই।