![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবতে গেলে মাথা গুলিয়ে আসে। সব জায়গায় শুধু প্রতিযোগিতা। একি পরিবারে দুই সন্তানের মাঝে প্রতিযোগিতা, একি ক্লাসের পাশের বন্ধুটির সাথে প্রতিযোগিতা, বন্ধু-বান্ধবের ছেলে মেয়ের সাথে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় নাম লিখিয়ে বাবা মায়েদের ঘুম তো হারাম হয়েই যায় বিভিন্ন স্যারের কাছে এবং কোচিং সেন্টারে দৌড়ে। এ সবের মাঝে পরে কোমলমতি শিক্ষাত্রি গুলোর জীবনে অনন্দের পরিবর্তে ভর করে হেরে যাবার ভয়। এই ভয়ে এবং প্রতিযোগিতার চাপে শেষ পর্যন্ত পরিক্ষায় গোল্ডেন জিপিএ ৫ না পাওয়াতে শাওনের মত কোমল প্রাণের আত্মহত্যা।
যেখানে একজন শিক্ষক প্রতিটা বিষয়ে পারদর্শী হতে পারেন না। অংকের শিক্ষক ইংরেজি ভাল পারেন না, ইংরেজির শিক্ষক হিসাববিজ্ঞান ভাল পারেন না অথবা হিসাববিজ্ঞানের শিক্ষক বাংলা ব্যাকরণ পারেন না। শেখানে বিভিন্ন বিষয়ে একজন শিক্ষাত্রি সব দিক থেকে ভাল করবে, সব বিষয়ে জিপিএ ৫ পাবে এমনটা কেন ভাবি আমরা? এত কিছুর মাঝে পরিক্ষার ফল প্রকাশ শুধু মাত্র পাশ এবং ফেলের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিৎ। যেখানে পাশের সাথে কোন প্রকার গ্রেডিং থাকা উচিৎ নয়। যখন গ্রেডিং থাকবেনা তখন পাশের জনের সাথে প্রতিযোগিতা থাকবেনা। যখন প্রতিযোগিতা থাকবেনা তখন আর বাবা মা কাড়ি কাড়ি অর্থ ব্যয় করে ছেলে মেয়েকে যুদ্ধে নামাবেন না। এর ফলে কোচিং ব্যবসায় যেমন বন্ধ হয়ে যাবে নিজে নিজে, অন্যদিকে পাশের বন্ধুটির থেকে ভাল করতে না পারার ভয়ও কেটে যাবে মুহূর্তে।
বর্তমান অবস্থায় পাশ যদিও করে ফেলা যায় তারপরেও যেন রেহাই নেই। শুরু হয় ভাল কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবার যুদ্ধ। আর এই যুদ্ধে প্রথমেই বাদ পরে যায় জিপিএর হিসেবে কম পাওয়া শিক্ষাত্রিরা। যদিও ভাল শিক্ষা প্রতিষ্ঠান কথাটাও ঘোলাটে। যখন বেছে বেছে থলে থেকে ভাল বীজ গুলি তুলে নেই তখন খুব কম যত্নেই সেই বীজে ভাল চারা গজায়। আর এমনটাই করে থাকে তথাকথিত ভাল শিক্ষা প্রতিষ্ঠান গুলো। এমন প্রতিষ্ঠান গুলো যদি দুর্বল বীজ গুলো নিয়ে সেখান থেকে ভাল চারা গজাতে পারত তাহলে হয়তো সত্যি সত্যি ভাল বলায় সার্থকতা থাকতো। এমন অবস্থায় পাশ করা প্রতিটা শিক্ষাত্রিরই লটারির মাধ্যমে ভর্তির সুযোগ পাওয়া উচিৎ পছন্দের প্রতিষ্ঠান গুলোতে। যেখানে গ্রেডিং এর দোহাই দিয়ে আগে থেকে একটু পিছিয়ে থাকা শিক্ষার্থীদের বাদ দেওয়া যাবেনা। ফলে ভাল শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাবে সবাই। সর্বপরি শিক্ষা ব্যবস্থা হবে আনন্দের, শিক্ষা হবে ভাল লাগার, আত্মহত্যার নয়।
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৫ দুপুর ২:৪৮
এম. মাসুদ আলম. বলেছেন: সুইসাইড নোটে আরাফাত শাওন যা লিখেছেন
view this link