![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Student,Debater
বিশিষ্ট কলামিস্ট ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদের সাথে দেখা হয়ে গেল ধানমন্ডি লেকে চে গুয়েভারর মৃত্যুবার্ষিকী অনুষ্ঠনে। যিনি প্রথম আলো পত্রিকায় ‘সহজিয়া কড়চা’ ও ‘বাঘা তেঁতুল’ নামে নিয়মিত প্রবন্ধ-নিবদ্ধ ও কলাম লেখেন। এমন একজন মানুষের সাথে দেখা হওয়াতে সংক্ষিপ্ত সাক্ষাৎকারের লোভ সংবরণ করতে পারা গেল না।
আসসালামুআলাইকুম স্যার, কেমন আছেন স্যার.?
আবুল মকসুদ : অওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। তুমি কে.?
** স্যার, আমি একটা অনলাইন পত্রিকায় কাজ করছি এবং পাশাপাশি মাস্টর্স-এ পড়ছি । আমার নাম সজিব তৌহিদ।
আবুল মকসুদ: ভালো, অনেক ভালো। চালিয়ে যাও, হাল ছেড় না।
তোমাদেরকেই মাঠে থাকতে হবে। দেশটার জন্য কাজ করতে হবে। তোমরাই তো দেশটার প্রাণ। আগামীতে তোমাদেরকেই এই দেশের হাল ধরতে হবে।
**স্যার আপনি সব সময় সাদা চাদর আর লুঙ্গি পড়েন এর ব্যাখা কি.?
আবুল মকসুদ: আমি সবসময় পশ্চিমাদের প্রতিবাদ করি। পশ্চিমাদের সাথে আপোস করতে পারি না। তাছাড়া মহাত্না গান্ধীকে আমি আদর্শ হিসেবে মানি। এমন কি আমি মোবাইল ফোন পযর্ন্ত ব্যবহার করি না। পশ্চিমাদের প্রতিবাদ করার জন্যই আমার এই প্রচেষ্টা।
** আপনি কি সব সময় এই পোশাক পড়েন?
আবুল মকসুদ : হ্যা। শীত-বর্ষা গরমে সবসময় আমি এই পোশাক পরিধান করি।
** এতো প্রচন্ডে গরমে আপনার কষ্ট হচ্ছে না?
আবুল মকসুদ : হা..হা..( হেসে বললেন) না। অভ্যেস হয়ে গেছে।
** মাওলানা ভাসানী প্রথম লুঙ্গি পড়ে বিমানে ভ্রমণ করেছিলেন। আপনি যখন বিদেশে যান তখনও কি চাদর-লুঙ্গিই পড়েন?
আবুল মকসুদ : হ্যা। বিদেশে গেলেও আমি এই পোশোকেই যাই। মাওলনা ভাসানীর লুঙ্গি পড়ে বিমানে ভ্রমণের সংস্কৃতিটা আমি এখনো ধরে রেখেছি।
** জীবনে শুধু লেখালেখি আর গবেষণাই করে গেলেন। কোন বড় চাকরির প্রয়োজন অনুভব করেন নি?
আবুল মকসুদ: তুমি জানো না। আমি জীবনে অনেক বড়-বড় চাকরি পেয়েছি কিন্তু স্বইচ্ছায় চাকরি হাতছাড়া করেছি। চাকরি ভালো লাগে না । ঘুরে ফিরে লেখালেখি, গবেষণা আর মানুষের কাছে ফিরে আসার প্রয়োজনটা বেশি অনুভব করেছি। তাই সাদামাটা জীবন ছাড়া জীবনেই আর কিছুই গভীরভাবে টানে না।
** আপনি অর্থনৈতিকভাবে কেমন স্বচ্ছল?
আবুল মকসুদ: এই ছেলে দেখে না আমার পোশাক। আমার পোশাকের খরচ খুবই কম। তাছাড়া এই পোশাকে যারা জীবন ধারণ করে তাদের আর বেশি কিছু লাগে। চলছে দিন। এভাবে চললেই হলো..
** স্যার আপনার লেখার মধ্যে আহমদ ছফা’র একটা ফ্লেবার পাই। আপনি কি তাকে অনুসরণ করেন?
আবুল মকসুদ: আরে পাগল না। আহমদ ছফা আমার বন্ধুর মত মানুষ ছিল। আমরা এক সাথে অনেক কাজ করেছি। এক সাথে দেশের জাতীয় সমস্যায় মাঠে থেকেছি, প্রতিবাদ করেছি, লেখালেখি করেছি। আমিও প্রতিবাদী লেখালেখি করি। আহমদ ছফাও করতো। এজন্য তোমার সে রকম মনে হয়েছে।
** স্যার ভালো থাকবেন। দোয়া রাখবেন?
আবুল মকসুদ: অবশ্যই, ভালো থেকো.. । মাঠে থেকো...।
সজিব তৌহিদ
১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৪
সজিব তৌহিদ বলেছেন: গান পাগলা ঠিকই বলেছেন। ধন্যবাদ ভাই। ভালো থাকবেন। ভালো রাখবেন। শুভকামনা থাকলো..
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৫
গান পাগলা বলেছেন: এসব মানুষের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার, অনেক ভালো লাগে।