![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন না করে সেই বিষয় নিয়ে কথা বলটা মানুষের সামনে ভুল ব্যাখ্যা তুলে আনে। আর সেটা যদি হয় ধর্মের মত গভীর, সার্বজনীন ও সংবেদনশীল বিষয় তাহলে তো সেই জ্ঞান হওয়া উচিৎ আরো কঠিন। আমরা যারা ব্লগে লিখি তাদের অনেককেই দেখি লিখতে লিখতে একসময় ধর্মকে আক্রমণ করা শুরু করে। প্রায়শই দেখি যার ধর্ম সংক্রান্ত সঠিক জ্ঞান নেই সেও নিজের কাটতি বাড়াতে ধর্ম নিয়ে লিখে ফেলছেন। এর ফলে আর কিছু হোক বা না হোক সাধারণ মানুষ যারা ব্লগ কি সেটা জানেনা বোঝেনা তাদের মাঝে একটি ধারনা জন্ম নেয় যে ব্লগ মানে হচ্ছে ধর্ম নিয়ে উল্টা পাল্টা লেখা লেখি আর যারা ব্লগে লেখেন তারা সবাই নাস্তিক।
ব্লগ মানে নিজের স্বাধীন মত প্রকাশের জায়গা। এখন স্বাধীনতা বলতে কি বুঝি আমরা? স্বাধীনতা মানে কি যা ইচ্ছা তাই করা? যা ইচ্ছা তাই বলা? না। অন্যের মত, অন্যের অবস্থান, অন্যের চিন্তা ও বিশ্বাসকে আঘাত করার নাম স্বাধীনতা না। স্বাধীনতা মানে নিজের পাশাপাশি অন্যর প্রতি খেয়াল রাখা। এই স্বাধীন মত প্রকাশের জায়গায় এসে আমরা মাঝে মাঝেই অন্যকে আক্রমণ করছি। অন্যর বিশ্বাসকে আক্রমণ করা অল্প কিছু ব্লগারের কারনে এখন সারা দেশের মানুষ জানেন ব্লগার মানেই ধর্মের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলার জায়গা। যার ফলে ব্লগ কি সেটাই মানুষের কাছে ভুল ভাবে উঠে এসেছে। একজন ধর্ম না মানতে চাইলে মানবেন না, কিন্তু প্রগতিশীলতার নামে অন্যর বিশ্বাস কে আঘাত করার আধিকার তো কোথাও নেই ভাই। এর নাম তো স্বাধীনতা হতে পারেনা। আর স্বাধীনতা যদি এমনই হয় তাহলে আগামী কাল পাশের বাড়ির মানুষটি আমার শোবার ঘরে এসে বলবে আমি এখানে ঘুমাবো আর এটাই আমার স্বাধীনতা।
দেশের কোটি মানুষ প্রতিদিন ফেসবুক ব্যবহার করেন, ফেসবুকে তাদের মনে কথা লিখে থাকেন। সাধারণ মানুষ বুঝতে চান না যে, সে যখন ফেসবুকে তার মনের কথা লিখছেন সেটাই একটা ব্লগ। ব্লগ মানে ধর্ম নিয়ে যা ইচ্ছা তা লেখার জায়গায় না, বা ব্লগে যারা লেখেন তার শুধু ধর্মের বিরুদ্ধে লেখেন না। ব্লগ হচ্ছে নিজের মনের মাঝে জন্ম নেওয়া কথা গুলো লেখার জায়গা, যেখানে সাহিত্য আছে, বিজ্ঞান আছে, ভ্রমন কাহিনী আছে, আছে ধর্ম সংক্রান্ত সঠিক তথ্য সংবলিত লেখা, আছে হাদিসের কথা, আছে রান্না সংক্রান্ত লেখা, আছে রুপালি পর্দার লেখা, আছে বাক্তিগত ভাল লাগা না লাগার লেখা। ব্লগ মানেই ধর্ম বিরোধী কিছু না। যারা ধর্মের বিরুদ্ধে লিখে থাকেন সেগুলো একান্তই তাদের। আর ঐ সকল কিছু ব্লগারের কারনে সমগ্র ব্লগারদের গায়ে নাস্তিক অথবা ধর্মবিদ্বেষী খেতাব লেগে যাওয়াতেই আমার আপত্তি। সাধারণ মানুষের মাঝে গড়ে ওঠা এই ভুল ধারনা ভেঙ্গে দেবার দায়িত্বও কিন্তু ব্লগারদের।
২| ১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০০
এরিক ফ্লেমিং বলেছেন: এ বিষয়ে মিডিয়ার ভূমিকাও গুরুত্বপূর্ন। অধিকাংশ ক্ষেত্রেই মিডিয়া বিষয়টা সঠিক ভাবে তুলে ধরে না, ভুল শব্দ প্রয়োগ করে অামজনতার মাঝে ব্লগিং সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ায়।
১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩১
সজীববুরী বলেছেন: সহমত জানাই
৩| ১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখেছেন । ++++++++++++
৪| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১১
পাহাড়ের কান্না বলেছেন: এই সব লেইখা লাভ নাই। ব্লগের স্বর্নযুগ পার কইরা আসছি। এখন শুধু নোংরামী। ফালতু কতগুলার কোনো কাম নাই বইসা অন্যজনরে ক্যামনে আংগুল দিবো তাই নিয়া থাকে।আমি অনেকদিন পরে তোর লেখা দেইখা লগইন করলাম। এতদিন পরে, যে পাসওয়ার্ড মনে করতে খবর হয়া গেসে।
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৩
নৈশ শিকারী বলেছেন: ঠিক বলেছেন