নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব তৌহিদ এর তুফান তারুণ্য

I am waiting for someone and I know she will ever come.

সজিব তৌহিদ

Student,Debater

সজিব তৌহিদ › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলোও এমন শুরু করছে..

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

অনার্সে পড়ার সময় রংপুরে লোকাল প্রত্রিকায় সৌখিন সাংবাদিকতা করেছি। তখনই খুব কাছ থেকে দেখেছি লোকাল পত্রিকার পেশাজীবী সাংবাদিকদের ছলচাতুরি ও ভণ্ডামি। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে খুঁচিয়ে খুঁচিয়ে দোষ ত্রুটি বের করে তার বিরুদ্ধে আজ জ্বলাময়ী রিপোর্ট, তো কাল একটা প্রতিবাদ লিপির জন্য তাদের কে পরোচিত করা কিংবা ভয়-ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া ছিল তাদের নিত্যদিনের কাজ। এরকম বিভিন্ন ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলাম বটে সাংবাদিকতার কার্ড হারানোর ভয়ে প্রতিবাদী ছিলাম না। আজ রিপোর্ট তো কাল প্রতিবাদ লিপি দিতে আসা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে প্রাপ্ত অর্থ ভাগাভাগিই ছিল লোকাল প্রত্রিকার সাংবাদিক ও সম্পাদকদের আয়ের প্রধান উৎস। এজন্য লোকাল পত্রিকার প্রতি ঘৃণা আর নেতিবাচক ধারণা বহু আগে থেকেই। জাতীয় পত্রিকার প্রতি শ্রদ্ধা ও ভক্তিটা বিভিন্ন কারণে আলদা ছিল। বিশেষ করে প্রথম আলোর প্রতি। প্রথম আলোয় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রতিবাদ জানালে সেই প্রতিবাদ ছাপানো হতো এবং পাশাপাশি প্রতিবেদকের বক্তব্য থাকতো সেই রিপোর্টের যৌক্তিকতায়। এতে করে প্রথম আলোর বস্তুনিষ্ঠতা ও বিশ্বাসযোগ্যতা বহুগুণে বেড়ে যেত। আজকাল সে রকম আর দেখা যায় না। যা দেখা যায় তা হলো ২১ মার্চ ২০১৩ তারিখে “দৈনিক প্রথম আলো” পত্রিকায় শ্যামলী টেস্টি স্যালাইন বিষয়ক যে সাংবাদ প্রকাশিত হয়েছে তা সবৈব মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। এখন প্রশ্ন হচ্ছে যদি উদ্দেশ্যই প্রণোদিত হয় তবে কেন রির্পোটার সে রিপোর্ট করতে গেলেন...? এ প্রশ্নের উত্তর মিলবে না তবে আমি খঁজে পেয়েছি। লোকাল পত্রিকার মত ভণ্ডমি আজকাল জাতীয় পত্রিকাও শুরু করেছে। বিশেষ করে প্রথম আলোর কাছ থেকে এমন প্রতিবেদকের মন্তব্যহীন একতরফা প্রকাশিত “প্রতিবাদ” আমাদের হতাশ করে, ব্যথিত করে, আশাহত করে। এবং মনে করিয়ে দেয় লোকাল পত্রিকার মত ভণ্ডমি আজকাল প্রথম আলোও শুরু করেছে................

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনিও যেহেতু শখের সাংবাদিক আপনিও কিন্তু প্রথম আলো-তে কল করে জেনে নিতে পারেন।


আর ব
হা, বাংলাদেশে বেশীর ভাগ মানুষই এখন আর সততাকে লালন করে না। সততা এখন এক ধরনের দুর্বলতা।

২| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬

সজিব তৌহিদ বলেছেন: বাংলাদেশে বেশীর ভাগ মানুষই এখন আর সততাকে লালন করে না। সততা এখন এক ধরনের দুর্বলতা।
তারপরও কথা থাকে। আমরা কি তাহলে অসৎভাবেই আমাদের জীবন কে পার করে দেব...?

৩| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৯

অনন্ত অন্তর বলেছেন: ইদানিং... বড়ই বিচিত্র প্রথম আলো

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২০

সজিব তৌহিদ বলেছেন: প্রথমের দিকে প্রথম আলো প্রতি ভক্তি শ্রদ্ধা থাকলেও এখন আর তা নাই...। তাদের এই বিচিত্র স্বভাবের কারণে । তা সত্ত্বেও আমাদের আস্থা আর ভালোবাসা এখনো কিন্তু প্রথম আলোর প্রতি শেষ হয়ে যায় নি। সেটি মাথায় রাখা প্রথম আলো অতীব কর্তব্য...

৪| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১২

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই, মতি ভাই এর সম্পদের পরিমান কত ? কিভাবে হয়েছে বলতে পারেন ? কালের কন্ঠ তো বলে মতি ভাই হলুদ করেই এগুলো করেছেন !

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯

সজিব তৌহিদ বলেছেন: কালের কণ্ঠ আসার আগে মতিউর রহমান কে খুব প্রত ও পবিত্র মনে হতো। এখন অনেক কিছুই জানা যাচ্ছে মতউর রহমান সম্পের্কে।

৫| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৬

আহমেদ রিজভী বলেছেন: একটা দালাল আর উচ্ছিষ্ঠভোগী পত্রিকা ।

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬

সজিব তৌহিদ বলেছেন: এখন পত্রিকা মানেই দালাল আর উচ্চাভিলাষীদের দখলে। ব্যবসায়ী এবং শিল্পপতিরা তাদের প্রটেকটিভ হাতিয়ার হিসেবে এখন মিডিয়ার ব্যবস্যা শুরু করেছে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.