নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব তৌহিদ এর তুফান তারুণ্য

I am waiting for someone and I know she will ever come.

সজিব তৌহিদ

Student,Debater

সজিব তৌহিদ › বিস্তারিত পোস্টঃ

ব্লগার থেকে সেলসম্যান; আমি এখন বসুন্ধরায় ১১ ঘন্টা....!!!

১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫

রংপুর কারমাইকেল কলেজে আনার্স পড়ার সময় অনেক রঙ্গিন স্বপ্নই আমার মনে ডানা মেলত নিত্যদিন। স্বপ্নের সিঁড়ি বাইতেই ব্যস্ত ছিলাম লোকাল পত্রিকায় সাংবাদিকতা, বিতর্ক, কবিতা আবৃত্তি, থিয়েটার, জাতীয় পত্রিকায় লেখা পাঠাপাঠি, প্রাইভেট-টিউশনি আর ব্লগিং-এ। আজ অনেক স্বপ্নই মারা গেছে। বাদবাকি যা আছে তাও আবার মারা যাচ্ছে ধুকে-ধুকে।

/:)/:)/:)/:)

ঢাকায় আসার পর বেশ কয়েক মাস স্বপ্নের আদলে কাজ খুঁজতে খুঁজতে সফলভাবে ব্যর্থ হয়ে অগত্যা দেশের স্বনামধন্য মার্কেট বসুন্ধরা সিটিতে একটা রেফারেন্সের ভিত্তিতে কাজ নিলাম সেলসম্যান হিসেবে সেভেন লেভেলে দেশী দশের গ্যালারী- ‘অনঞ্জন্স’ এর শো রুমে। শুনেছে ঢাকাতে নাকি রেফারেন্সে ছাড়া একটা কুত্তা খ্যাদানোর কাজও পাওয়া যায় না। নিজের জীবনে সেটি ঘটাতে বিশ্বাস করতে বাধ্য হলাম। আগে যে ধারণা ছিল বসুন্ধরা সিটি মানেই তো হাইফাই একটা কিছু। নিশ্চয়ই এখানে সেলসম্যানের বেতনও ভালোই হবে কাজের সুযোগ সুবিধাও বেশি হবে। কিন্তু একি অভিজ্ঞতা হলো আমার যা কোনদিন কোন মুহুর্তে ভোলা সম্ভব না। পৃথিবী উল্টে গেলেও সকাল ১০ টার মধ্যে শো রুমে উপস্থিত হতে হবে। ১০ টার ৫ মিনিট পরে আসলে সেদিনের মজুরি কর্তন হবে। সকাল ১০ থেকে রাত ৯টা পর্যন্ত ( কাগজে কলমে রাত ৮ টা পর্যন্ত) টানা দাঁড়িয়ে কাস্টমারদের কাছে পোশাক বিক্রি করা সত্যিই অভূতপূর্ব অভিজ্ঞতা। মাঝখানে দুপুরে শুধু সঙ্গে নিয়ে যাওয়া ১০ মিনিটের লাঞ্চব্রেক যা বাধ্যতামূলকভাবে স্টোর রুমেই সারতে হয়। একটু এদিক-সেদিক হলে শো রুম ম্যানেজারের ঝাড়ি হৃদয়ে রক্তক্ষরণ তুলে বটে কিন্তু চাকরি ছেড়ে দেয়ার দু:সাহস হয় না বৈকি।:-*:-*:-*:-*:-*



আমার জীবনের তুলনামূলক বিশ্লেষণ করতে গিয়ে শুধু একটা কথাই বারবার মনে পড়ে ,“আমি এখন টানা ১১ ঘণ্টা দাঁড়িয়ে থাকতে পারি।” ক্ষেত্র বিশেষে ১৩/১৪ ঘণ্টাও দাঁড়িয়ে থাকতে হয়। পহেলা বৈশাখের আগের তিনদিন শো রুম বন্ধ হয়েছে রাত এগারোটার দিকে। আর রমজানের সময় বন্ধ হয় রাত ১২ টা ১ টার দিকে। অনার্স শেষ করে এমন দাঁড়িয়ে থেকে কুত্তার জীবন লিড করতে হবে তা কম্পিন কালেও ভাবিনি। শুধু আমি না আমার মত অসংখ্য কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী দিনপ্রতি ২০০ টাকার বিনিময়ে এমন মানবেতর জীবন-যাপন করছে ঢাকার বসুন্ধরা সিটিতে। ১১ দিন কাজ শেষে (একদিন ১০ টার কয়েক মিনিট পরে যাওয়ায়) যখন ২ হাজার টাকা হাতে পেলাম তখন আমি অনুভব করলাম আমার চোখে জল ছলছল করছে। কিছু বলতে গেলেই তা গড়িয়ে পড়বে। তাই সসম্মানে মাথা নিচু করে নিশ্চুপে শো রুম থেকে বেরিয়ে আসা ছাড়া কোন উপায় থাকে নি। অথচ আমার হাতেই বিক্রি হয়েছে লক্ষ-লক্ষ টাকা।

;);););););););););)

প্রতিদিন দেশী-দশের ‘অনঞ্জন্স’ শো রুম থেকে বিক্রি হয় ৫ লক্ষ থেকে শুরু করে ১৫ লক্ষ টাকা পর্যন্ত। এতো বেচা-বিক্রি সত্ত্বেও সেখানে নিয়োজিত কর্মীদের সাথে যে আচরণ করা হয় তা সত্যিই দু:খজনক। কথায় কথায় বলা হয়..‘ চাকরি ভালো না লাগলে ছেড়ে দেন..’। একদিন বিক্রি কম হলে অন্যদিন বিক্রি বৃদ্ধির জন্য মানসিক প্রেসার ক্রিয়েট করা হয়। হরতালের দিনে মুখ ভেংচি দিয়ে বলা হয়,‘ ব্যাটারা আজকে তো খুব মজা নিলা, বিনা পরিশ্রমে টাকা নিলা।’ একমাত্র কাঙ্খিত বিক্রি হলেই তাদের কাছে আমাদের ১১ ঘণ্টা দাঁড়িয়ে থাকা সাথর্ক অন্যথায় কোন মূল্য নেই বরং পুরস্কার স্বরুপ অপমানসূচক বাণী। বিক্রি বেশি হলে অথবা টার্গেট সেলস ছাড়িয়ে গেলে কর্মীদের চাংঙ্গা রাখার জন্য চা-নাস্তার ব্যবস্তা তো করাই হয় না বরং বেহায়ার মত ধন্যবাদ দিতেও তারা মাঝে-মাঝে ভুলে যায়।

:((:((:((:((:((:((:((:((:((

অপরদিকে বিশেষ দিনগুলিতে বিভিন্ন টেলিভিশন চ্যানেল শো রুমে এসে হুমড়ি খায়- লাইভ প্রোগ্রাম করে। মালিক-স্বত্বাধিকারীর সাক্ষাৎকার-- গত বছরের তুলনায় এ বছরে বিক্রি কেমন হচ্ছে..? হরতাল কোন প্রভাব ফেলছে কি’না...? সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনারা সন্তুষ্ট কি’না...? ইত্যাদি-ইত্যাতি আলোচনা করে সাংবাদিক জাতির কাছে তথ্য তুলে ধরতে পেরে আনন্দ অনুভব করেন। একটা বারোও তারা সেলসম্যানদের জীবনের গহীনের খবর তুলে ধরতে চেষ্টা করেন না। দেশের এতো ফ্যাশন হাউজের মালিকেরা লক্ষ-লক্ষ টাকা বিজ্ঞাপন বাবদ পত্রিকা- টেলিভিশনে খরচ করছে। কিন্তু সেলারদের অসহনীয় মন:কষ্ট আর বিপুল পরিশ্রমের কথা ভ্রুক্ষেপ করছেন না।

B-)B-)B-)B-)B-)B-)B-)B-)

একই স্থানে এতো প্রাচুর্য-বিলাসীতা আর মানবেতর জীবনের দু:সহ গল্প সত্যিই অবাক করে দেয় আমার স্বপ্ন ভঙ্গুর মনকে। এজন্যই হয়তো বা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন বাংলাদেশ সফরকালে বলেছিলেন, ”এমন প্রাচুর্য আর দারিদ্র্যের দেশ আমি দেখি নি...।” আরো অনেক কিছু দেখা হয় নি, শেখা হয় নি। দেখতে হবে/ শিখতে হবে/ চাকরির পিছনে ছুটতে হবে/ রেফারেন্স খুঁজতে হবে। কোটা পদ্ধতির অত্যাচারে/ সরকারী চাকরি বুঝি নাইবা হয়রে। মেধার তো জোর কম/ মামা খালুর খুঁটি নরম। রাজনীতি করি নাই/ রেফারেন্সের জোর নাই। অর্থকরী নাই রে/ চাকরির বাজার হায় হায় রে...। এতো কিছুর পরেও বলতে চাই, এইদিন একদিন থকবে না। একদিন শুভদিন আসবে...:):):):):):):);););););):-*:-*:-*:-*:-*:-*



সজিব তৌহিদ

মন্তব্য ৫৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১

প্রকৌঃ মোঃ আতিকুর রহমান বলেছেন: Excellent write up ! We have to change our society .

১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৮

সজিব তৌহিদ বলেছেন: স্যসাইটি কে চেন্স করা অতো সহজ না। আমরা প্রত্যেকই একটা সিস্টেমের গ্যারাকলে পইড়া গেছি। এটা থেকে ইচ্ছে করলেই বের হতে পারি না।

২| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৪

লিন্‌কিন পার্ক বলেছেন:
কি আর করবেন বলেন ! :|

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৪

সজিব তৌহিদ বলেছেন: আসলে কিছুই করার নেই। তবে এইটুকু বলব একদিন শুভদিন আসবে...

৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০

নিজাম বলেছেন: আল্লাহকে ডাকতে থাকুন একান্ত মনে। আল্লাহ অবশ্যই তার বান্দাকে ভালবাসেন, ডাকে সাড়া দেবেন। আপনার বর্ণনা মর্মস্পর্শী।

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০

সজিব তৌহিদ বলেছেন: তাছড়া তো কোন উপায় নেই। আমি হতাশ নই একদিন এই অবস্থা থাকবে না নিশচয়ই।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩

পিয়ার আহসান বলেছেন: eita ki shunailen! Dine matro 200!!

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০

সজিব তৌহিদ বলেছেন: আমি তার ভুক্তভোগী।মাত্রদিনে ২০০ টাকা। এই হলো জীবন এই হলো আমাদের বসুন্ধরা সিটি।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৪

সোহানী বলেছেন: আপনার লিখা পড়ে আমি সকড্‌........ এতো দেখি আরেক ব্রিটিশ বেনিয়া। এতোদিন শুধু গার্মেন্টেস কথাই শুনেছি... এখন দেখি সবখানেই শোষন....আমি ব্যক্তিগত পর্যায় এর প্রতিবাদ করছি........

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৮

সজিব তৌহিদ বলেছেন: ভাই শকড হয়ে কি করবেন যা বাস্তব তাই বললাম...?? এটাকেই বলে পুজিবাদ- সাম্রাজ্যবাদ,সামন্তবাদ।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৫

মাহতাব সমুদ্র বলেছেন: আরে আপনিই তো সেই লোক যাদের কথা লিখেছি, যাদের জন্য লিখেছি পুরো ১১ঘন্টা দাঁড়িয়ে কাজ করি, বেতন দৈনিক দুই'শ টাকা । অবশ্য আমিও সে পর্যায়েরই মানুষ ভাই।

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

সজিব তৌহিদ বলেছেন: হ্যাঁ মাহতাব সমুদ্র ভাই ঠিকই বলেছেন। আপনি কি কাজ করেন ভাই..? সত্যিই কি আমার মত আপনারও মানবেতর অবস্থা...?? আসেন ভাই আমরা নতুন স্বপ্নে নতুন কিছু করতে চেষ্টা করি। কে আস্তিক..? কে নাস্তিক আমাদের খুব একটা ভাবায় না। আমার দেশ বন্ধ হলো নাকি হাসনাত আব্দুল হাইয়ের লেখা প্রকাশিত প্রথম আলো পুড়িয়ে দিল...! তা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যাথা করে না যতটা না রুটি-রুজির জন্য করে...।

৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৫

শ্রাবণধারা বলেছেন: বেশ ভাল লাগলো আপনার লেখাটা পড়ে...। আপনার অনুভুতি কিছুটা যেন বুঝলাম। চাকরি জীবন নিয়ে আমারও কিছু লেখা আছে..কিছুটা আপনার মতই অভিজ্ঞতা..। শুভকামনা রইলো..।

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৯

সজিব তৌহিদ বলেছেন: ধন্যবাদ শ্রাবণধারা। আসলে ছাত্রজীবন আর চাকরী জীবন সত্যিই বিশাল ফারাক। মনে হয় এ কোন জগতে আসলাম। মাঝে- মাঝে খবি কান্না পায়।

৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৪

অহন_৮০ বলেছেন: :( :( :( :(

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৭

সজিব তৌহিদ বলেছেন: মন খারপ করে কি লাভ। এটাই বাস্তবতা...

৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৮

ফয়েজুলইসলাম বলেছেন: অনেক দোয়া আর শুভ কামনা রইল যাতে অনেক ভাল কোথাও, ভাল কিছু করতে পারেন ।

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮

সজিব তৌহিদ বলেছেন: ফয়জু ভাই আপনাকে ধন্যবাদ।

১০| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আশার আলোতে পুড়ে ছারখার হওয়ার চাইতে--
আশা নিয়ে বেচে থাকাই উত্তম।


পৃথিবীর অনেক বিখ্যাত লোক -- পিয়ন থকে শুরু করে মিস্ত্রিও ছিল।


তাই বলে কি তারা হল অফ ফেমে জায়গা করে নেয়নি। আপনি না হয় অতদূর নাই গেলেন---
অন্তত , একটা সুখী জীবন পর্যন্ত যাবেন।


আশা থাকুক , আশা থাকবে।

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০

সজিব তৌহিদ বলেছেন: ফজলুল করিম ভাই সাধুবাদ থাকলো। সংসার সাগরে দু:খ তরঙ্গ মেলা / আশা তার একমাএ ভেলা। সেই ভেলার স্বপ্ন নিয়েই আগামী দিনের জন্য তবুও বেঁচে থাকে। থাকতে হয়। আমিও থাকবো। থাকতে হবে...

১১| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৮

উড়োজাহাজ বলেছেন: এইটাই রে ভাই সভ্যতা। বড় চাকচিক্যময় প্রতারক!! তবে শরীরটা ঠিক রাইখেন, নয় তো সেলস ম্যান হিসাবে রাখবে না আপনাকে। তাছাড়া আপনার চাইতে অনেক কম বেতনে অনেকে চাকরি করে। তাদের কথা ভাবুন, চিন্তা করুন তারা কিভাবে চলে। আমাদের এই সংখ্যাটা ৯৯% অন্যদিকে ১% লোক ভোগ করছে ৯৯% সুবিধা- আমাদেরকে ১% দিয়ে! এইটা একটা সিষ্টেম

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৫

সজিব তৌহিদ বলেছেন: সত্যিই আমরা একটা সিস্টেমের গ্যারাকলে পইড়া গেছি। জানি না ভবিষৎ কি অইবো।

১২| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
শ্রমের মূল্য যে দেশে নেই, সে দেশ উন্নতি করতে পারে না। শুভ কামনা রইল।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮

সজিব তৌহিদ বলেছেন: আপনার প্রতিও শুভকামনা থাকলো। একদিন হয়তো বা শ্রমের সঠিক মূল্য পাবো সেই প্রত্যাশা বাঁচিয়ে রাখতে পারি।

১৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৯

ঘুমন্ত আমি বলেছেন: কর্পোরেট দুনিয়াটাই এমন ।একজনকে শোষন করে আরেকজন উপরে উঠবে ।

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৭

সজিব তৌহিদ বলেছেন: ঠিকই বলেছেন ঘুমন্ত আমি। আমরা নিশ্চয়ই ঘুমিয়ে থাকবো না। একদিন জাগবো.. জাগতে হবে..। ভালো থাকবেন.. ভালো রাখবেন..

১৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৪

শ্রাবণ জল বলেছেন: আমি ঠিক জানিনা আমার পরামর্শ আপনার কাজে লাগবে কি না।
ইদানিং অনেকেই দেখি কল সেন্টারে জব করতে। বাংলা লিঙ্ক/ জিপি তে।

আপনি যেহেতু অনার্স কমপ্লিট করেছেন। সহজেই আপ্লাই করতে পারবেন। বাংলা লিঙ্কে পার্ট টাইমে ৯০০০ টাকার মত পাওয়া যায় মান্থলি। ফুল টাইমে আরেকটু বেশি।
জিপিতে আরও বেশি।

আপনার বাংলা উচ্চারণ ভাল হতে হবে, স্মার্ট হতে হবে। আর ইন্টারভিউতে ইংলিশে দুএকটা কোশ্চেনের উত্তর দেয়া লাগে,সহজ।

ভেবে দেখবেন একটু।

শুভ কামনা থাকল।

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

সজিব তৌহিদ বলেছেন: শ্রাবণ জল, আপনার পরামর্শ ভালো লাগলো। তবে আমি চেষ্টা করছি...। জানি না কি হবে।

১৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০২

নতুন বলেছেন: কর্পোরেট দুনিয়াটাই এমন ।একজনকে শোষন করে আরেকজন উপরে উঠবে

জনগনকে শোষন সবাই করে...

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০১

সজিব তৌহিদ বলেছেন: সত্যিই ভাই ঠিক বলেছেন।

১৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫

সায়মন এ শুভ বলেছেন: ভাই, যারা দিন মজুরি করেন তাদের রেটও আজকাল ৪০০ টাকার নিচে নয়......আপনাদেরকে এত কম দিয়ে এরা কিভাবে পার পাচ্ছে?

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৫

সজিব তৌহিদ বলেছেন: উপায় কি ভাই। কিছু বলতে গেলেই চাকরি নট। কে বলে কার কথা।

১৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৯

দি সুফি বলেছেন: :( :( :(

২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮

সজিব তৌহিদ বলেছেন: ধন্যবাদ...।

১৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪

সুপারনোভা ০০৭ বলেছেন: ভাই, আমি আপনাকে বলব, এই সব ফালতু চাকরি ছেড়ে দেন। নিজে কিছু করুন, ছোট খাটো যাই হোক। ছোট একটা দোকান দেন গ্রামে। মানুষ অনেক কথা বলবে, আপনি পড়া লেখা শিখে এই সব করবেন কেন? তাহলে ভাই মনে সান্তি পাবেন, নিজের সন্মান টুকু বাজবে। আপনার টাকা নাই? আসুন আমরা ২ জন মিলে কাজ করবো। আমাদের সমস্যা হল কি জানেন, আমরা নিজে কিছু করতে চাই না, আরেক জনের তাঁবেদারি করতে পছন্দ করি। কিন্তু আমি বিশ্বাস করি আপনি নিজে কিছু করতে পারবেন। লেগে যান। প্রথমে অনেক বাঁধা আসবে, কিন্তু সহস করে লেগে থাকতে হবে। আপনার জন্য শুভ কামনা।

১৯| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭

সজিব তৌহিদ বলেছেন: সুপার নোভা ০০৭, আপনার কথা ভালো লাগলো। ভেবে দেখবো আসলে কোন একটা দোকান দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করা যায় কি’না। ধন্যবাদ ভাই।

২০| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৮

মুক্তকণ্ঠ বলেছেন: যাই করেন, পাশাপাশি সাহিত্যচর্চা চালিয়ে যান। আপনি অনেকদূর যেতে পারবেন ভাই, এই আমি আজ দোয়া করে গেলাম।

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৩

সজিব তৌহিদ বলেছেন: মুক্তকণ্ঠ ভাই আমি খুব আশাবাদী মানুষ। স্বপ্ন দেখতে ভালোবাসি। আমি খুব বিশ্বস করি স্বপ্ন থাকলে সত্যি হয় আর অপেক্ষায় থাকলে অবসান ঘটে। সেই প্রত্যাশা নিয়ে থেমে থাকতে চাই না। আর সাহিত্য আমার প্রাণের টান । জীবনে যে অবস্থাতেই থাকি না কেন...? এটি সঙ্গে নিয়েই থাকতে চাই।

২১| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই খারাপ লাগল! :( কি আর করবেন। পরিশ্রম করেন। এছাড়া আর অন্য কিছু তো করার নেই। :( অনেক শুভ কামনা রইল। আপনার খারাপ দিন অচিরেই শেষ হোক।

২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮

সজিব তৌহিদ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার জন্যে শুভকামনা থাকলো..

২২| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩১

সায়েম মুন বলেছেন: কষ্টের ব্যাপার। চেষ্ঠা করেন। ভাল একটা জব হয়ে যাবে।

২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০০

সজিব তৌহিদ বলেছেন: দোয়া রাখবেন, চেষ্টা করছি । অবশ্যই ভালে কিছু করব।

২৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৭

চাঁন মিঞা সরদার বলেছেন:
আমি কম্পিউটার বিজ্ঞানে স্নাতক। পাস করার পর, প্রথমে আমিও আপনার মতই বেতনে কাজ করতাম। বেশী দিন আগের কথা না, ২০০৭ সালের। কিন্তু এখন আমার বেতন প্রায় ৭/৮ গুন বেড়েছে। আমি নিজেকে আধুনিক প্রযুক্তির সাথে আপগ্রেড করেছি। আমাকে অনেক কষ্ট ও করতে হয়েছে। আমি শিওর এখানে থেমে থাকবো না, আকাশ ছোয়া ক্যারিয়ারের আশায় নিজেকে ডেভেলপ করে যাচ্ছি।

আপনিও নিজে কিছু আলাদা ভাবে ভাবুন। ভিন্ন ষ্টাইলের সৎ চিন্তা করুন। সময়ে চেঞ্জ আসবেই। অল দ্যা বেষ্ট উইশ ফর ইউ।

২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩

সজিব তৌহিদ বলেছেন: আসলে প্রথম জীবনটাই অনেক বেশি কষ্টের। কিন্তু এটাও সত্য একদিন এই কষ্টিত জীবনের জন্য হায়হুতাশ করতে হবে। বলতে হবে আগের দিনই তো ভালো ছিল.....

২৪| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০

মদন বলেছেন: শুভ কামনা রইলো।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬

সজিব তৌহিদ বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যও শুভ কামনা থাকলো....ভালো থাকবেন...

২৫| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯

জাফরিন বলেছেন: খুবই কষ্ট পেলাম লেখাটা পড়ে। আমি জানতাম না এইরকম পরিবেশ সেখানে। এটাও তো একটা চাকরী। সম্মানজনক ব্যবহারটুকু অন্তত প্রাপ্য। আর তাছাড়া এ বিষয়ে কিছু নীতিমালা থাকা উচিত। যা ইচ্ছা তাই আচরণ গ্রহণযোগ্য নয় কোনওমতে। আপনি পারলে পত্রিকায় লিখুন। সবাইকে সংগঠিত করে প্রতিবাদ করুন। আর বেতন এত কম হবে কেন? এটা বাড়াতে হবে। সুচিন্তিতভাবে এগিয়ে যান। দোয়া ও শুভ কামনা রইল।

২৬| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১

সজিব তৌহিদ বলেছেন: ধন্যবাদ..! জাফরিন।

২৭| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: আপনার জন্য অন্তরের অন্তস্থল থেকে দোয়া করছি ভাই। অনেক বড় হন জীবনে।

২৮| ০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

গজ-কচ্ছপ বলেছেন: মনটা খারাপ হয়া গেলো। :(

২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৬

সজিব তৌহিদ বলেছেন: মন খারাপ হওয়ার কিছু নাই ভাই। যা সত্য তাই ভাই...

২৯| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৮

হৃদয় জিনিয়াস বলেছেন: আপনার জন্য শুভ কামনা....


২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

সজিব তৌহিদ বলেছেন: আপনাকে ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.