![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমেই আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি কখনো ঈদের আগের দিন নিজের বাবা মার কাছে গ্রামের বাড়িতে গিয়েছেন? যদি যেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কিভাবে যাবেন এমনটা ভেবে ভেবে যাবার অনেক দিন আগে থেকেই মানুষিক যন্ত্রণায় ভুগেছেন রাস্তার ভোগান্তির কথা চিন্তা করে। যদিওবা কষ্ট করে কোন ভাবে বাড়ি পৌঁছেছেন, ঈদের পরের দিন আবার সেই একই ভোগান্তির কথায় ঈদের আনন্দটাকেও তখন নিশ্চয়ই আর খুঁজে পাননি। এমন এক কঠিন পরিস্থিতিতে আসলে কি আমাদের কিছুই করার নেই। এ অবস্থার কোন পরিবর্তনই আমরা করতে পারিনা? বরাবরের মত এবারও দাবী জানাচ্ছি রোজার ঈদের ছুটি ৫ দিন এবং কোরবানির ঈদের ছুটি ৭ দিন করার। ৩ দিনের ছুটিতে পাগলের মত যুদ্ধ করে বাড়ি ফেরা মানুষ গুলোকে আবার ঈদের পরের দিন যুদ্ধে নেমে যেতে হয় কর্মস্থলে ফেরার জন্য। মাঝে মাত্র একটি দিন ঈদের আনন্দ। তাই মুখে হাঁসি থাকলেও ঈদের ছুটি মানুষের জন্য কতটা যন্ত্রণার সেটা যারা ঈদে বাড়ি যান তারাই জানেন।
সারা বছর ছাড়া ছাড়া কিছু ছুটি আমরা পেয়ে থাকি। আবার সেই ছুটি গুলো সরকার বদল হবার সাথে সাথে বদলেও যায়। বাস্তবতা হল বছরের মাঝে এমন এক দিনের ছুটি গুলো মানুষের তেমন কোন কাজে আসেনাই কোন দিন। সম্ভব হলে এই ছুটি গুলো বাতিল করে তা ঈদের ছুটির সাথে যোগ করে দিয়ে ঈদের আনন্দকে ফিরিয়ে দেওয়া হোক ৫ ও ৭ দিনের ছুটি ধার্য করে। এমনিতেই রাজনৈতিক দল গুলো নিজেদের স্বার্থে সারা দেশ বন্ধ করে দিতে পারেন দিনের পর দিন, মাসের পর মাস। তাতেও যদি দেশর অর্থনীতি টিকে যায়। সেখানে সাধারণ মানুষের স্বার্থর কথা চিন্তা করে এ ছুটি ধার্য করায় দেশের অর্থনীতিতে কোন প্রকার সমস্যাই হবার কথা নয়। বরং চিত্তের দাবী মিটে গেলে মানুষের প্রেশার যেমন একদিকে কমে যায়, তার সাথে সাথে কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়, ফলে ফ্রেশ মন নিয়ে সবাই আবার নতুন উদ্যমে কাজ শুরু সুযোগ পায়।
আপনি আমি যত কষ্ট করেই অতিরিক্ত ভাড়া দিয়ে যানবাহনের টিকিট সংগ্রহ করিনা কেন, দেশের সুবিধা ভোগী মানুষ গুলো তাদের জন্য সংরক্ষিত টিকিটে খুব আরাম আয়েশেই গ্রামের বাড়ি ফেরেন এবং সেখান থেকে আবার কর্মস্থলে যোগ দেন। তাই তাদের ঈদের ছুটি কমানো বাঁ বাড়ানো নিয়ে মাথা ব্যাথা থাকবেনা এটাই স্বাভাবিক। দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে আর এর সাথে সাথে এখন শুধু মানুষ ঢাকায় কাজের সন্ধানে আসেন না। সেই রংপুর থেকেও এখন মানুষ চট্টগ্রামে কাজ করেন। ঢাকা থেকে যতটা কষ্ট রংপুর যেতে, চট্টগ্রাম থেকে রংপুর যেতে আরো অনেক বেশী কষ্ট। এই হিসেবেও ঈদের ছুটি বাড়ানো উচিৎ বলে আমি মনে করি।
ঈদের যাত্রায় যানজট আমরা মেনে নিয়েছি। ৩ দিনের ছুটি যদি ৫ দিন এবং ৭ দিন করা হয় তাহলে সাধারণ বাড়ি ফেরা মানুষ গুলো ৩ দিনের পরিবর্তে ৫ দিনে বাড়ি ফিরবেন এবং কর্মস্থলে আসবেন। অনেকে এই সুযোগে ঈদের পরের দিনও গ্রামে যেতে পারবেন অতিরিক্ত ২ দিন ছুটির কারনে। সর্বপরি হাতে বাড়তি সময় থাকার কারনে আগে পরে করে গ্রামে ফিরবেন সাধারণ মানুষ গুলো। ফলশ্রুতিতে মহাসড়কের যানবাহনের চাপ অর্ধেক কমে আসবে । ফলে টিকিট প্রাপ্তিতে ঝামেলা কমবে, সময় বাঁচবে, অতিরিক্ত চাপ না থাকার ফলে অতিরিক্ত ভাড়া নেবার হারও কমবে। মান্ধাতার আমলের চিন্তা ছেড়ে আমাদের যুগোপযোগী চিন্তা করতে হবে। কিভাবে মানুষের ভোগান্তি কমবে এবং মানুষ সাচ্ছন্দে জীবন ধারন করবে সেটার পথ খুঁজে বের করতে হবে। আর সে যাত্রা শুরু হতেই পারে ঈদের ছুটি বৃদ্ধির মাধ্যমে।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫২
প্রামানিক বলেছেন: বর্তমানের জানজটের কারণে আপনার সাথে আমি একমত। ধন্যবাদ