নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব তৌহিদ এর তুফান তারুণ্য

I am waiting for someone and I know she will ever come.

সজিব তৌহিদ

Student,Debater

সজিব তৌহিদ › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ থেকে বলছি.....

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

আজ যা বর্তমান আগামীকালই তা অতীত। অতীত এবং বর্তমানের মুখোমুখি দাঁড়িয়ে শাহবাগ থেকে বলছি। না কোন চ্যানেলের মাক্রোফোন হাতে নিয়ে নয়, টেলিভিশন ক্যামেরা নিয়ে নয়, পত্রিকার প্রতিনিধি হয়ে তো নয়ই। একজন প্রতিবাদী সাধারণ মানুষ হয়ে শাহবাগ থেকে বলছি....। লাকি, সামিয়া, ফাতেমা, নূরজাহন, মুক্তা,তানিয়া, আলিম এবং নওরোজের কাণ্ঠের সাথে মিলিয়ে বাংলা বর্ণের তালে তালে গর্জে উঠে অষ্টম দিনে এসে আজো দেশপ্রেমী বাঙালি বলছেন,‘ তুই রাজাকার, তুই রাজাকার। ফঁসি চাই, ফাঁসি চাই।’ মনে হচ্ছে নতুন ছন্দে শিশুশিক্ষা বই লেখার আজ সময় এসেছে। যাদের স-শরীরে শাহবাগে আসার সৌভাগ্য হয়নি। তারা অবশ্যই মিস করেছেন এবং করছেন এখানে কত ধরনের জারি,সারি, ভাটিয়ালি, আধুনিক ,মুর্শিদী গান,কবিতা আবৃত্তি, অভিনয়, নাটক-নাটিকা পরিবেশিত হচ্ছে তা টিভির পর্দায় দেখা গেলেও অনুধাবন করা যায় না। এখানে না আসলে বিশ্বাস করা যাবে না এদেশের তরুণ প্রজন্ম অথর্ব নয়। একা নব্বইয়ের পর থেকে তরুণ প্রজন্মের যে গ্লানি আর অপবাদ তা একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন। সেই সাথে প্রমাণ করেছেন ব্লগ, ফেসবুক শুধু বিনোদনের নাম নয়, আন্দোলনের নাম, গর্জে উঠার নাম, প্রতিবাদের নাম এবং বিকল্প শক্তিশালী গণমাধ্যমের নাম। এই আন্দোলনকে কেউ কেউ মিশরের ‘তাহরির স্কয়ার’, যুক্তরাষ্ট্রের‘ অকুপাই মুভমেন্ট’ এর সাথে তুলনা করেছেন। যেখানে ১৭ দিন প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের দাবিতে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে জুকোটি পার্কে সাড়ে চার’শো দিনের অধিক সময় ধরে আন্দোলনরত থাকতে দেখা গেছে তরুণদের। জানিনা শাহবাগের এই প্রজন্ম চত্বরে শিশু, তরুণ,বৃদ্ধ, শ্রমজীবী মানুষদের কতদিন অপেক্ষা করতে হবে..?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৫

নিয়েল ( হিমু ) বলেছেন: কেন তাহলে ছেড়ে দিলেন শাহবাগকে কেন আম্লীগের হতে দিলেন ? এতো লীগ বিদ্বেস থাকার পরেও ? প্রথম আম্লীগ সমর্থন দেয় এই কারনেই ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.