![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চিরদুর্দম, দূর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস! আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দূর্বার, আমি ভেঙে করি সব চুরমার! আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল! আমি মানি না কো কোন আইন, আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন! আমি চির-বিদ্রোহী বীর- বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!
দোকানে গিয়া অমায়িক ভাবে দোকানদার ভাইকে বলিলাম, সব থেকে কম দামের একখানা মোবাইল দেন যাতে শুধু গান শুনা যাইবো। উনি Symphony B4i খানা ধরায়া দিয়া কহিলেন, আপনার জন্য এইটা ই উপযুক্ত। জীবনের প্রথম কোনো ধরণের যাচাই-বাছাই ও দরদাম ছাড়া দোকানদারের হাতে ১৫০০ টাকা গুজিয় দিয়া মোবাইল সেটখানা খরিদ করিয়া ইয়া নফসি ইয়া নফসি জপিতে জপিতে বাসায় চলিয়া আসিলাম !!!
আজকে মোবাইল খানা হাতে নিয়ে উহার রঙ্গিন ডিসপ্লের দিকে তাকিয়ে আমার চক্ষু পুরাই চড়কগাছ। হেন কোন কাজ না, যা এই ১৫০০ টাকা মোবাইল দেয়া করা যায়। না। বিষ্ময়ের সূচনা মোবাইলে সিম প্রবেশ করাইতে গিয়ে। একখানা সিম হাতে লইয়া প্রবেশ করাইতে গিয়া দেখি সিমের স্লট তো দুই টা !!! অডিও, ভিডিও, রেডিও তো আছে ই, সাথে আরো আছে ইন্টারনেট (যা দিয়া আসলেই নেট চালনা করা যায়) আছে বিপুল স্থান সম্পন্ন (১৬ জিবি) মেমরি কার্ড স্লট। ২ জিবি মেমরি কার্ড স্লটে পুড়িয়া যখন চিন্তা করতেছি এতো মেমরী দিয়া করিব কি, তখন ই আবিষ্কার করিলাম, আমার সখের মোবাইল খানা দিয়ে ছবি যেমন তুলা যায়, তেমনি ভিডু ও করা যায়, আর পিডিএফ পড়ার জন্য পিডিএফ রিডার তো রয়েছে ই, জায়গা পূরণ করা কোনো সমস্যা ই না এখন। আর জিনিসপত্র আদান প্রদান করিবার জন্য তো দ্রুত গতির ব্লুটুথ আর ডাটা ক্যাবল। আর মোবাইলের সম্মুখ প্রান্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন টর্চ লাইটের কথা না বলিলেই নয় !!!
বাংলালিংক দামে ক্রয়-কৃত প্রযুক্তির এই অপার বিস্ময়ের দিকে আমি শুধু তাকিয়ে ই আছি আর তাকিয়ে ই আছি !!! চাইনিজগণের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক !!! উহারা না থাকিলে ১৫০০ টাকা মোবাইলের খাপ ও পাওয়া যাইতো কিনা সন্দেহ আছে !!!
১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:০০
sajidboss বলেছেন:
২| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:১৫
মায়াবী ছায়া বলেছেন:
৩| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:২৩
মো:ফয়সাল আবেদিন বলেছেন: সামনে যে আরো কত কি দেখুম ?ভাইসতেই পারিনা ।
১৩ ই জুন, ২০১৩ রাত ১২:২৬
sajidboss বলেছেন: কেন ভাই, বাংলালিংক দামে ভালো জিনিস পাইতেছি, ভালো তো, ভালো না
৪| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:৩২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
৫| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:৩৪
আন্ধার রাত বলেছেন:
Walton L20 সম্ভবতঃ ১১০০/-টাকা
অনেক ভাল।
১৩ ই জুন, ২০১৩ রাত ১:০৭
sajidboss বলেছেন: পেপারে তো আসছিলো ওয়ালটনের সেট এ বলে ভালো প্রব্লেম, তবে আমি ব্যক্তিগত ভাবে ব্যবহার করি নাই।
৬| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:৪৭
নিষ্কর্মা বলেছেন: বাই, উহাতে কি স্কাইপি বেবহার করা যায়? ফেচবুক/টুইটার কি চালনা করিয়াছেন? শুধু বিনুদুনের জন্য কিনিয়া তো ছক্কা পিটাইলেন মনে হৈতেছে!
১৩ ই জুন, ২০১৩ রাত ১:০৮
sajidboss বলেছেন: দু এক খানা অপশান Iphone আর Samsung এর জন্য অনার করছে আর কি, না হলে তাও দিয়া দিতো 8|
৭| ১৩ ই জুন, ২০১৩ রাত ১:০৮
জনদরদী বলেছেন: ভাই আপনি ঠগে গেছেন । বর্তমানে দাম ১৪০০ টাকা । Click This Link
১৩ ই জুন, ২০১৩ রাত ১:১০
sajidboss বলেছেন: ১৫০০ টাকায় শুধু গান শুননের মোবাইল কিনতে গেছলাম, সাথে এতো কিছু পাইয়া আমি এমনি তে ই অভিভূত, তাই ১০০ টাকার চুনা খাওয়া খুশি মনে ই মাইনা নিলাম
৮| ১৩ ই জুন, ২০১৩ রাত ১:২০
poops বলেছেন: ভাই কি রিভিউ দিলেন!
১৩ ই জুন, ২০১৩ রাত ৮:১৪
sajidboss বলেছেন: ১০০ ভাগ সত্য রিভু
৯| ১৩ ই জুন, ২০১৩ রাত ১:২৪
আল ইফরান বলেছেন: মুপাইলের রিভ্যুখানা ভালা পাইলাম
১৩ ই জুন, ২০১৩ সকাল ১১:২৬
sajidboss বলেছেন: এখন পর্যন্ত ভালো সার্ভিস দিতাছে
দুয়া কইরেন যেন বছর ৫ এক এমুন সার্ভিস অব্যাহত থাকে !!!
১০| ১৫ ই জুন, ২০১৩ সকাল ৭:৫০
সাইবার অভিযত্রী বলেছেন: চাইনিজগণের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক !!! উহারা না থাকিলে ১৫০০ টাকা মোবাইলের খাপ ও পাওয়া যাইতো কিনা সন্দেহ আছে !!!
১১| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০
আদম_ বলেছেন: চাইনিজগণের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক !!! উহারা না থাকিলে ১৫০০ টাকা মোবাইলের খাপ ও পাওয়া যাইতো কিনা সন্দেহ আছে !!!
খালি হাস্তেই আছি। হাস্তে হাস্তে শ্যাষ হয়া গেলু
১২| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১০
অশান্ত পৃথিবী বলেছেন: আদম_ বলেছেন: চাইনিজগণের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক !!! উহারা না থাকিলে ১৫০০ টাকা মোবাইলের খাপ ও পাওয়া যাইতো কিনা সন্দেহ আছে !!!
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৩ রাত ১২:১৩
কালোপরী বলেছেন: