নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প বলতে ফিরে এলাম ...
কোভিডের আগে আগে পাশ করে বের হয়েছি। বাসার মুরব্বীরা চান বিসিএস দেই। ছেলের সরকারী বাসভবনে থাকার স্বপ্ন তাদের অনেকদিনের। এই উপমহাদেশের মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোর স্বপ্ন বলতে; একটা সরকারী চাকরী, এরপর বিয়ে ও পরিবার "অবশেষে তারা সুখ শান্তিতে বসবাস করতে লাগলো" ধরনের অনুভূতির পেছনে জীবনভর ছুটে চলা। আমি একটু ব্যতিক্রম কিছু চেয়েছিলাম। কিন্তু কি ব্যতিক্রম চাই সেটা বুঝতে পারছিলাম না। আটপৌরে জীবনের তালে একটা সময়ে আটকে যেতে যেতে মাথায় ধূসর চুলের ছোপ পড়ে যাওয়ার আফসোস থেকে মুক্তির জন্যই বোধহয় আকুতিভরা এক অদ্ভুত প্রাণ ছিলাম। কারণ মামাদের ও কাজিনদের তো দেখেছিই। আমি আসলে খেলাটাই খেলতে চাই নাই। কারণ সে সময় এই খেলায় জেতার সম্ভাবনা কমই মনে হয়েছিল আমার।
কর্পোরেট হাসপাতালে বার ঘণ্টার বেশী খেটে ত্রিশের উপরে পাওয়া যায় না তাই নোয়াখালী গেলাম খেপ মারতে। কুমিল্লা ও নোয়াখালীর প্রাইভেট ক্লিনিকগুলোতে খেপ মানেই দিন রাত চব্বিশ ঘণ্টা ডিউটি ডাক্তার। তখন আবার স্পেশাল বিসিএসের তোড়জোড় চলছে। সারাদিন রাউন্ড আর ফলোআপ দিয়ে রাতে কি একটি বিসিএসের পড়া পড়বো বা ঘুমাবো। এর মাঝেই রাতে ফোন আসে দেয়, স্যার পানি ভাঙা পেশেন্ট আসছে, বাচ্চার নাকি নড়াচড়া নাই। রিসিভ করেন।
টানা ডিউটি করে বাসায় কোয়ারান্টাইনে থাকার সময় সুযোগ এলো ভারত মহাসাগরের একটা দ্বীপে ডাক্তারি করার। এটল হাসপাতাল থেকে প্রথম দিন ডেপুটেশনে পাঠানো হলো ছোট একটা আইল্যান্ডে। কারণ আইল্যান্ডের ডাক্তার কোয়ান্টাইনে। সন্ধ্যায় আইল্যান্ডে নেমে ক্লিনিক ম্যানেজারের বাসায় লোকাল ফুড খেয়ে ঘুম দিয়েছি। ভোর রাতের দিকে ফোন। ম্যানেজার বলে, ডক, আইল্যান্ডের সবচেয়ে বয়স্ক লোক মারা গেলেন। তুমি রেডি থাকো, আমি তোমাকে বাইকে করে নিতে আসছি।
পুরানো কামরাটার ভেতরে গিয়ে দেখি, সবাই গোল করে একটা বিছানায় চারপাশে বসে আছে। ক্লিনিক থেকে পোর্টেবল ইসিজি মেশিন আনতে পাঠালাম, যেভাবে মেডিক্যালি ডেথ ডিক্লেয়ার করে, যথারীতি সেভাবেই করলাম। চোখে লাইট রিফ্লেক্স দেখতে গিয়ে দেখি একজোড়া সবুজ আর ধূসরের মাঝের রঙ। আইরিশের মেলানিনের এমন ইমব্যালেন্স যে খোদার কি অদ্ভুত খেয়াল, ভাবতেই অবাক হয়ে গেলাম। এমন সুন্দর চোখ জীবনে দেখি নাই। এই অটল চোখ জোড়াই ভারত মহাসাগরে একশত সাত বছরের স্রোত দেখতে দেখতে আজ থেকে দেখবেনা বলে পণ করলো !
২৯ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:২৭
আমি সাজিদ বলেছেন: জেনেটিক্সের কি অদ্ভুত খেলা, মেন্ডেল চার্চে মটর নিয়ে গবেষণা করতে করতেই আবিষ্কার করে ফেললেন জেনেটিক্সের তিন প্রাণ।
কলিগের দাদীর দাদীর কি বিদেশী বন্ধু থাকতে পারে ? প্রছন্ন জিনটা পরে প্রকট হয়ে গেল !
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
২| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১৬
সৈয়দ কুতুব বলেছেন: আবার ফিরে এলেন ব্লগে দেখে ভালো লাগলো। আমি নতুন হিসাবে ব্লগে অনেক সাপোর্ট দিচ্ছেন বলে ধন্যবাদ।
২৯ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৪
আমি সাজিদ বলেছেন: আপনি বেশ ভালো লেখেন। মিশরের সেই সৈয়দ কুতুবের নামকেই নিক হিসেবে চয়েস করার পেছনে যে ভাবনাটা, সেটা জানতে চাই।
আমাদের ছোট ভাই বোন যারা দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, তারা আপনার মতো নিয়মিত চর্চার মধ্যে থাকলেই আমরা চমৎকার বাংলাদেশ পেতে যাচ্ছি।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: গল্পের বিষয়ে মন্তব্য করবোনা।
আমি চাই আপনাদের মতো মানুষগুলো যেন আরো আরো বেশি মানবসেবা করতে পারে সেই প্রত্যাশা করি এবং সৃষ্টিকর্তার নিকট সেই প্রার্থনা রইলো।
২৯ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০০
আমি সাজিদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। শিরোনামটি পালটে দিয়েছি। গল্প নয়। আপনার জন্যও শুভকামনা।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪
শেরজা তপন বলেছেন: প্রথমেই ব্লগে ফের ফিরে আসার জন্য আসেন কোলাকুলি করি
ব্লগ বড় খারাপ জায়গা রে ভাইডি- একবারে নেশায় পড়লে আর কোন নিস্তার নাই।
সবুজ চোখ সুন্দর না নীল চোখ? যদিও সবুজ চোখ খুব বিরল!
এমন ব্যতিক্রমী চোখের মনি'র একটা ছবি তুলে রাখা উচিত ছিল।
২৯ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৭
আমি সাজিদ বলেছেন: একজন প্রবীণ ব্লগারের পোস্টের মূলকথা মনে ধরেছে। ওটা আমার জন্য অনেকটা টনিক হিসেবে কাজ করেছে। আমিও ভেবেছি, আসলে লেখাটা নিজের ভাবনাকে শুদ্ধ করার জন্য। না লেখলে পড়ার আনন্দই বৃথা। একটা বাক্যকে নিয়ে সামর্থ্যের মধ্যে কারিকুরি করতে কি যে আনন্দ লাগে!
আমার নীল চোখই সুন্দর লাগে। সবুজ চোখ বিরল। আমি এখনও জীবন্ত মানুষের সবুজ চোখ দেখিনি।
ছবি তুলে রাখার বিষয়টা মাথায় ছিল না। বিদেশ বিভুঁইয়ে চাকরি বাকরির প্রথম দিনই যে যমদূতের সাথে বুঝাপড়া হবে কে জানতো!
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩০
সাড়ে চুয়াত্তর বলেছেন: ডাক্তারদের সম্পর্কে আমার আগ্রহ বেড়ে গেছে। এই পোস্ট থেকে একজন ডাক্তারের অভিজ্ঞতা জানতে পারলাম।
২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৩
আমি সাজিদ বলেছেন: আমি ভেবেছি আপনি রাগ করে আছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ সাচু।
৬| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৪৫
আজব লিংকন বলেছেন: এই অটল চোখ জোড়াই ভারত মহাসাগরে একশত সাত বছরের স্রোত দেখতে দেখতে আজ থেকে দেখবেনা বলে পণ করলো ওনার বয়স ১০৭ ছিল ভাই? লাইনটা খুব গভীর লিখেছেন। আপনি বিসিএস পাশ করেছেন?
২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৪
আমি সাজিদ বলেছেন: ১০৭ বছর।
আমি বিসিএস ফেল।
আপনাকে দেখে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৩
শায়মা বলেছেন: লেখা পড়ে আমি মুগ্ধ!!
যদিও সবুজ চোখের সেই মৃত মানুষটার জন্য কষ্ট হচ্ছে।
ভাইয়ু
আমার গলা ১০১% ঠিক হয়ে গেছে।
আমি আবার গান কবিতা গল্প বলা সবই আনন্দে করতে পারছি!
সাইনাসও মাইনাস হয়ে গেছে জীবন থেকে....
২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩৬
আমি সাজিদ বলেছেন: সবুজমানবের ডেথ ডিক্লেয়ারেশন হবে এক বিদেশির হাতেই, বিধাতার কি চিত্রনাট্য!
অ্যান্টিবায়োটিক আর স্টেরয়েড লেগেছে পরে? নাকি এমনি এমনিই ঠিক হয়ে গেল? মহাদেশ পরিবর্তনের কারণে নয় তো?
সুস্থ থাকাই অন্যতম বড় সাফল্য।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২০
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি রাগ করি নাই। কিন্তু আরেকজন রাগ করেছে।
২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩৯
আমি সাজিদ বলেছেন: একটু ইঙ্গিত দেন। মিড আপু নাকি?
৯| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: ধাঁধার উত্তর বলে দিলে ধাঁধার মজা কি থাকবে?
৩১ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৬
আমি সাজিদ বলেছেন: না থাকবে না।
নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ভাই।
১০| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:১৫
কামাল১৮ বলেছেন: আমাদের ডাক্তারদের এই এক সুবিধা।তারা আল্লার দোহাই দিয়ে অনেক অপকর্ম থেকে রেহাই পেতে যায়।রুগি মারা গেলে বলে আল্লার মাল আল্লায় নিয়ে গেছে।ডাক্তারের অবহেলা বা ভুল চিকিৎসা ছিলো কিনা তা অনুসন্ধান করে না।জনগন্ও তা মেনে নেয়।অথচ বহু রুগি ডাক্তারের অবহেলা বা ভুল চিকিৎসায় মারা যায়।
আমার এক বন্ধু চার বছর ভুল চিকিৎসা করিয়ে যখন মৃত্যুর দ্বারপ্রান্তে তখন আমি তাকে নিয়ে কলকাতায় যাই।বেলভিউতে নিয়ে ডাক্তার দেখাই।তখন দাক্তার পরীক্ষা নিরিক্ষা করে বলে তার ক্যান্সার।ডাক্তার এতোদিন তার ভুল চিকিৎসা করেছে।এমন অনেক উদাহরণ আছে।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৯
আমি সাজিদ বলেছেন: স্বাস্থ্যখাতের সংস্কারের প্রস্তাবনা নিয়ে একটা পোস্ট লিখেছিলাম।
আপনার বন্ধুর অভিজ্ঞতা জেনে খুবই খারাপ লাগলো।
রোগীকেন্দ্রিক চিকিৎসা সেবা জনগণের অধিকার।
১১| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫০
রাজীব নুর বলেছেন: থাকুন। লিখুন।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:১১
আমি সাজিদ বলেছেন: পরীদের জন্য নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকুন।
১২| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩৯
মেহবুবা বলেছেন: কালো বড় চোখের মণি, মানে গভীর কালো চোখ ভালো লাগে। অভিনব অভিজ্ঞতা আপনার!
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১১
নতুন বলেছেন: আমার এক শ্রীলংকান কলিগের নীল চোখ ছিলো,
যদিও শ্রিলংকান দের চোখের রং আমাদেরই মতন।
তবে উনি সম্ভবত তার পূর্বপুরুসের কারুর কাছ থেকে নীল চোখের জিন পেয়েছিলো। আমরা তাকে মজা করে বলতাম সম্ভবত তোমার দাদার বিদেশী বন্ধু ছিলো।