![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Student,Debater
আমার মায়ের মা অর্থ্যাৎ আমার নানি ভীষণ অসুস্থ। রক্তের অভাবে অপারেশন পিছেয়ে গেছে তিন বার। গেল বেশ কিছুদিন থেকে ‘বি নেগেটিভ’ রক্ত খুঁজে খুঁজে আমরা হয়রান।
অনেক কষ্টে দু’জন সেচ্ছ্বায় রক্তদাতাকে রাজি করানো হয়েছিল। একজন রক্ত দিয়েছেন । বাকিজন চাকরিজীবী অনেক ব্যস্ত। তাই তিনি শুক্রবার রক্ত দিতে রাজি হলেন। শ্রক্রবার আসলে হঠাৎ সেই ভদ্রলোক জানিয়ে দিলেন রক্ত তিনি দিবেন না। অনেক অনুরোধ, অনয়-বিনয় করে শেষ পযর্ন্ত তাঁকে আর রাজি করানো গেল না।
অগত্যা আবার সেই রক্তের অনুসন্ধান শুরু হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, সা’দত কলেজ, মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্নস্থানে রক্তের সন্ধান চালানো হলো। কোথাও কোন সন্ধান মেলেনি।
এ দিকে আমার নানির অপারেশনের তিনটি তারিখ পার হয়ে গেছ। তাঁর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বেঁচে আছেন। আমি শেষ পযর্ন্ত কূল-কিনার না পেয়ে ধর্য্যহারা হয়ে ‘সামহ্যোয়ারইন ব্লগ’ –এ এক ব্যাগ রক্তের আবেদন করে একটি পোস্ট দিই।
আমার মনে হয়ছিল ব্লগে রক্তের আবদেনের পোস্টটিতে কেউ পাত্তা দেবে না। তা ছাড়া ব্লগাররা বেশির ভাগ অভিজাত পরিবারের সন্তান। তাঁরা রক্ত দিতে রাজি হবে তা মনকে বিশ্বাস করাতে পারিনি। তবুও মনকে সান্ত্বনা দেওয়ার জন্য শেষ চেষ্টা হিসেবে ব্লগের আশ্রয় নিয়েছিলাম।
আমার ধারণা ভুল প্রমাণ করে রাত ১২ টার দিকে জানতে পেলাম ‘ভোলা বাবা’ নামের এক তরুণ ব্লগার, যার ডাক নাম সাদি। তিনি রক্ত দিতে রাজি হয়েছেন। তারঁ সঙ্গে মোবাইলে বিস্তর কথা হলো। ব্লগার সাদি জানালেন, যখন রক্ত লাগবে তখনই তিনি রক্ত দিতে রাজি আছেন। সাদি’র এমন কথা শুনে আমার মনটা প্রশান্তিতে ভরে গেল।
তিন পুরুষ মিলে যে রক্ত খুঁজে পেলাম না। ব্লগে লিখে নিমেষেই রক্তের সন্ধান পেয়ে গেলাম। মনটা আনন্দে ভরে উঠলো। সঙ্গে সঙ্গে অন্য একটি নিরব বিষাদ বেদনা আমাকে দুমড়ে-মুচড়ে ধরলো। যে নানির জন্য ব্লগে লিখে রক্তের ব্যবস্থা করলাম। সেই নানি শিক্ষিত নন। অশিক্ষিত মানুষ। সমাজের ৮/১০ টা অশিক্ষিতের মত তিনিও রাতের আঁধারে চাঁদে সাঈদীকে দেখেছেন। সাঈদীর ফাঁসির রায়ের সংবাদ শুনে নিরবে কেঁদেছেন। ব্লগারদের নাস্তিক বলে অভিহিত করেছেন। শাহবাগের আন্দোলনকে ধিক্কার দিয়েছেন। রাজাকারের ফাঁসির দাবিকে নাস্তিকদের দাবি বলে আখ্যায়িত করেছেন।
সেই নানি কি বুঝতে পাচ্ছেন, তাঁর প্রাণ বাঁচাতে একজন সচেতন টকবগে তরুণ ব্লগার, আন্দোলনকারী, মানবিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে রক্ত দেওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন। আমার নানির মতো এদেশের অসংখ্য মানুষ যারা মনে করেন, ব্লগার মানেই নাস্তিক, নাস্তিক ব্লগারাই শাহবাগের আন্দোলন করেছে, রাজাকার ও যুদ্ধাপরাধীর বিচার চাইছে। তারাই তো আবার রানা প্লাজায় ধ্বংসস্তূপে উদ্ধার কাজে জীবন বাজি রেখেছে। বন্যার্ত, শীতার্থ, সিডর, আইলাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। স্বেচ্ছায় রক্ত দিতে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেছে। এদেরকেই যদি নাস্তিক বলা হয়। তবে এ রকম নাস্তিক হতে আপত্তি থাকার কথা নয়। এ রকম নাস্তিক আমি বারবার হব, হতে চাই, হতেই হবে।
সজিব তৌহিদ
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬
সজিব তৌহিদ বলেছেন: সাধুবাদ রাহুল ভাই..
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০০
তোমোদাচি বলেছেন: ভাল লাগল পোষ্টের কথা গুলো
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯
সজিব তৌহিদ বলেছেন: ধন্যবাদ..তোমোদাচি ।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮
মো ঃ আবু সাঈদ বলেছেন: ফালতু.....
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮
সজিব তৌহিদ বলেছেন: ফালতু বলার জন্যও ধন্যবাদ।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১২
গোয়েন্দাপ্রধান বলেছেন: ব্লগার্দের ঢালাও ভাবে নাস্তিক বলা হয় নি
তের দফায় ছিল ইসলাম বিদ্বেষি নাস্তিক ব্লগার
বিরোধিতার খাতিরে বিরোধিতা কি না কর্লেই নয়
যারা নিজেদের মুক্তমনা দাবি করেন তারা একটু মুক্ত মন নিয়ে মাদ্রাসা বা ইসলামি ব্যাক্তিত্বের সংস্পর্শে এসে যাচাই করুন ।শুধু মিডিয়া এর খবর দেখে বিভ্রান্ত হবেন না। এসে দেখুন তাদের কোন্টা ভাল লাগে না জানান তাদের সাথে মত বিনিময় করুন । তাদের কথাও কিছু শুনুন। আপ্নার মতবাদ এ তাদের কে মোটীভেট করতে পারেন । আপনি যদি আপনি যে মতবাদে বিশ্বাশি তা কি যাচাই করে দেখবেন।না। আমিও আগে মনে কর্তাম আমাদের মিডিয়া ঠিক হুজুরা রা আসলেই খারাপ এদের চরিত্র খারাপ এর পর আমার সুযোগ আসে বা আসলে একটা পরিস্থিতিতে পড়ে বাধ্য হই তাদের সাথে চলতে এবং আমার ভুল পথ থেকে আল্লাহ কিছু টা হলেও আলো দিয়েছেন আলহামদুলিল্লাহ
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১
বেলাল তামজীদ বলেছেন: হেডলাইনের সাথে বিষয়বস্তুর তেমন মিল নাই।জোর করে মিল করা হয়েছে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯
সজিব তৌহিদ বলেছেন: ভালো বলেছেন ভাই। ধন্যবাদ।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১
সাদা মনের মানুষ বলেছেন: প্রগতিশীলদেরকে কিছু সুযোগ সন্ধানীরা নাস্তিক বলে বলুক, ওসবে কর্ণপাত করার আমাদের সময় কোথায়।
আমিও A-নেগেটিভ পাবলিক, এমন ভাবে জীবনে কতোজনকে যে রক্ত দিয়েছি তার হিসেব রাখিনি।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯
সজিব তৌহিদ বলেছেন: সাদা মনের মানুষ ভাই আপনার কথা শুনে ভালো লাগলো..। আমিও আপনার মত ভাই..
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
সেফানুয়েল বলেছেন: সুন্দর পোস্ট।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪
সজিব তৌহিদ বলেছেন: সেফানুয়েল ভাই... ধন্যবাদ। ভালো থাকবেন ....ভালো রাখবেন..
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৩
তাজুল_ইসলাম বলেছেন: আর কে কে ভাইয়ের মতো নাস্তিক হতে চায়, হাত তোলেন
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩০
সজিব তৌহিদ বলেছেন: হাত তুলতে হবে না ভাই তাজুল ইসলাম। কানা তার মনেই জানা..
৯| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৭
একে৪৭ বলেছেন: ভাই, আপনি যেমন মাত্র একটা ঘটনার শিকার হয়ে এত বেশী প্রতিক্রিয় দেখান,
তেমনভাবেই যদি অামি দেখাই, তবে ভাবব- ব্লগার মানে- পাতলা, বিচারবুদ্ধীহিন, অযৌক্তিক ব্যাক্তি।
কিন্তু অামি অাপনার মত ভাবছি না। একটা ঘটনা দ্বারা সকল ধার্মিক/নাস্তিক-কে বিচার করা যায় না।
সকল ব্লগার ই খারাপ নয়, অাবার সকল ব্লগার ই ওই ব্লগারের মতো ভালও নয়। অাবার রক্ত দিয়েছে বলে ওই ব্লগারই যে ভাল, তারও কোন নিশ্চয়তা নাই।
অনেক কিছুর মধ্যে অনেক কিছুই সম্ভব.....
অাপনার মঙ্গল কামনা করি........
১০| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩২
আবু সায়েদ বলেছেন: চেতনার ভারসাম্য জরুরী। কিছু মানুষ ভুল বুঝে বলেই, নাস্তিক হওয়া ইচ্ছে পোষন করা যায় না।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮
রাহুল বলেছেন: এদেশের অসংখ্য মানুষ যারা মনে করেন, ব্লগার মানেই নাস্তিক, নাস্তিক ব্লগারাই শাহবাগের আন্দোলন করেছে, রাজাকার ও যুদ্ধাপরাধীর বিচার চেয়েছে। তারাই তো আবার রানা প্লাজায় ধ্বংসস্তূপে উদ্ধার কাজে জীবন বাজি রেখেছে। বন্যার্থ, শীতার্থ, সিডর, আইলাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। স্বেচ্ছায় রক্ত দিতে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেছে। এরাই যদি নাস্তিক। তবে এরকম নাস্তিক আমি বারবার হবো , হতে চাই, হতেই হবে।