![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের ২ প্রধান পত্রিকা কালেরকন্ঠ ও প্রথম আলোর এইচএসসি পরিক্ষার ফল প্রকাশের খবরে এই দুটি ছবি ব্যবহার করা হয়েছে। কেন বিষয়টা নিয়ে লিখছি? প্রশ্নটা খুব সহজ, শুধু ছাত্রীদের ছবি কেন? ৩১ মে ২০১৫ তারিখে এসএসসির ফল প্রকাশের পরেও একই বিষয় নিয়ে ফেসবুকে কথা বলেছিলাম “এসএসসি পরিক্ষায় সম্ভবত কোন ছাত্র অংশগ্রহন করেনি। যেখানেই এই সংক্রান্ত খবর সেখানেই সব ছাত্রীদের হাঁসি মাখা মুখের ছবি ছাড়া কোন ছাত্রের ছবি দেখতে পাইনা। এ বিষয়ে যারা কাজ করেন, তাদের কাছে প্রশ্ন, কেন ছাত্রদের পেছনে রাখা হয় এবং তাদের ছবি ব্যবহার করা হয়না? এখানেও কি সেই ছাত্রীরা মেয়ে মানুষ এবং ভিন্ন আকর্ষণের কারনে তাদের ছবি ব্যবহার করা হচ্ছে?"
শুধু যে ছাত্রদের পিছিয়ে রেখে ছাত্রীদের ছবি দিয়ে আকর্ষণ বাড়ানো হচ্ছে তা কিন্তু নয়, পাশাপাশি দেশের অপেক্ষাকৃত কম নামীদামী স্কুল কলেজ গুলোও পিছিয়ে থাকে এমন সব খবরের কাগজে। পত্রিকা গুলোর ছবি দেখে মনে হয় দেশে শুধু মাত্রই নামীদামী স্কুল ও কলেজ পরিক্ষায় অংশ গ্রহন করেছে এবং সেখানে সকল পরিক্ষাত্রি ছাত্রী। এখানে দেশের প্রত্যন্ত অঞ্চলের স্কুল কলেজ গুলো যেমন পিছিয়ে থাকে, তেমনি পিছিয়ে থাকে সেখানকার ছাত্র-ছাত্রীরা।
পত্রিকা গুলোর কথা একক ভাবে বললে ভুল হবে, ফল প্রকাশ সংক্রান্ত যে কোন টিভি খবরেও সেই একই চিত্র। তারা খুঁজে খুঁজে নামীদামী স্কুল কলেজ গুলোতে ক্যামেরা নিয়ে ভীড় করেন, বিশেষ করে যেখানে মেয়ে শিক্ষাত্রি রয়েছে। তারপর অপেক্ষা কৃত সুন্দর মুখের কোমলমতি মেয়ে শিক্ষাত্রি গুলোর ছবি ধারণ করে তাদের টিভি খবরে দেখিয়ে থাকেন।
ফল প্রকাশের খবরের আগে তো রয়েছে পরিক্ষা শুরুর খবর। যদি সেদিকেও নজর দেই, দেখতে পাই একই চিত্র। বেশীর ভাগ পত্রিকায় অথবা টিভি চ্যানেলে শুধু মেয়ে শিক্ষাত্রিদের পরিক্ষা দেবার ছবি দেখা যায়। সেখানেও ছেলে শিক্ষাত্রি অথবা শহরের বাহিরের কোন পরীক্ষা কেন্দ্রের ছবি আমরা দেখতে পাইনা।
দেশের পত্রিকা ও টিভি গুলোই যেখানে নামীদামী স্কুল কলেজের সুন্দর মুখের মেয়েদের ছবি ব্যবহার করে তাদের পত্রিকার রিপোর্ট আরো আকর্ষণীয় করে তোলার জন্য, সেখানে নিচু স্বভাবের মানুষ গুলো টিএসসির মত জায়গায় মেয়েদের সাথে অসভ্যতা করার সাহস পাবে এটাই তো স্বাভাবিক। মেয়েদের কে আলাদা ভাবে মেয়ে হিসেবে ব্যবহার করার এই মানসিকতার পরিবর্তন হওয়া জরুরি। এভাবেই এক সময় মেয়েরা আস্তে আস্তে সমাজের চোখে ভিন্ন আকর্ষণে পরিণত হয়। ফলে আনিরাপদ হয়ে যায় আমাদের মেয়েদের জীবন।
২| ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৫
সুমন কর বলেছেন: ব্যাপারটি আমিও প্রতিবার দেখছি..পরিবর্তন করা দরকার।
৩| ১১ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪০
গরম মশলা বলেছেন: একেবারে ঠিক কথাই লিখেছেন ভাই
৪| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৭
সতন্ত্র সাইলেন্সার বলেছেন: সব যায়গায় মেয়েদের ব্যবহার করে
পত্রিকা একটু ব্যবহার করছে, তাতে কি হইছে :p
৫| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৭
শতদ্রু একটি নদী... বলেছেন: পত্রিকাগুলাও কাটরি বাড়ানোর চিন্তা করে। সেই হিসেবে সংবাদও তাদের কাছে পন্য। আর এই পন্যকে আকর্ষনীয় করতে দুনিয়ার সবচেয়ে আকর্ষনীয় জিনিসের দিকেই ঝুকে
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৪
মাঘের নীল আকাশ বলেছেন: ১০০% সহমত! একই প্রশ্ন আমার মনেও ছিল!!!