![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Student,Debater
ইদানিং অতীত কে ভুলে থাকা একটা অভ্যেসে পরিণত হয়েছে। ব্যস্ত থাকার কারণে অতীতের প্রাণোচ্ছ্বল দিণগুলি খুব একটা মনে পড়ে না। বিশেষ করে আমার অনার্স লাইফের দুরন্ত দিনগুলি।
যে দিনগুলি একজন মানুষের জীবনে অনন্ত সৌরভ-সম্পদ হিসেবে বিবেচিত হয়ে থাকে। মাঝে মাঝে আমি খুব অবাক হই ‘ কিরে আমার অতীতের কথা মনে পড়ছে না কেন.? আমার ছাত্র জীবনের দুরন্ত স্মৃতিগুলো আমাকে আকুল করে না কেন.? ব্যাকুল করে না কেন.? আমি তন্ময় হই না কেন.? উন্মাদ হই না কেন.?
সবাই তো আতীতকে হাতড়ে কাতর হয়, সিক্ত হয়, সিন্গ্ধ হয়, তৃপ্ত হয়। পরিপূর্ণ হয় রমান্টিকতায়। আমার মধ্যে এসব কাজ করে কেন?
এসব মহাপ্রশ্নমালার উত্তর আমি খুঁজে পেলাম গতরাতে..
‘উৎসুক শ্রোতা মন্ত্রমুগ্ধের মত আমার বয়ান শুনছে, শুনছে তো শুনছে। মনে হলো বহুদিন থেকে তারা শোনে না। আমিও বহুদিন পর শোনাবার সুযোগ পেয়ে আদিম থেকে আধুনিক, ‘অচলায়ত’ থেকে ‘সচলায়তন’, ‘রঙ্গপুর বার্তাবহ’ থেকে ‘প্রথম আলো’, পেলে থেকে মেসি, হিলাড়ি-তেনজিং থেকে মুসা ইব্রাহিম, গ্যালিলিও থেকে স্টেফেন হকিং কিছুই বাদ রাখি নি। বলেছি অনেক কথা, দিয়েছি তত্ত্ব, তথ্য ও উপাত্ত।”
হঠাৎ ঘুম ভেঙ্গে গেল। আমি তীব্রভাবে আবিস্কার করলাম অতীত বলে কিছু নাই। ভবিষ্যতও মিথ্যে। আছে শুধু স্বপ্ন । ঘুমে হোক আর জাগরণে হোক স্বপ্নগুলো বাঁচিয়ে রাখা দরকার। কিন্তু বর্তমানই সব। বর্তমান তোমায় স্যলুট....
সজিব তৌহিদ
©somewhere in net ltd.