নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব তৌহিদ এর তুফান তারুণ্য

I am waiting for someone and I know she will ever come.

সজিব তৌহিদ

Student,Debater

সজিব তৌহিদ › বিস্তারিত পোস্টঃ

দুজন এসিডদগ্ধ শিক্ষক বনাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যায় কোন পথে... সজিব তৌহিদ

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

কিছুদিন আগে বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদালয় যে আগুনে পুড়ছিল সে আগুনে দাউদাউ করে জ্বলছে রংপুরের বেগম রোকেয় বিশ্ববিদ্যায়য়। ২০০৮ সালে ১২ অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর ভিসি অধ্যাপক ড. লুৎফর রহমানের নেতৃতে ভালোই চলছিল ক্যাম্পাসটি। উত্তরবঙ্গের শির্ক্ষাথী, শিক্ষক ও অভিভাবকরা নতুনরূপে পেয়েছিল শিক্ষার পরিবেশ। তারপর বর্তমান সরকারের ইচ্ছায় হোক আর ব্যক্তির যোগ্যতায় হোক ভিসি পদে নিয়োগ পান বর্তমান ভিসি অধ্যাপক ড. মু. আব্দুল জলিল মিয়া। যার বাড়ি রংপুরের পীরগঞ্জে। বলা হয়ে থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা প্রীতির কারণেই জলিল মিয়া নিয়োগ পেয়েছেন। যাহোক, প্রশ্ন সেখানে না । প্রশ্ন হচ্ছে কেন তিনি স্বজন প্রীতি, এলাকা প্রীতি, দুর্নীতির অরাজকাতা তৈরি করে দুজন শিক্ষককে এসিডদগ্ধ করালেন..? ইতোমধ্যেই আপনারা অনেকেই জেনে গেছেন গেল ৬ দিন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিসি অপসারণের দাবিতে শিক্ষক ও সাধারণ শির্ক্ষাথীরা আন্দোলন করে আসছিলেন। গত বৃহ:স্পতিবার দুপুরে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের উপর ভিসি পক্ষের ছাত্রলীগ ও দুর্বৃত্তরা হামলা করে এক পর্যায়ে মাইক ও ব্যাটারি ছুড়ে ফেলে দেয়। /:)/:):((:((ছাত্রলীগ ও দুর্বৃত্ত সন্ত্রাসীদের বেপরোয়া হামলায় ছুড়ে ফেলা ব্যাটারির নিক্ষিপ্ত এসিডে ঝলসে যায় আন্দোলনে নেতৃত্বদানকারী বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মতিউর রহমানের শরীর ও কপাল। এ সময় বেশ কিছু শিক্ষক ও শির্ক্ষাথীরও শরীর এসিডদগ্ধ হয়।/:):|X(( যারা এখন হাসপাতালে বিদগ্ধ যন্ত্রনায় ছটপট করছেন। আতঙ্ক ছড়িয়ে পড়লে ছুটাছুটি করতে গিয়ে আহত হন প্রায় ১০ জন। এই নৃশংস ঘটনার জন্য মাননীয় ভিসি কি দায় এড়াতে পারেন..? এই হলো আমাদের বিশ্ববিদ্যালয়, এই হলো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সংস্কৃতি। অবশ্য তুলনামূলকভাবে বেরোবি অনেক ভালো অবস্থানে রয়েছে। যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চার তালা থেকে ধাক্কা দিয়ে ফেলে শিক্ষার্থীদের হ্যাতা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রগকাটাসহ শিক্ষক ড. তাহের কে হত্যা করা হয়। সেই তুলনায় বেরোবির ঘটনা শিশুতোষ মাত্র। কিন্তু বাংলাদেশে প্রথম তো বটেই সম্ভবত বিশ্বেও এই প্রথম বিশ্ববিদ্যালয় শিক্ষকের এসিডদগ্ধের ঘটনা। আমরা অবাক নির্বাক কিছু হবো না। সাহস হারাবো না। নতুনরূপে প্রতিবাদ করব ব্লগে, ফেসবুক, টুইটারে। মাঠে নামবো না । কারণ মাঠে নামার সাহস আমাদের নেই।

নতুন করে বলতে চাই না ;“ শিক্ষকরা হচ্ছেন জাতির বিবেক, মানুষ গড়ার কারিগর। ” এই গরিগরদের যেভাবে বিদগ্ধ লাঞ্চিত-বঞ্চিত, ধরপাকর করা হচ্ছে তা নিশ্চয়ই ছাত্রসন্ত্রাসীরে আনন্দের সংবাদ হলেও জাতীয়ভাবে তা লজ্জাজনক ও নিগৃহিত কাজ। সেই সঙ্গে একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী নিজের এলাকার অযোগ্য মানুষদের অবাধে চাকরিদানকারী এবং স্বৈরাচারী মনোভাবের উপাচার্যের অশনি সংকেত বটে। ইতিমধ্যে স্বজনপ্রীতি ও দুর্নীতির কলঙ্কে পারিবারিক বিশ্ববিদ্যালয়ের নাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এই জাতীয় শিরোনামে একাধিকবার গণমাধমে সাংবাদ পরিবেশ হলেও পরিস্থিতির কোন উন্নয়ন ঘটেনি। তাই হাজার হাজার শিক্ষার্থী ও শিক্ষদের যৌক্তিক দাবি উপেক্ষা করে ক্ষমতার দাপটে ভিসির আসনে আসীন থাকা বিশাল লজ্জা আর নিকৃষ্ট সাহসের কাজ। আমাদের সেই লজ্জা আর সাহসের তারিফ করা দরকার নয় কি..? বেরোবি তে যে পরিস্থিতি তৈরি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার হস্তক্ষেপ জরুরি দরকার।;);) আপনি সময় থাকতে দয়া করে সেটি করুন। নতুবা আজ তুহিন ওয়াদুদ, মতিউর। আগামীকাল যে, নতুন কেউ এসিড কিংবা অন্য কোন সহিংসতার শিকার হবে না তার কী গ্যারান্টি..? তাই বাউল লালনের কথা ভুলে গেলে ভুল হয়, তার খেসারত তিলে তিলে দিতে হয়... ‘সময় গেলে সাধন হবে না।’ :D:D:DB-);):);)

লেখক: ব্লগার ও সাংবাদিক।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

সািকল খান বলেছেন: সোনার ছেলেরা নাকি শিক্ষকদের চোখে এসিড ছুড়েছে। তবে কি তারা চাচ্ছে জাতি অশিক্ষিত থাক!!

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

সজিব তৌহিদ বলেছেন: সেই সোনার ছেলেরা নিজেরাও জানে না । তারা কি চায়।

২| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: এসব আওমি পন্থিদের ক্ষমতার অন্ধ আস্ফালন ।
অন্যকে বিচারের কাঠগড়ায় টেলে দেওয়ায় চাইতে
নিজেদের সমাজ ও দেশ বিরুধি মনোভাব ও সন্ত্রাসি
কার্যকলাপ থেকে বিরত থাকুন হে ভেজাল লিগের
ক্ষমতাধর রা , সাবধান অতিষ্ঠ জনগণ ভীমরুলের
মত যে কোনদিন ঘিরে ধরবে পরে আর পালাবার
সুযোগ থাকবেনা ।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

সজিব তৌহিদ বলেছেন: সাবধান অতিষ্ঠ জনগণ ভীমরুলের
মত যে কোনদিন ঘিরে ধরবে পরে আর পালাবার
সুযোগ থাকবেনা । ঠিক বলেছেন...

৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

শয়ন কুমার বলেছেন: অবস্হা যা দাড়াইছে তাতে এইডার নাম পাল্টে পীরগঞ্জ বিশ্ববিদ্যালয় রাখা হউক

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

সজিব তৌহিদ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.