নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা মানে অন্যের স্বাধীনতা হরন করা নয়।

সজীববুরী

স্বাধীনতা মানে অন্যের স্বাধীনতা হরন করা নয়।

সজীববুরী › বিস্তারিত পোস্টঃ

ঢাকাকে একটি বড় মাপের ময়লার ভাগার ছাড়া অন্য কিছুই মনে হয়না।

০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৪



ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র আগামী ৩ মাসের মধ্যে সকল দালান রঙ করার নির্দেশ দিয়েছেন। যে শহরে মুখে কাপড় ছাড়া বের হলে ধুলি কনার যন্ত্রণায় মানুষের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, রাস্তার পাশে রাখা গাড়িটি ঘণ্টা খানেকের মধ্যেই অচেনা রূপ নেয়। সে শহরের দালানের রঙ কয় দিন ভালো থাকবে সেটা খুব সহজেই অনুমেয়।

আরও বিস্তারিত লেখার পূর্বে আমি ঢাকা দক্ষিণের মেয়রকে রিক্সায় করে ঠিক যাত্রাবাড়ী থেকে গুলিস্থান হয়ে সিটি কর্পোরেশন পর্যন্ত ভ্রমনের অনুরোধ করবো। আমি নিশ্চিত করে বলতে পারি আপনি বাধ্য হবেন মুখে রূমাল নিতে, মাঝে মাঝে গর্তে পরে যাবার ভয়ে রিক্সা থেকে নেমে যাবেন, আর শেষ পর্যন্ত যদি সিটি কর্পোরেশন অফিস পর্যন্ত পৌঁছে যান তাহলে অবশ্যই অফিসে ঢুকেই আগে গায়ের জামাটি বদলে নিবেন। এমনই এক ভয়ানক বিপর্যস্ত পরিবেশের মধ্যেই আমাদের জীবন ধারন।



বরাবরের মতই বলছি, ঢাকাকে আমার কাছে একটি বড় মাপের ময়লার ভাগার ছাড়া অন্য কিছুই মনে হয়না। আর আমরা প্রায় দের কোটি মানুষ হচ্ছি এ ভাগারের পোকামাকড়। যে শহরে আমি কলা খেয়ে খোসাটি রাস্তায় ছুড়ে ফেলে দেই, যে শহরে শতশত ফল বিক্রেতা দিন শেষে সকল ময়লা রাস্তায় ফেলে, যে শহরে ম্যানহোল থেকে ময়লা তুলে অথবা রাস্তা কেটে সেটা ম্যানহোল বা সেই কাটা রাস্তার পাশেই রেখে দেওয়া হয়, যা আবার রোদে শুকায়, গাড়ির চাকায় পিষ্ট হয়ে ধুলায় রূপ নেয়, ছড়িয়ে পরে শহরময় এবং সর্বশেষ সেই ম্যানহোল, ফেলে দেওয়া আবর্জনা অথবা রাস্তা কাটার ধুলায় রূপান্তরিত ময়লার জায়গা হয় আমার ফুসফুসে। সে শহরের দালান রঙ করা বিলাসিতা ছাড়া আর কিছু হতে পারেনা আমার কাছে।



ঢাকাকে মানুষ করা যাবে কিনা আমি জানিনা। হয়তো মুহূর্তেই হাজার কোটি টাকা খরচ করে যানজট কমানো যাবেনা। কিন্তু ইচ্ছা করলেই সমন্বিত উদ্যোগে ঢাকাকে আবর্জনা মুক্তা করা সম্ভব। যার জন্য হাজার কোটি টাকার দরকার নেই। দরকার জনগণকে সচেতন করা, যেখানে সেখানে ময়লা ফেলা সম্পূর্ণ রূপে নিষেধ করা, আর সব থেকে বড় দরকার সরকারের ভাঙ্গা রাস্তা ঠিক করে যেখানে সেখানে ময়লা আর কাটা রাস্তার মাটি ফেলা বন্ধ করা। যেখানে সিটি কর্পোরেশন অথবা সরকার নিজেই পরিবেশ নষ্ট করছে সেখানে সাধরন জনগনকে ভালো হতে বলারও কোন যুক্তি দেখিনা।

পরিচ্ছন ঢাকা গড়তে শুধু কঠিন উদ্যোগের প্রয়োজন। যে উদ্যোগের জন্য সিটি কর্পোরেশনের কোটি কোটি টাকা খরচের প্রয়োজন নেই। বরং ঢাকার আবর্জনা সঠিক ব্যবস্থাপনায় নিয়ে আসা গেলে কমে যাবে সিটি কর্পোরেশনের খরচ। কমে যাবে মানুষের অসুস্থ হবার হার। তাই দালান রঙ করার পরিবর্তে শহরের ধুলা আবর্জনা কিভাবে পরিষ্কার করা যায় সে উদ্যোগ নিলে সাধারন জনগণকে পাশে পাওয়া যাবে বলেই মনে হয়। কে চায় বলুন ময়লার মধ্যে বেঁচে থাকতে?

মন্তব্য ৩৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৯

আহমেদ জী এস বলেছেন: সজীববুরী ,




ঠিক বলেছেন , পরিচ্ছন ঢাকা গড়তে শুধু কঠিন উদ্যোগের প্রয়োজন। কঠিন হাতের নিয়ন্ত্রনে ঢাকার আবর্জনা সঠিক ব্যবস্থাপনায় নিয়ে এলে, রাস্তাঘাটের আশু ও তরিৎ সংস্কার করা গেলে কমে যাবে সিটি কর্পোরেশনের খরচ। কমে যাবে মানুষের অসুস্থ হবার হার। পরিবেশ দৃষ্টিনন্দন না হোক , অসহনীয় মনে হবেনা ।

ভালো পোষ্ট ।

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৬

সজীববুরী বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।

২| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪০

মিলন মাযহার বলেছেন: সত্যিকারে, ঢাকা শহরের দালান রঙ করা বিলাসিতা ছাড়া আর কিছুই নয়

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৬

সজীববুরী বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ। আসলেই আমরা বিলাসিতা চাই না। চাই সহজ পরিষ্কার একটি শহর।

৩| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১০

সুখী পৃথিবীর পথে বলেছেন: একবারে সব কিছু ঠিক করার চিন্তা বাদ দেওয়া উচিত। অন্তত আপনার তুলে ধরা যাত্রাবাড়ি থেকে গুলিস্তান পর্যন্ততো গুছিয়ে আনা যায়। এর পরে না হয় অন্য দিকে হাত দেওয়া যাবে।

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৭

সজীববুরী বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।

৪| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫২

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ঢাকা সেতো ছোট খাটো একটা ডাস্টবিন ও বটে....

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৭

সজীববুরী বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ। তবে এ ডাস্টবিনে কিন্তু আমিও ময়লা ফেলি।

৫| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২২

হামিদ আহসান বলেছেন: সম্পূর্ণ একমত

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৮

সজীববুরী বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।

৬| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৭

সায়ান তানভি বলেছেন: ভাল লিখেছেন। +++

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৮

সজীববুরী বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।

৭| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৩

সুমন কর বলেছেন: চমৎকার বলেছেন। সহমত।

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৮

সজীববুরী বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।

৮| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অন্য একটি দিক হলো- ঢাকা একটি অচল শহর। সায়েদাবাদ থেকে গাবতলি যেতে ৫ ঘণ্টা লাগে। ট্র্যাফিক জ্যামের ভয়ে বাসা থেকে বের হতে ইচ্ছে করে না। এরপর হল ময়লার স্তূপ। এ শহরে থাকা যায়? তবু আমাদের থাকতে হবে, কারণ উপায় নেই।

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪০

সজীববুরী বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ। তবে ঐ যে উল্লেখ করেছি যানজট সহজে কমাতে পারা যাবেনা। কিন্তু চাইলেই ৬ মাসের মধ্যে ঢাকাকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলা সম্ভব।

৯| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

ফেরদৌসা রুহী বলেছেন: এতদিনের আবর্জনার ভাগার অল্প সময়ে সরানো সম্ভবনা। ঢাকার অনেক জায়গাতেই নাকে মুখে কাপড় গুজে হাটতে হয়, পার হতে হয়।

এসব দিকেই আগে নজর দেয়া উচিত।

ভালো একটা বিষয় নিয়ে লিখেছেন।

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪০

সজীববুরী বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।

১০| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: তা মেয়র সাহেব.. নং করার টাকাটাটাও দিয়ে দিন! তবেই না হয় গরজ করে সবাই ঝাপিয়ে পড়বে ;)

গা ভরা দগদগে ঘা নিয় মুখে স্নো পাইডার লিপিষ্টিক মাখা যেমন- উনার আহবানও তেমনি লাগলে কারে দুষ দিবেন ;)

হঠাৎ চমক বা ফাটাকেস্ট মানসিকতা থাকা ভাল কিন্তু প্রায়োগিক ক্ষেত্রে যত বেশী জীবন ঘনিষ্ট হওয়া যাবে ততই তা গ্রহণযোগ্য হবে। শুধূ মিডিয়াবাজি, ডায়ালগবাজীর জন্য হলে ভিন্ন কথা... ক্যারি অন....

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪০

সজীববুরী বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।

১১| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

জুন বলেছেন: আমার ঢাকাকে কারা ভাগাড়ে পরিনত করলো!

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪১

সজীববুরী বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।

১২| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

আমিই মিসির আলী বলেছেন: ভালো একটা বিষয় তুলে ধরেছেন।
অনেক ধন্যবাদ।
++

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪১

সজীববুরী বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।

১৩| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

মারুফ তারেক বলেছেন: ঢাকাকে মানুষ করা লাগবে না,
আমাদের মানুষ হতে হবে।

ওয়াসা যে উন্নয়নের নামে পুকুর চুরি করছে, সেটা কি আমরা দেখছি না?

গুরুত্বপূর্ণ একটি বিষয়কে তুলে আনার জন্য ধন্যবাদ।

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৩

সজীববুরী বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।

১৪| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৬

তার আর পর নেই… বলেছেন: লাস্ট টাইম ঢাকা গিয়েছি তিন বছর আগে, আমার মনে হয়েছে ঢাকার বাতাসেরও রঙ আছে। অসহ্য লেগেছিল।

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৪

সজীববুরী বলেছেন: ভাই ঢাকায় বসবাস আমাদের কাছেও মনে হয় অসহ্য লাগে। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১৫| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দেশে দেখার জিনিসের কোন অভাব নেই। যতই দেখি শেষ হয না। দেখার আনন্দ ।
আজ আরো একটি জিনিস দেখে খুবই আনন্দ পেলাম। ঝাড়ু দেয়া। ঝাড়ু দেয়া দেখার মাঝেও যে অনেক মজার বিষয় আছে আগে জানতাম না।

অফিসে আসতে বাস ধরার জন্য আমি অনেকটা পথ হেটে আসি। উদ্দেশ্য রিক্সা ভাড়া বাচানো। আমার আবার অত টাকা নেই যে বার বার রিক্সায় চড়তে পারি। সকাল বেলা। দোকানীরা সবে মাত্র দোকান খুলছেন। অনেক দোকানে তখনো তালা মারা। মজার যে জিনিসটি দেখলাম তা হল এক দোকানী তার দোকানটাকে বেশ পরিস্কার করে ঝাড়ু দিচ্ছেন। ঝাড়ু দেয়া শেষ হবার পর সবগুলো ময়লা ঝাড়ু দিয়ে রাস্তার মাঝখানে ঠেলে দিলেন। ময়লা গুলো হয়তো ডাস্টবিনে ফেলার নিয়ম। কিন্ত কার অত সময় আছে! তার চেয়ে গণ ডাস্টবিন রাজপথ আর রাস্তায় ময়লা ফেলাই বেশী বুদ্ধিমানের কাজ। দৃশ্যটা দেখে আমার এতো ভাল লাগল!


বাংলাদেশের ( বিশেষত ঢাকা শহরের) পথ ঘাট খুবই নোংরা। ধুলা-বালি গিজ গিজ করছে। বৃষ্টি নামলে এই ধুলা আবার কাদা হয়ে পথচারীদেরকে নোংরা করে। শুষ্ক দিনে ধুলা মানুষের নাকমুখে ঢুকে। জামা-কাপড় ময়লা করে। আমার মনে হয় না যে দেশে কোন মানুষ আছে যার ধুলা কিংবা কাদায় মাখামাখি হতে ভাল লাগবে।

বিশেষ দ্রষ্টব্যঃ কবি বলেছেন, “আমার দেশের পথের ধুলা খাটি সোনার চাইতেও খাটি” । যারা নিজের আবাস ঝাড়ু দিয়ে ময়লা রাস্তায় ফেলেন কিংবা যারা ময়লা রাস্তায় ফেলাটাই নাগরিক দায়িত্ব মনে করেন তারা মনে হয় কবি মহাশয়ের কবিতাটি জানেন। তাই হয়তোবা তারা দেশের রাজপথ-ঘাট খাটি সোনা দিয়ে মুড়িয়ে দিতে চান। তাদের এই মহতী প্রচেষ্টাকে আসুন অভিনন্দন জানানো্র চেষ্টা করি।

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৪

সজীববুরী বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।

১৬| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৪

সোজোন বাদিয়া বলেছেন: পরষ্পরের সাথে সহমত হওয়া এবং গলাগলি করে কাঁদা ছাড়া আপাতত আর কী করার আছে?

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৫

সজীববুরী বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।

১৭| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১২:১০

বর্ণহীণ বলেছেন: ভালো পোস্ট।

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৫

সজীববুরী বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।

১৮| ১০ ই মার্চ, ২০১৬ রাত ২:১১

তাসজিদ বলেছেন: কি আর করা। এই শহর আমা...................কবে বদলাবে?

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৬

সজীববুরী বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।

১৯| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১০

কৃষ্ণ চুড়ার ফুল বলেছেন: আমি প্রতিদিন মিরপুর থেকে জুরাইন অফিস করি, এর মাঝে সবচেয় বাজে রাস্তা হল জয়কালী মন্দির থেকে দয়াগঞ্জের মোর পর্যন্ত , বাসের ভিতর বসে থাকা একটা আতঙ্ক, সাথে ধূলা তো আছেই অথচ রাস্তাটা মেরামত হয় না। আর সিটি কর্পোরেশন এর পিছনেই অলিখিত ঘোড়ার আস্তাবল আঃ ঐ দিক দিয়ে গেলে গন্ধে নাড়িভুঁড়ি সব বের হয়ে যায় মেয়র সাহেব তাঁর কার্যালয়য়ের জানালাটা খুললেই তো দেকতে পাবেন, তাঁর জন্য কোনটা আগে জরুরী? কিছুদিন আগে দেকলাম অনন্ত জলিল, কারিনাদের নিয়ে গ্রীন ঢাকা না ক্লিন ঢাকা কনসার্ট যদিও তা পরে বাতিল হয়ে গেছে কিন্তু ভুত তো নামে নাই এবারের ভুত বাড়ী রং করা ।কিছুই করার নেই দিনে নাকে মুখে রুমাল চেপে আর রাত্রিতে শ্বাস টানে জীবন পার করছি।

২০| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নতুন নতুন মেয়রের নতুন নতুন বায়না
মাস পেরিয়ে বছর গেলেও বায়না তাদের যায় না
ঢাকার মানুষ বাঁচতে চায় আর অন্য কিছু চায় না
মেয়র বলেন লাশের গলায় পরাবো আমি গয়না

হায়রে তিলোত্তমা ঢাকার স্বপ্ন!

২১| ১০ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৪

সুচিন্তকবোধ বলেছেন: Click This Link

No comment!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.