![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চিরদুর্দম, দূর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস! আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দূর্বার, আমি ভেঙে করি সব চুরমার! আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল! আমি মানি না কো কোন আইন, আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন! আমি চির-বিদ্রোহী বীর- বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!
সীমান্তে হত্যার প্রথম ক্ষতিপূরণ দিল বিএসএফ
অনেকেই দেখলাম খবরটি নিয়ে খুবই উচ্ছ্বসিত। অনেকের মতে এটি বাংলাদেশের সীমান্তে অস্থিরতা কমাতে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ, আবার অনেকের মতে এই ঘটনা ভারতের সাথে বাংলাদেশের একটি বড় কূটনৈতিক সাফল্য !!!
তবে ক্ষতিপূরণের ঘটনায় খুশিতে বগল বাজানোর আগে বি.এস.এফ. এর গুলিতে বিগত ১২ বছরে সীমান্তে বাংলাদেশী নিহত হওয়ার একটি খন্ডচিত্র দেখা যাক -
অর্থাৎ বিগত ১২ বছর সীমান্তে বি.এস.এফ. এর গুলিতে নিহত নিহত হন ৯৬৭ জন বাংলাদেশী। আর ২০১৩ সালে জুলাই মাস পর্যন্ত এই সংখ্যাটা হচ্ছে ১৫ জন। দুই দেশের মধ্যকার মাত্র ২৪২৯ মাইল সীমান্ত এলাকাটিকে মনে করা হয় পৃথিবীর মধ্যে অন্যতম ঝুকিপূর্ণ সীমান বলে।
এই পরিস্থিতিতে সীমান্তে একজন নিহতের জন্য ৫ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান কে বি.এস.এফ এর “গরু মেরে জুতা দান” কর্মসূচি বলা ছাড়া আর কিছু ই বলার নাই।
একদিকে গড়ে প্রতি বছর সীমান্তে ৭০ থেকে ৮০ জনকে হত্যা করা হবে, আর অন্যদিকে মাঝে মাঝে বন্ধুত্বের বহিঃপ্রকাশ হিসেবে কিছু টাকার চেক পাঠিয়ে দেয়া হবে, তা কোনো মতেই মেনে নেয়া যায় না।
লোক দেখানো ক্ষতিপূরণ নয়, বরং সীমান্তে সব ধরণের হত্যা, নির্যাতন বন্ধ হোক, এবং পূর্বের হত্যাকান্ড সমূহের পরিপূর্ণ বিচার হোক, একজন বাংলাদেশী হিসেবে এইটা আমার প্রত্যাশা এবং দাবি !!!
©somewhere in net ltd.