![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথে ঘাটে, পত্রিকায়, সকল প্রকার মিডিয়া সহ সারা দেশের মানুষ এখন তনু হত্যার বিচারে সোচ্চার। কথাটি আপনার ভালো না লাগলেও দেখবেন, একটি একটি করে দিন যেতে থাকুক, হয়তো দেখবেন এপ্রিল মাসের ৩০ তারিখ আসতেই আমরা সবাই তনুর নাম ভুলে গেছি। হয়তো বা এরই মাঝে আমরা নতুন কোন বিষয় নিয়ে সোচ্চার হবার প্র্যাকটিস করা শুরু করে দেব। আমরা জাতিটাই এমন। নিজের মা, বোন, বউ অথবা কন্যার নিরাপত্তা ঠিকই চাই কিন্তু অন্যর মেয়েকে এক নজর দেখতে ছাড়ি না। অথবা নতুন কোন ঘটনায় মুহূর্তেই পেছনের ঘটনা ভুলে যেতে পারি।
এতটুকু আন্দোলন আবার রাজনীতির জন্য বেশ ভালো। এমন আন্দোলনে ব্যস্ত থাকার ফলে মানুষ মুহূর্তেই ভুলে যায় ৮০০ কোটি টাকা চুরির ঘটনা, তাসকিনের বিরুদ্ধে অন্যায়, অথবা হয়তো সবাই ভুলেই গেছি মাতৃগর্ভে থাকা অবস্থায় গুলি বিদ্ধ হওয়া সুরাইয়ার কথা। শেষ পর্যন্ত গতকাল যার একটি চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং ডাক্তার অপর চোখের ক্ষেত্রেও কোন গ্যারান্টি দিতে পারেনি। এরই মাঝে আমরা ভুলেই গেছি বিশ্বজিৎ, অভিজিত অথবা সাগর-রুনির কথা। এমন প্রতিটা ঘটনায় আমরা পথে নেমেছি, আন্দোলন করেছি, ব্লগে লিখেছি, ফেসবুকিং করেছি। তারপর হঠাৎ নতুন কোন ঘটনায় পুরনোর হাত ছেড়ে দিয়েছি। এমন সব ঘটনার মাঝেই গত সাত বছরে বাংলাদেশ থেকে ৩০ হাজার কোটি টাকা পাচার হয়ে গেল। একের পর এক নিরীহ প্রাণ ঝড়ে পড়লো সারা দেশের ইউপি নির্বাচনে। যার জন্য তেমন কোন আন্দোলন আমরা করিনি। আন্দোলন করিনা। অথবা আন্দোলন করার সুযোগই পাই না।
দিনের পর দিন, ঘটনার পর ঘটনায় আমরা আন্দোলন করে চললেও কিছুই হবার নয়। আপনি যদি বলার চেষ্টা করেন যে এমন আন্দোলনের মাঝেই সঠিক বিচার হতে বাধ্য, তাহলে বলতে চাই ঠিক কোন বিচারটি দেখতে পেয়েছেন? এই এক তনু হত্যার তদন্তর ভার পুলিশ, র্যাব করে একপর্যায় দেওয়া হল ডিবির হাতে, এরপর সেটা দেওয়া হল সিআইডির কাছে। চোখের সামনে দিয়ে কিভাবে সময় চলে যায় দেখেছেন?
আমাদের পথে পথে নেমে আন্দোলন করতে হত না। আমাকে এমন ব্লগও লিখতে হত না। আন্দোলন কেন, কোন মেয়েই আর ধর্ষিত হত না, মারা যেত না, যদি পেছনের প্রতিটা ঘটনার সঠিক বিচার হত। বর্তমান অথবা ভবিষ্যতের সকল অন্যায়কারী অন্যায় করার পূর্বে একটু হলেও পেছন দিকে তাকিয়ে সে পথ থেকে ফিরে আসতো। এখনো পেছন দিকেই তাকায় তারা। তাকিয়ে দেখে তাদেরই জয়। আর এমন জয়ে দিগুন উৎসাহে জাপিয়ে পরে আমাদের আপনজনের উপর। আমরা কাঁদি, চিৎকার করি, পথে নেমে এক সময় ক্লান্ত হয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যাই। যতদিন না এদেশের প্রতিটা ছেলে কোন মেয়ের দিকে তাকানোর পূর্বে মনে করবে হয়তো অন্য কোথাও তার আপনজনকেও ঠিক একই ভাবে অন্য কোন ছেলে দেখছে এবং যতদিন না এ দেশে সামান্য থেকে সামান্য ঘটনারও সঠিক বিচার হবে, ততদিন একটি করে দুর্ঘটনা ঘটবে আর আমরা পেছনেরটা ভুলে নতুনটা নিয়ে রাস্তায় পরে থাকবো।
২| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৪
বিজন রয় বলেছেন: আমরা সব কিছু কেবল ভুলে যাই শুধু ধর্ম ছাড়া।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৭
উদাসী পথিকের মন বলেছেন: আসলেই তনুকে ভুলে যাবো, বাংগালী বড়ই অস্থির প্রকৃতির, খুব সহজেই এবং দ্রুতই ভালবাসে আবর খুব দ্রূতই ভুলে যায়। আরেক তনুর আড়ালে আমাদের এ সুন্দর প্রাণচাঞ্চল তনু হারিয়ে যাবে।