নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন নগর

কিছু জীবনবোধ

সজিবহাসান

https://www.facebook.com/nsu.sajib

সজিবহাসান › বিস্তারিত পোস্টঃ

ধর্ম শাহবাগ ও একটি গল্প ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

আমাদের দেশের মোট জনসংখ্যাকে ধর্মভিত্তিক ভাবে ভাগ করলে মুসলিম ( ৯০.৪০%) , হিন্দু (৮.৫০%) , বৌদ্ধ (০.৬০%) , খ্রিষ্টান (০.৩০%) , অন্যান্য (০.১০%) এমন একটি পরিসংখ্যান দাড়ায়।অর্থাৎ এই দেশ একটি মুসলিম প্রধান দেশ।বাকিরা সংখ্যালঘু তদুপরি কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা(অবশ্যই ব্যক্তিগত/রাজনৈতিক স্বার্থউদ্ধার,কখনই সাধাণ মানুষের অংশগ্রহণ নয়) ছাড়া আমরা বেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যেই জীবনযাপন করছি।

ধর্ম নিয়ে আমি যতটুকু জানি, ধর্মের ঘাথুনিই বিশ্বাসের উপর দাঁড়ানো এবং সাথে অনুশীলন। যদি ধর্মীয় বিশ্বাস ঠিক থাকে তবে তো অন্য ধর্মকে নিচু করার কিছু নাই। একটা পাথরেতো খোঁচা লেগে ফাটার ভয় থাকার কথা না। ইদানিং একটা বিষয় খুব বেশি কষ্ট দিতেছে। আমাদের ধর্মপ্রাণ জনগন সমানে নিজের ঈমান/আনুগত্য প্রকাশে অন্য ধর্মের উদ্দেশে এতো মধুর ভাষা ব্যবহার করতেছে তা আমরা সবাই দেখি/জানি এবং ইহা হইতে আমাদের পরম বিশ্বাসের স্বত্বাগুলোও বাদ যাইতেছে না। এটাই কি আমাদের ধর্মীয় শিক্ষা? কি করিতেছি , কেন করিতেছি না বুঝেই আমরা আমাদের গুরু হিসেবে কাওকে মেনে নিয়ে তার কথায় দৌড়াইতেছি! অতিমানবীও কোন কিছুর উপর বিশ্বাসের কথা ভুলে যেয়ে বিশেষ মানুষের হাতের পুতুলে পরিনত হয়েছি। আমাদের মাথায় এখন ঐ জাদুকরের জাদুটোনাই চলছে আর ধর্ম যে বিশ্বাস নিয়ে চলে তার নির্মম মৃত্যু হইতেছে প্রতিনিয়ত । একটা শোনা গল্প দিয়ে লেখা শেষ করছি ...



একলোকের ইক্ষু ক্ষেতে দুই বন্ধু রাতের অন্ধকারে যাইয়া ইক্ষু সাবাড় করিতে লাগিল।ক্ষেতের মালিক ইহা দেখিতে পাইয়াও কিছু করিতে পারিল না দুইজন বলশালীর বিরুদ্ধে। পরদিন ভোরে মালিক ঐ দুই বন্ধুর একজনের কাছে যাইয়া বলিল - ভাই তুমি আমার ইক্ষু খাইতেই পারো কিন্তু ও তো ভিন্ন ধর্মের, ও কেন খাইবে?চল দুইজনে মিলিয়া তাকে ভুমা একটা মাইর দেই !

যথারীতি কায সম্পাদন হইলো এবং একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো কিন্তু এবার মার খেল ধর্মের ভাই উলটা যুক্তিতে! মারিল ক্ষেত মালিক ও অন্য ধর্মের ভাই ! এখন কথা হইলো ক্ষেত মালিকটা কে?

আমি বলিব সুযোগ সন্ধানী অথবা শয়তান। এমন গল্পের MORAL যদি বলতে হয় তবে আমি বলব "ALONE I BREAK,TOGETHER WE STRONG."





অনেকদিন পর একত্র হয়েছি। দুষ্টু লোকের মিষ্টি কথায় তা ভেঙ্গে যেতে দিও না।



লেখক - রানা

(আমি ব্লগে রানার পক্ষে পোস্ট করলাম তার রিকোয়েস্টে)

Edited By Me.

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

ধ্রুপদী সত্য বলেছেন: গরু নয় গুরু

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

সজিবহাসান বলেছেন: সরি ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.