![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাকুরী খুঁজছেন? সবার আগে নিশ্চয়ই মামা চাচা, তারপর অর্থ ব্যয়, তারপর সবার শেষে নিশ্চয়ই যোগ্যতার প্রশ্ন। যোগ্যতার কথা এখন খুব কমই শোনা যায়। যদি যোগ্যতা বলে কোন বিষয় থাকতো তাহলে নিশ্চয়ই রসায়ন বিষয়ে পড়াশোনা করে কেও ব্যাংকে চাকুরী করতে পারতোনা, ভূগোলে পড়াশোনা করে কেও অফিসের এডমিনে চাকুরী করতে পারতোনা। এখন চাকুরী মানেই ঘুষ অথবা সম্পর্কের জোর। এমনও দেখেছি যে, যে বন্ধুটি সর্বশেষ পরীক্ষার খাতায় নকল ছাড়া লিখতে পারেনি সেও এখন প্রতিষ্ঠিত ব্যাংকে চাকুরী করে। এখন সরকারী বেসরকারী যে কোন প্রতিষ্ঠানে চাকুরীর বিজ্ঞপ্তির সাথে সাথে কোন পদে কত ঘুষ দিতে হবে সেটারও অপ্রকাশিত বিজ্ঞপ্তি ছড়িয়ে পরে। এবং আমরা এক শ্রেণীর মানুষ আছি যারা লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকুরী নেবার জন্যও পিছ পা হই না। যদিও এত কিছুর মাঝেও অনেক ছেলে মেয়ে আছে যারা নিজের যোগ্যতা দেখিয়ে ঠিকই নিজের অবস্থান গড়ে তোলেন, এবং নতুন নতুন চেলেঞ্জিং পেশায় নিজেকে নিয়োজিত করেন। আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা বলতে গেলে, আমারই এক বন্ধু যার সাথে আমি কলেজ বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়াশোনা করেছি, সে কিনা ১৪ লক্ষ টাকা ঘুষ দিয়েও সিটি কর্পোরেশনের কমিশনারের অফিস সহকারী পদে চাকুরী করতে প্রস্তুত ছিল। ঠিক এমন এক পরিস্থিতিতে নিচে উল্লেখ করা সহজ হিসাবটি আমার মোট করে তুলে ধরার চেষ্টা করালাম।
আপনার বয়স ৩০ হলে চাকরি করবেন ৩০ বছর ।
আপনি যদি মাসে ২৫০০০ টাকা বেতন পান
তাহলে ১২ মাসে পাবেন ৩ লক্ষ টাকা।
৩০ বছরে পাবেন (৩ লক্ষ গুনন ৩০ বছর)= ৯০ লক্ষ টাকা
এখানে আসলে সরল ভাবে হিসাব ধরায় ৯০ লক্ষ টাকার হিসাব পাওয়া যায়। যদি আমরা বছরে বছরে ইনক্রিমেন্ট অথবা চাকুরী পরিবর্তন ধরি তার ফলে বেতন বাড়বে এটাই স্বাভাবিক। আর সেই হিসাব মাথায় রেখে আরো ২৫ লক্ষ টাকা যোগ করলে সারা জীবনে চাকুরীর অমানুষিক চাপ সহ্য করে, জীবনের মধুর সময় গুলো অন্যর জন্য ব্যয় করে আয় করলেন ১ কোটি ১৫ লক্ষ টাকা।
(সারা জীবনের আয় - ঘুষ ১৪ লক্ষ)=মোট আয় ।
(১ কোটি ১৫ লক্ষ - ১৪ লক্ষ টাকা )=১ কোটি ১ লক্ষ টাকা
সারা জীবনে কামালেন মোট ১ কোটি টাকা ও সঙ্গে পরিশ্রম ।
যদি ঘুষের এই ১৪ লক্ষ টাকাটা ব্যাংকে জমা রাখতেন তাহলে কি হত?
১৪ লক্ষ টাকায়---
৬ বছরে পাবেন (১৪ গুনন ২)=২৮ লক্ষ টাকা
১২ বছরে পাবেন (২৮ লক্ষ গুনন ২)=৫৬ লক্ষ টাকা
১৮ বছরে পাবেন (৫৬ গুনন ২ )= ১ কোটি ১২ লক্ষ টাকা
২৪ বছরে পাবেন (১ কোটি ১২ লক্ষ গুনন ২)= ২ কোটি ২৪ লক্ষ টাকা
৩০ বছরে পাবেন (২ কোটি ২৪ লক্ষ গুনন ২)=৪ কোটি ৪৮ লক্ষ টাকা
এভাবে ঘুষের পরিমান
যদি ৩ লক্ষ টাকা হয় তাহলে ৩০ বছর পরে সেটা ৯৬ লক্ষ টাকায় দাড়ায়।
যদি ৫ লক্ষ টাকা হয় তাহলে ৩০ বছর পরে সেটা ১ কোটি ৬০ লক্ষ টাকায় দাড়ায়।
যদি ১০ লক্ষ টাকা হয় তাহলে ৩০ বছর পরে ৩ কোটি ২০ লক্ষ টাকায় দাড়ায়।
এখানে অনেকে হয়তো বলবেন উপরি কামাই থাকবে তারপর পেনশনের টাকা থাকবে। উপরি কামাইয়ের কথা বলা না গেলেও পেনশন পেতে হলে একটি অফিসে নির্দিষ্ট মেয়াদে চাকুরী করতে হয়, বর্তমান সময়ে বিশেষ করে বেসরকারী চাকুরীদের চাকুরী পরিবর্তনের কারনে পেনশন আর পাওয়া হয়ে ওঠে না। তাই মোটা অংকের ঘুষ দিয়ে চাকুরী নেবার যৌক্তিকতা কতটা সেটা ভেবে দেখা দরকার একটু।
২| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১৪
মোগল সম্রাট বলেছেন: এখন পড়ালেখার মান মনে হয় একদম তলানিতে। সুতরাং কম্পিটিশান ফেইজ করার মত যোগ্যতা ও খুবই কম। আমার অনেক বন্ধুকে দেখেছি একসাথে ৩টা ব্যাংকের এ্যাপয়েনমেন্ট লেটার নিয়ে আসছে। তার পর ব্যাংকে চাকুরী ১ বছর করতে না করতে বিসিএস ক্যাডারে চাকরী হয়ে গেছে। তাদের মেধা ছিল। আমি নিজেও ঘুষ ছাড়া চাকরী পেয়েছি। আমরা কখোনে কল্পনা ও করতে পারতাম না বে-সরকারী ব্যাংকের চাকরী নিতেও ঘুষ লাগবে অথচ এখন হরহামেশাই শোনা যায় এত লাখ টাকা দিয়ে অমুকের পোলা অমুক ব্যাংকে চাকরী পাইছে। আসলে ঘুষ দিতে চায় এবং দেয় তারাই যাদের যোগ্যতা নাই....................!!!!
৩| ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২১
বেদনার বালুচরে বলেছেন: ঘুষ নিয়ে চাকরী দেয় যারা, তাদের মত অপরাধী আর নাই বলে আমি মনে করি। এদের কঠিন শাস্তির আওতায় আনা উচিৎ। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?
৪| ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৯
হানিফঢাকা বলেছেন: আপনার হিসাবে একটা ছোট সমস্যা আছে। আপনি চাকরির ৩০ বছর মেয়াদে্র কোন Cash flow হিসাবে নেন নাই। ধরেন আপনার কাছে ১৪ লাখ টাকা আছে। এখন এইটা ব্যাঙ্কে যদি ফিক্সড ডিপজিট করেন, আপনার হিসাবে ১২% সুদে প্রতি ৬ বছরে দ্বিগুন হবে। এইভাবে আপনি হিসাব করে দেখিয়েছেন ৩০ বছর পরে ৪ কোটি ৪৮ লক্ষ টাকা হবে। প্রশ্ন হচ্ছে এই ৩০ বছর আপনি কি খেয়ে থাকবেন? এই ক্ষেত্রে inflation কেও হিসাবে ধরতে হবে। আমি একটা হিসাব দিচ্ছি, দেখেন কেমন লাগে।
১৪ লাখ টাকা বছরে ১২% (After tax) সুদের হারে যদি মাসিক ইনকাম হিসাবে ব্যাঙ্কে রাখেন, তবে প্রতি মাসে আপনি পাবেন ১৪ হাজার টাকা। আপনি ঐ চাকরি নিলে আপনি পাবেন মাসে ২৫ হাজার টাকা। তাহলে ঐ চাকরির বাজার মুল্য দাড়ায় ২৫ লাখ টাকা (Without any future salary growth and extra income)। এখন আপনি হিসাব করেন, যদি আপনার কাছে ১৪ লাখ টাকা থেকে থাকে, তাহলে কি করবেন (Based on pure investment decision, not on moral or ethical issue)
১। ব্যাঙ্কে মাসিক ইনকাম হিসাবে রেখে দিবেন, এতে আপনি প্রতি মাসে ১৪ হাজার টাকা পাবেন। সুদের হার উঠা নামার কারনে, আপনার এই ইনকাম এর Downside Risk অনেক বেশি। সাথে inflation ধরলে, আপনার অবস্থা আরও খারাপ হতে পারে।
২। ঐ টাকা দিয়ে চাকরি নিবেন, যেখানে ফিক্সড ২৫ হাজার টাকা পাবেন, স্যালারি বাড়ার স্মভাবনা আছে, সাথে আছে উপরি আয়ের সুযোগ।
বিঃ দ্রঃ আমি কোন ভাবেই ঘুষ কে সমর্থন করছিনা। আমি শুধু Pure Investment perspective এ উপরের ঘটনাটির একটি যৌক্তিক ব্যাখা দিয়েছি। (Based on pure investment decision, not on moral or ethical issue)
১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১৪
সজীববুরী বলেছেন: আমি আসলে টাইম ভ্যালু অব মানি সহ নানার সমীকরণে আলোকপাত করিনি। অথবা ৩০ বছর পর মূল্যস্ফীতির হিসেবে যাইনি। শুধু সরল একটি রেখা টেনেছি মাত্র। যে ব্যাক্তি ১৪ লক্ষ টাকা ঘুষ দেবার ক্ষমতা রাখে, সে সেই টাকা দিয়ে ব্যবসায়ও করতে পারে। ছোট একটু উদাহরণ দেই, আমারই পরিচিত এক ছোট ভাই একটি বাস রাস্তায় ছেড়েছে যার সব মিলিয়ে খরচ পরেছে ৭ লক্ষ টাকা। উল্লেখ্য যে বাসটি রিকন্ডিশন। যা থেকে সে প্রতিদিন ২৮০০ টাকা জমা পেয়ে থাকে। সব খরচ বাদ দিলেও প্রতিদিন ২০০০ টাকা আয় থাকছে তার। মাসে ৬০০০০ টাকা। যদি সেই ১৪ লক্ষ টাকা এখানে বিনিয়োগ হয় তাহলে মাসে আয় ১২০০০০ টাকা। আরো বাদ দিয়ে ধরি ৮০০০০ টাকা। যদিও পরিবহনের মত সব ব্যবসায় এমন আয় দেয় না। তারপরেও তো অন্য কোন ব্যবসায় করা যায়, অথবা ঘুষ ছাড়া কম বেতনের চাকুরী যোগার করে পাশাপাশি ব্যাংকে টাকা রেখে হয় ইনকাম নিতে পারেন অথবা ৩০ বছরের জন্য জমা করে ফেলতে পারেন। আসলে লেখার পেছনে একটিই উদ্দেশ্য যে, ঘুষ দিয়ে চাকুরী নেবার আগে অন্য কোন পথে যাওয়া যায় কিনা সেটা আরো একটু বেশী খোঁজা। ঘুষ দিয়ে চাকুরী নিতে নিতে আমরা চাকুরিদাতাদের লোভ বাড়িয়ে ফেলেছি।
৫| ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪০
হানিফঢাকা বলেছেন: you are absolutely right. সমস্যাটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত সমাজের বেশিরভাগ মানুষেরই ঝুকি নেওয়ার capabilities থাকে না, অথবা একমাত্র অবলম্বন নিয়ে ঝুকি নিতে চায়না। সেজন্যই ব্যাবসার চেয়ে চাকরি বেশি পছন্দ।
আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঘুষ না দিলে যে সে অন্য চাকুরিও পাবে না! আবার অন্য চাকুরিতে বেতনও হয়তো কম থাকবে। আগে স্টিং অপারেশন করে বসগুলোকে শাস্তি দিতে হবে। তারপর ঘুষ না দেয়ার প্রশ্ন আসবে।