![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চিরদুর্দম, দূর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস! আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দূর্বার, আমি ভেঙে করি সব চুরমার! আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল! আমি মানি না কো কোন আইন, আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন! আমি চির-বিদ্রোহী বীর- বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!
“মহা ধূমধামে তামিমের বিয়ে”
বিবিসি বাংলার সংবাদ শ্রবণ করিতেছিলাম। সংবাদের এক পর্যায়ে শুরু হইলো তামিমের বিবাহ প্রসঙ্গ। মাশাল্লা, এতো গুরুত্বপূর্ণ সংবাদ যে বিবিসি বাংলায় এতো সময় ধরিয়া প্রচার পাইবে, তাহা আমার ধারণাতেই ছিলো না। আজিকের ১৫ মিনিট সংবাদ পরিবেশনার (বাকি ১৫ মিনিট ফোন ইন ছিলো) ২২% সময় জুড়িয়া ছিলো ( সাড়ে তিন মিনিট) তামিমের বিয়ার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ। খানা পিনার মেন্যু থেইকা শুরু করিয়া বাবুর্চির ঠিকানা পর্যন্ত যা যা সম্ভব সকলই বিশদভাবে ব্যাখ্যা করা হইয়াছে সংবাদে !!!
সংবাদ পর্যালচনাঃ বাপধনেরা খেলার মধ্যে টাকা-পয়সা ফিক্সিং করিয়া এমুন ই বাজে অবস্থা করিয়া ফালাইছেন যে, এখন আমজনতা খেলা ব্যতীত পিলিয়ারদের বিয়া, বউভাত, গায়ে হলুদ, গায়ে মেন্দি আর তাগো বাচ্চা-গো খতনা আর আকিকা লইয়া অধিক চিন্তির। নচেত বিবিসি বাংলার সংবাদে ২২ শতাংশ সময় জুড়িয়া বিয়ার সংবাদ এর আগে কখনো শুনিয়াছি বলিয়া মনে করিতে পারিতেছি না !!!
বিবিসি বাংলায় প্রচারিত সংবাদের কিলিপ খানা এথায় অন্তর্ভুক্ত করিয়া দিলাম।
মহা ধূমধামে তামিমের বিয়ে
২২ শে জুন, ২০১৩ রাত ১১:১৩
sajidboss বলেছেন: হা হা হা, কথাটা মন্দ বলেন নি ভাই
২| ২২ শে জুন, ২০১৩ রাত ১১:১২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
৩| ২২ শে জুন, ২০১৩ রাত ১১:১২
মোমেরমানুষ৭১ বলেছেন: তামিমের বাসর ঘর সরাসরি সম্প্রচার করিবার জন্য বিবিসি-র প্রতি আহ্বান থাকিল। :-<
২২ শে জুন, ২০১৩ রাত ১১:৪৫
sajidboss বলেছেন:
৪| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:২০
রেজা এম বলেছেন: জমজমাট কান্দ
২৩ শে জুন, ২০১৩ রাত ৯:৩৭
sajidboss বলেছেন: আজকে তো তেমন কোনো আপডেট পাইলাম না
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৩ রাত ১১:০৯
নিষ্কর্মা বলেছেন: দিন বদল হৈসে না? আগে মানুষ রান আর রান আউট লৈয়া ব্যস্ত থাকিত। এখন খেলা বাড়িয়াছে, নিউজ চ্যানেল বাড়িয়াছে। ফলে সংবাদেরও ভিষণ অভাব দেখা দিয়াছে। সে জন্য পিলিয়ারদের পারিবারিক বিষয়গুলাও উঠে আস্তেছে। তামিমের বাসর ঘর সরাসরি সম্প্রচার করিবার জন্য বিবিসি-র প্রতি আহ্বান থাকিল।