![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Student,Debater
দেশ বরেণ্য লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল দেশের শীর্ষস্থানীয় পত্রিকা ‘দৈনিক প্রথম আলো’র প্রতি আক্ষেপ ও দু:খবোধ প্রকাশ করে শুক্রবার দেশের বেশ কিছু জাতীয় দৈনিকে ‘সাদাসিধে কথা’ কলামে ‘মিথ্যা বলার অধিকার’ শিরোনামে ১৬০২ শব্দে বিশাল এক নিবদ্ধ লিখেছেন। যেখানে প্রথম আলোর প্রতি আক্ষেপ ও দু:খবোধের ইঙ্গিত রয়েছে।
তাছড়া দীর্ঘদিন থেকে তিনি প্রথম আলোতে ‘সাদাসিদে কথা’ নামে কলাম লিখে আসছিলেন। শুক্রবার হঠাৎ তিনি সেটি প্রথম আলোতে না লিখে দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় লিখলেন। কেন তিনি এমনটি করলেন এ নিয়ে দেশে তরুণ-তরুণীদের মধ্যে বহুমাত্রিক কৌতূহলে জন্ম নিয়েছে। তিনি নি:সন্দেহে দেশের একজন জনপ্রিয় লেখক। তাই তার জীবন চলার পথে পান থেকে চুন খসলে ভক্তদের মনে বিচিত্র প্রশ্নে জন্ম নেয়। অনেকের মনে প্রশ্নও দেখা দিয়েছে ‘তাহলে কি ইকবাল স্যারের সাথে ‘প্রথাম আলো’র সম্পর্ক খারাপ হয়ে গেল।’
ওই লেখায় তিনি প্রথম আলো’র নাম উল্লেখ না করে আক্ষেপ ও দু:খবোধের নানা কথা বলেছেন।
জাফর ইকবাল লিখেছেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা নিয়োগ নিয়ে এ দেশের একটা গুরুত্বপূর্ণ পত্রিকায় একদিন একটা খবর ছাপা হলো। সংবাদটি মিথ্যা; এটাকে মিথ্যা বলা হবে, নাকি অসত্য বলা হবে, নাকি অর্ধসত্য বলা হবে- সেসব নিয়ে তর্ক করা যেতে পারে। আমি সেই তর্কে যাচ্ছি না, যেখানে সঠিক তথ্য রয়েছে সেখানে সেই তথ্যটাকে আড়ালে রেখে অন্য কিছু ইচ্ছে করে বলা হলে আমি সেটাকে মিথ্যা বলে বিবেচনা করি।
যাই হোক, সেই মিথ্যা সংবাদটির কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অধ্যাপকের চরিত্রে মিথ্যা গ্লানি স্পর্শ করল, তাঁরা খুব আহত হলেন। ঘটনাক্রমে সেই সাংবাদিক আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনে কোনো ছাত্র শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে তাৎক্ষণিকভাবে শাস্তি দেওয়ার নিয়ম আছে, পরে পুরো তদন্ত করে অপরাধ বিষয়ে নিশ্চিত হতে হয়।
কাজেই সেই ছাত্রটির মিথ্যা সংবাদ পরিবেশনের প্রাথমিক তদন্ত করে তাকে সাময়িকভাবে বহিষ্কার করে একটা তদন্ত কমিটি করে দেওয়া হলো এবং আমি সেই তদন্ত কমিটির আহ্বায়ক। আমি বিষয়টি জোর দিয়ে লিখতে পারছি, কারণ তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে আমি খুঁটিনাটি সব কিছু জানি।’
তিনি লিখেছেন, আমি তদন্ত করতে গিয়ে অত্যন্ত বিচিত্র একটি বিষয় আবিষ্কার করলাম, ছাত্র সাংবাদিকটিকে সেই সংবাদপত্র পুরোপুরিভাবে নিরাপত্তা দিয়ে গেল, সে কারণে তার ঔদ্ধত্য হলো সীমাহীন, শুধু তাই নয়, একদিন আবিষ্কার করলাম, হাইকোর্টে রিট করে তিন মাসের একটি স্থগিতাদেশ পর্যন্ত বের করে ফেলল! পুরো ঘটনার ফলাফল হলো ভয়ানক, বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র জানতে পারল কিছু মানুষের চরিত্র হনন করার জন্য সে ইচ্ছা করলেই একটা পত্রিকায় মিথ্যা সংবাদ ছাপাতে পারে এবং সেই পত্রিকা তাকে রক্ষা করবে।
আমাদের দেশে একটা পত্রিকা অনেক সময় রাজনৈতিক দল, পুলিশ-র্যাব, এমনকি সরকার থেকেও বেশি ক্ষমতাশালী। এ ঘটনাটি আমার চোখ খুলে দিয়েছে, দেশের একটা খুব গুরুত্বপূর্ণ পত্রিকায় (আমার ব্যক্তিগত যোগাযোগের পরও) যদি এ রকম একটা ঘটনা ঘটতে পারে, তাহলে নিশ্চয়ই অন্যান্য পত্রিকায় অসংখ্যবার এই ঘটনা ঘটেছে। আমার একটা বড় ক্ষতি হয়েছে, খবরের কাগজে কিছু লেখা হলে আমি আজকাল ভুরু কুঁচকে সেটার দিকে তাকিয়ে থেকে নিজেকে জিজ্ঞেস করি, আসলেই কি এটা ঘটেছে? পত্রিকাটি কি সত্যি কথা বলছে?
তিনি ওই কলামে ‘আমার দেশ’ পত্রিকার মিথ্যাচর এবং প্রচারণাও কঠোর সমালোচনা করেছেন
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৫
সজিব তৌহিদ বলেছেন:
নীলতিমি, সব শালাই বদ কথাটি ঠিক আছে। আপনার ‘জাফর মিয়াও মাঝে মাঝে মিরজাফরের মতো হয়ে যায়।’ এই কথাটি অত্যন্ত ব্যক্তিগত আক্রোশমূলক। যা নি:সেন্দহে গ্রহণযোগন্য নয় বরং ঘৃণাযোগ্য..
২| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৪
জাহাজ ব্যাপারী বলেছেন: আই ওয়াশ! প্রথম আলোর সাথে জাফর ইকবালের সম্পর্ক খারাপ হবার প্রশ্নই ওঠে না।
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৩
সজিব তৌহিদ বলেছেন:
জাহাজের ব্যাপারি ভাই, মিডিয়া খুব খারাপ জিনিস। যাকে তারকা বানায় তাকে আবার ক্রিমিনালও বানায়।
৩| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৮
রাখালছেলে বলেছেন: আমি ব্যক্তিগতভাবে বলতে পারি ইদানিং প্রথম আলোর লেখার পরিবর্তন লক্ষ্য করছি । তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে । কাউকে অতিরিক্ত সম্মান দেখাচ্ছে আবার কারও বিরূদ্ধে চরমভাবে লাগছে । তাদের শুভবুদ্ধির উদয় হোক ।
১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০১
সজিব তৌহিদ বলেছেন: রাখালছেলে ভাই হতে পারে। আর আমি ইদানিং প্রথম আলো পড়া কমিয়ে দিয়ছি..
৪| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৭
সৈয়দ ফয়সল রেজা বলেছেন: @নীলতিমি @জাহাজ ব্যাপারী.... না জেনে সববিষয়ে মন্তব্য না করলে হয় না???? শাহবাগ নিয়ে হাই এর মিথ্যা গল্প ছাপার কারণে জাফর স্যার ঘোষণা দিয়েই প্রথম আলোর কাছে লেখা দে্য়া বন্ধ করেছেন।
১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৫
সজিব তৌহিদ বলেছেন: তাই নাকি রেজা ভাই..। তাহলে তো ঠিক আছে ব্যাপার টা..
৫| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৯
জাহাজ ব্যাপারী বলেছেন: @ সৈয়দ ফয়সল রেজা: জাতি আপনার মতো সর্বজ্ঞানীকেই চায়!
“সববিষয়ে মন্তব্য না করলে হয় না” - আপনার নিজের ব্লগটি দেখে তার পরে জ্ঞান দিতে আসবেন আশা করি। “মন্তব্য করেছেন: ৪৫৬টি” মন্তব্য পেয়েছেন: ২১টি”
১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৩
সজিব তৌহিদ বলেছেন: ব্যাপারী ভাই কাইকে এভাবে বলা ঠিক না।
৬| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৬
নষ্ট ছেলে বলেছেন: জাফর মিয়ার লেখা এখন সব একপেশে হয়। সোজা কথায় বলতে গেলে লীগের পক্ষ হয়ে লেখছে।
লীগের পক্ষে হয়ে লেখা দোষের কিছু না। কিন্তু লীগের পক্ষে লিখে নিজেকে নিরপেক্ষ দাবি করা ভন্ডামী।
৭| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
সৈয়দ ফয়সল রেজা বলেছেন: ব্যাপারী মিয়া যে না পইড়া ফাল পাড়ো এই বার বুঝা গেল। আমি নিজেই স্বীকার করসি আমি ব্লগে কেন আসছি। আমার এই কথাও মনে হয় চোখে পড়ে নাই.."আমি কমেন্ট করতে পারি, ঐটুকুই আমার দৌড়।"।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
নীলতিমি বলেছেন: এরা সব শালাই বদ ! জাফর মিয়াও মাঝে মাঝে মিরজাফরের মতো হয়ে যায়।