![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘে ঢাকা স্বপ্ন দিন আপন আধারে আমি বিলীন .....ধার করা আলো নয় , আপন আলোয় আলোকিত হতে চাই।
প্রতিদিন এই পথে যেতে যেতে লক্ষ করি কেও একজন আমাকে দেখছে , পিছু পিছু আসছে .।ঘুরে দাঁড়ালেই দেয় দৌড় .।.।। মন চাইলো তার কিছু ছবি তুলে নিজের কাছে রেখে দিতে .।.। কিন্তু সাহস হয় না বলতে .।.। একদিন সাহস করে বলেই ফেললাম !! বন্ধু হয়ে আমার এই টুকু আবদার রাখবে না তা কি করে হয় .।.।( যে সব সময় সাথে সাথে থাকে সেই ত বন্ধু )
আমার সেই বন্ধু (কাঠবিড়াল) কে বলেছিলাম আমি তোমার ছবি তুলতে চাই ,দেবে..? .....সে যে আমারই অপেক্ষায় ছিল বুঝিনি .।।। দেখুন না কি শুন্দর করে ভাব নিয়ে দাড়িয়ে ছে
২
৩
প্রথম ছবি টা ছারা বাকি গুলো মোবাইল এ তোলা .।.।। ওকে খুব মিস করছি
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৯
সায়েদা সোহেলী বলেছেন: ।। আমি তো সাতার জানিনা .। বন্যা ভয় পাই .। যদি ভেসে যাই .। তাই বৃষ্টি তেই খুশি
কি কলি কাল !!! পোলাপান বিবাহ ছারা দেখি কিছুই বুঝে না
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৪২
অপূর্ণ রায়হান বলেছেন: হাহাহাহাহহহাহাহাহ ! কাঠবিড়ালটাকে তো দেখি জালাইয়া আর রাখেন নাই ! বেচারা যেখানেই যায় ! আপনি পিছু পিছু !
পোষ্টে ভালোলাগা রইল
ভালো থাকবেন
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৪১
সায়েদা সোহেলী বলেছেন: ঘটনা তো উলটো ।। সেই আমার পিছু নিত .।। আমি তার প্রমান দেখালাম মাত্র ।। ( সৎ ব্যবহার )
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৪৮
এম এস সোহেল বলেছেন: দারুনস মিতা ।
শুধু বন্ধুত মনে হয়নি। প্রতিদিন আপনার যাবার পথে দাড়িয়ে থাকা মানে লক্ষণ তো ভালোনা মিতা। সময় থাকতে ..............।
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৫০
সায়েদা সোহেলী বলেছেন: হুম বন্ধুত এর চাইতে একটু বেশি বন্ধুত !!! ।। ও (ওরা ) কিন্তু এখন ও আমার পিছু পিছু থাকে ।।কেন যে আমাকে ভয় পায় না জানিনা !!! তবে আমার বেশ ভালোই লাগে ব্যপার টা
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৫১
জর্জিস বলেছেন: কোথায় তোলা ছবি?
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৪
সায়েদা সোহেলী বলেছেন: আমার নেইবরহুড এ ।।
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:১৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আমারও তো এই বন্ধু আছে।
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৫
সায়েদা সোহেলী বলেছেন: তুমি তো গুড গার্ল , বন্ধু থাকবেই
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:৫৩
মৃত্তিকা মন বলেছেন: আরে, এটা তো আমারও বন্ধু
এদের ছবি তোলা এত্ত কঠিন, আমি তো ক্যামেরা নিয়ে এদের পিছনে দৌড়াই ছবি তোলার জন্য!
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৭
সায়েদা সোহেলী বলেছেন: বন্ধুর বন্ধু কে শুভেচ্ছা .।। হ্যাঁ অনেক কঠিন , আমি নিজেই অবাক হয়েছি কি করে সম্ভব হল , এত সুন্দর করে সে দারিয়ে গেলো !!!!!!
৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৬:৪৩
মুনসী১৬১২ বলেছেন: সুন্দর তো
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৮
সায়েদা সোহেলী বলেছেন: ধন্যবাদ
৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:০৪
নতুন স্বপ্ন বলেছেন: আমার বাসার পাশেরটা ...
৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:০৯
নতুন স্বপ্ন বলেছেন:
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৮
সায়েদা সোহেলী বলেছেন: অনেক শুন্দর হয়েছে .।।
১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:১৩
সান্তনু অাহেমদ বলেছেন: দুজনের জন্যই শুভ কামনা ঢের।
শুভ সকাল।
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৯
সায়েদা সোহেলী বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ
১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ এ তো পোষা কাঠবিড়ালীর মতো কাণ্ড এতো বাধ্যগত বন্ধু!!!
কাঠবিড়ালীর বিভিন্ন স্টাইলে পোসজ দেয়া দেখে মনে হচ্ছে সে একজন সেলিব্রেটি, ছবির পোজ দেওয়াতে সে অভ্যস্ত
হাইটেক মোবাইল আপনার
শুভ কামনা আপু।
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩০
সায়েদা সোহেলী বলেছেন: এতো বাধ্যগত বন্ধু!!!
কাঠবিড়ালীর বিভিন্ন স্টাইলে পোসজ দেয়া দেখে মনে হচ্ছে সে একজন সেলিব্রেটি, ছবির পোজ দেওয়াতে সে অভ্যস্ত.।।
হুম প্রেমে পড়লে নাকি সব ই সম্ভব !!!
১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৫০
তাসজিদ বলেছেন: বন্ধু কাঠবিড়ালির ছবি গুল তো সুপার হয়েছে। কিন্তু কাঠবিড়ালির দেশ কোথায়???
NY????
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩২
সায়েদা সোহেলী বলেছেন: ধন্যবাদ , নিজেই মুগ্ধ হয়েছিলাম , কি করে পাড়লাম !!!
হুম
১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৪
শোশমিতা বলেছেন: অনেক সুন্দর হয়েছে ছবি গুলো +
আপু আপনি এই দুষ্ট বন্ধুর ছবি তুলেছেন কি করে? আমি ওদের একটা ও ছবি তোলতে পারিনা।ছবি তোলতে গেলেই দৌড়ে পালায়।
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪২
সায়েদা সোহেলী বলেছেন: ওদের দিকে তাকালেই তো দৌড়ে পালায় , তবে এই কাঠবিড়াল টা কোন এক অদ্ভুত কারনে পালায় নি , আমি অনেক গুলো ছবি তুলেছি খুব কাছ থেকেই , সাথে আমার মেয়ে ও ছিল সে তো হেসেই খুন , বলে মাম্মি হি ইজ ইন লাভ উইথ ইও .।
১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫২
রঙ তুলি ক্যানভাস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ এ তো পোষা কাঠবিড়ালীর মতো কাণ্ড এতো বাধ্যগত বন্ধু!!!
কাঠবিড়ালীর বিভিন্ন স্টাইলে পোসজ দেয়া দেখে মনে হচ্ছে সে একজন সেলিব্রেটি, ছবির পোজ দেওয়াতে সে অভ্যস্ত। একমত।
সুন্দর ছবি,+++
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৪
সায়েদা সোহেলী বলেছেন: হুম বন্ধুর চেয়ে বেশি কিছু তাই বাধ্যতাও বেশি
ধন্যবাদ তুলি
১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৫৫
অ্যামাটার বলেছেন: সুন্দর বন্ধু! আদুরে আদুরে
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৫
সায়েদা সোহেলী বলেছেন: ধন্যবাদ
১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৩৭
রাইসুল সাগর বলেছেন: লেখক বলেছেন: ।। আমি তো সাতার জানিনা .। বন্যা ভয় পাই .। যদি ভেসে যাই .। তাই বৃষ্টি তেই খুশি
কি কলি কাল !!! পোলাপান বিবাহ ছারা দেখি কিছুই বুঝে ন।
আমি পোলাপান না.।২৭ বসন্ত পার করিয়া এখন যুবক।
ঠিক আছে বন্যা যেহেতু ভয় পাও
তাহলে বইয়ে দিলাম ++++++বৃষ্টি
আমার বিবাহের ব্যাপারে দিও দৃষ্টি।
শুভকামনা জানিবেন নিরন্তর।
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৫
সায়েদা সোহেলী বলেছেন: .।। তথাস্তু
১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৪২
আ.হ.ম. সবুজ বলেছেন: ভালোই করেছেন । এখনকার যুগে মানুষকে বন্দধু করার চেয়ে এসব জীব জন্তুকে বদ্ধু করা অনেক ভালো ।
কারণ অদের যত খারাপ আচরণ ছিলো তা সব এখন মানুষের মাঝে বিদ্যমান । আর অদের মাঝে পাওয়া যায় মানুষের মত বন্দধু সুলভ আচরণ ।
(ওকে খুব মিস করছি )
কিন্তু অকে মিস করছেন কেন ? আর কি হয়েছে ?
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৮
সায়েদা সোহেলী বলেছেন: আমার কেন যেন আমার চেয়ে বয়সে অনেক বড় , আবার অনেক ছোট দের সাথে খুব ভালো বন্ধুত্ত হয় , তবে কোন প্রাণীর সাথে এই প্রথম .।।
অনেক দিন দেখা হয় না , ওই পথে গেলেই খুজি তাকে .।। মনে হয় লুকিয়ে লুকিয়ে দেখে আমাকে
১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৪৬
আ.হ.ম. সবুজ বলেছেন: সরি, উপরের কয়েকটি বানানে ভুল আছে ।
অদের=ওদের
বন্দধু = বন্ধু
বদ্ধু = বন্ধু
অকে = ওকে
আর কি হয়েছে = ওর কি হয়েছে ?
০১ লা অক্টোবর, ২০১২ রাত ১:২৯
সায়েদা সোহেলী বলেছেন: ।। আমার নিজের অসংখ্য বানান ভুল হয় ,এটা তেমন কোন ব্যপার না বোঝা গেলেই হল
১৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৪৮
একজন আরমান বলেছেন: আপু আপনার বন্ধুটিকে খুব ভালো লাগতো। ছোটো বেলা আমি গুলতি দিয়ে কাঠবেড়ালির গায়ে মারতাম যখন দেখতাম আমাদের গাছের পেয়ারা ওরা চুরি করছে।
আপনার বন্ধুর জন্য ++++++++++
০১ লা অক্টোবর, ২০১২ রাত ১:৩৫
সায়েদা সোহেলী বলেছেন: তোমাকে মাইনাস .। আমার বন্ধু কে গুলতি মারার জন্য
২০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৮
সালমাহ্যাপী বলেছেন: বাহ সুন্দর হয়েছে প্রতিটা ছবিইই
পশু পাখির ছিবি তোলা বেশ কঠিন কাজ।
পোস্টে প্লাস
০১ লা অক্টোবর, ২০১২ রাত ১:৩৬
সায়েদা সোহেলী বলেছেন: কঠিন কাজ টি করতে পেরে আমার অনেক ভালো লেগেছে
আমার ব্লগে শুভেচ্ছা সালমাহ্যাপি
২১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৪
জেমস বন্ড বলেছেন: কাড বিলাইয়ের নাম কি গো আফা , আর কুতায় হারাইয়া গেলো ধরে রাখতে ও পারলে না
।
লাভ ইজ ব্লেয়াইন্ড আবার ও প্রমানিত হইলো । পোস্টে পেলাচ
এ+
০১ লা অক্টোবর, ২০১২ রাত ১:৩৭
সায়েদা সোহেলী বলেছেন: ভালোবাসা কেন থাকে না চিরকাল ???? :'(
২২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৪
আমিভূত বলেছেন: প্রেম মানেনা কোন জাত বংশ
হোক না সে বিড়ালী আর আমি মানুষ্য
শুভকামনা
০১ লা অক্টোবর, ২০১২ রাত ১:৩৮
সায়েদা সোহেলী বলেছেন: :!> :!> :!> :!> :!>
২৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৫
নীলঞ্জন বলেছেন: চমৎকার ছবিব্লগ।+++++++
শুভ কামনা।
০১ লা অক্টোবর, ২০১২ রাত ১:৩৮
সায়েদা সোহেলী বলেছেন: অনেক ধন্যবাদ নীলঞ্জন
২৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৬
আবু সালেহ বলেছেন: ছবি দেখে এই কবিতাটা মনে পড়ে গেলো.....
কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও.....খুড় মুড়ি খাও....
আর তো মনে নাই........
০১ লা অক্টোবর, ২০১২ সকাল ৭:২৭
সায়েদা সোহেলী বলেছেন: কাঠ বেড়ালী কাঠ বেড়ালী পেয়ারা তুমি খাও ?
গুড় মুড়ি খাও? বাতাবী লেবু তাও?
daini tumi hotka petuk , khao eka ,pao jethay jetuk ...erokom ki jeno ..amio vule gesi
buro hoye geci kicui mone thake na ...mukhosto cilo
২৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০৫
তানিয়া হাসান খান বলেছেন: কাঠ বেড়ালী কাঠ বেড়ালী পেয়ারা তুমি খাও ?
গুড় মুড়ি খাও? বাতাবী লেবু তাও?
ওরে.....কি সুন্দর কাঠবেড়ালী....+++++
সারাদিন ওদের সাথেই বেড়াও নাকি?
তোমার মতই সুন্দর।
০১ লা অক্টোবর, ২০১২ সকাল ৭:২৯
সায়েদা সোহেলী বলেছেন: ami taharo songe bedheci amar o pran .......valobasha bondhu valobasha :#> :#> :#> :#>
২৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১৭
তাসিম বলেছেন:
কাঠবেড়ালী কাঠবেড়ালী পেয়ারা তুমি খাও ?
গুড় মুড়ি খাও? বাতাবী লেবু তাও?
০১ লা অক্টোবর, ২০১২ সকাল ৭:৩০
সায়েদা সোহেলী বলেছেন:
২৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৩
আমি অন্ধকার খুজি বলেছেন: আপনার ছবি গুলা দেইখা চোখে পানি আইসা গেলো
কতোদিন কাঠবিরালির ঠ্যাংগে সুতা বাইন্ধ্যা দুষ্টামি করি না।
০১ লা অক্টোবর, ২০১২ সকাল ৭:৩১
সায়েদা সোহেলী বলেছেন: কতোদিন কাঠবিরালির ঠ্যাংগে সুতা বাইন্ধ্যা দুষ্টামি করি না।
২৮| ০১ লা অক্টোবর, ২০১২ রাত ৩:৪৪
একজন আরমান বলেছেন: আপু তকন তো আমি ক্লাত ওয়ানে পততাম। অনেত ছোতো ছিলাম তো। আজ তেকে প্লায় ১৬ বতর আগের কতা। তাও মাইনাত দিলে?
আমি কান্না কব্ব কিন্তু।
০১ লা অক্টোবর, ২০১২ সকাল ৭:৩৩
সায়েদা সোহেলী বলেছেন: ঠাক ঠাক ার কাডে না ...।টুমি কট ভালো . টোমাকে োনেক গুলো +++++++++++++++++++++ ডিলাম
২৯| ০১ লা অক্টোবর, ২০১২ রাত ৩:৫৯
ইলুসন বলেছেন: কি মোবাইল? মোবাইলে এত সুন্দর ছবি কেমনে উঠে!
০১ লা অক্টোবর, ২০১২ সকাল ৭:৩৬
সায়েদা সোহেলী বলেছেন: iphone
amar hate jadu ace
৩০| ০১ লা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: বেশ ভালো পোজ দিয়েছে তো
০৪ ঠা অক্টোবর, ২০১২ সকাল ৯:১৭
সায়েদা সোহেলী বলেছেন:
৩১| ০২ রা অক্টোবর, ২০১২ ভোর ৫:৩৬
নিশাচর ভবঘুরে বলেছেন: ঢাকা কমার্স কলেজে পড়ার সময়গুলোতে আমাদের আড্ডার জায়গা ছিলো চিড়িয়াখানা অথবা বোটানিক্যাল। সেখানে প্রচুর কাঠবেড়ালী দেখতাম। পিচ্ছি পিচ্ছি সব। কোন ফাঁকে এসে বাদামের প্যাকেটটা উপুড় করে দিলো একদিন, খুব মজা পেয়েছিলাম।
০৪ ঠা অক্টোবর, ২০১২ সকাল ৯:১৮
সায়েদা সোহেলী বলেছেন: বাদামের প্যাকেট সাথে করে নিয়ে যায় নি !!!!!!!!!
৩২| ০৩ রা অক্টোবর, ২০১২ রাত ১০:৫৬
ঘুড্ডির পাইলট বলেছেন: হে বীরঙ্গনা নাড়ী আমি দেখেছিলাম সেই রনক্ষেত্রে (২১সেপ্টেম্বর) তোমার সাহসিকতা পুর্ন পদক্ষেপ , তুমিই প্রথম আমাদের রনঝান্ডা (প্র:পিকচার) তুলে নিয়েছিলে
তোমাকে নিরাপদ দেখে ভালো লাগছে , কিন্তু আফসোস আমি তোমাদের মধ্যে বেশি সময় নেত্রিত্ব দিতে পারার আগে পেছন থেকে আমাকে (নিক) হত্যা করা হয়।
কিন্তু সেই কবিতাটি মনে আছে ? আবার আসিবো ফিরে এই বাংলায় , হয়তো ধান শালিকের ..... হে বীরঙ্গনা নাড়ী তোমাকে স্যালুট আমার ব্লগে একবার এসে দেখে যাও আমি আসলে কে ?
০৪ ঠা অক্টোবর, ২০১২ সকাল ৮:৫৫
সায়েদা সোহেলী বলেছেন: রাফাত নূর !!!!!!!!!!!!!!!!!!!
.। ব্লগ এ যেতে হবে না .।। আমি এমন একটা কমেন্ট র জন্যই অপেক্ষা করছিলাম .।
পনুরায় আমার ব্লগ এ স্বাগতম পাইলট ( লাটাই না রাফাত ? কে ঘুড্ডির পাইলট ??? )
৩৩| ০৫ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:৫৮
*কুনোব্যাঙ* বলেছেন: কিছু প্রাণীর প্রতি আমার অকারণ ভালবাসা কারো কাছে হাস্যকর কারো কাছে বিরক্তিকর আবার কারো কাছে পাগলামী। তার অন্যতম হচ্ছে বিড়াল, কাঠবিড়ালী, খরগোস আর দেশী মুরগী। কাঠবিড়ালীর অকারণ চঞ্চলতায় সত্যিই আমি মুগ্ধ হই। ইদানিং বাড়ীর সবাইকে চাপ দিচ্ছি কিছু চাপালিশ গাছ লাগাতে। কিন্তু কেন হঠাত চাপালিশ গাছ সেটা কাউকে জানাইনি। গোপন কারণটা হচ্ছে চাপালিশের ফল কাঠবিড়ালীর প্রিয় কিন্তু মানুষ খায়না সম্প্রতি আমার বাড়ীর কাঠবিড়ালীদের কিছু অদ্ভুত আচণ প্রমান করে যে তাদের খাদ্য সংকট প্রকট। আপনার ছবি ব্লগে ভালোলাগা থেকে অনেকগুলো কথা বলে ফেললাম। সাথে শিরোনাম দেখে প্রেমের ব্যাপারে আমার নিজের একটা বাণী প্রচারের লোভ সামলাতে পারলাম না,
লাভ ইজ নাথিং বাট স্টেপ বাট স্টেপ প্রসেসিং!
শুভ কামনা
০৭ ই অক্টোবর, ২০১২ সকাল ৭:৩৭
সায়েদা সোহেলী বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: কিছু প্রাণীর প্রতি আমার অকারণ ভালবাসা কারো কাছে হাস্যকর কারো কাছে বিরক্তিকর আবার কারো কাছে পাগলামী। তার অন্যতম হচ্ছে বিড়াল, কাঠবিড়ালী, খরগোস আর দেশী মুরগী। কাঠবিড়ালীর অকারণ চঞ্চলতায় ।" .। কোলাব্যাঙ , সোনাব্যাঙ গেছোব্যাঙ এরা কি দোষ করলো ????
আপনার মন্তব্বে ভালো লাগলো .।আমাদের আশেপাশের অনেক কিছুই বিলুপ্ত হয়ে যাচ্ছে .।।। আপনার ইচ্ছের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি
শুভ কামনা
৩৪| ০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:১৬
যাযাবর৮১ বলেছেন:
কাঠকুরালী আমি খুব ভালা পাই কাঠকুরালীরে আদুর কুরবার মুন চায় গো
ফোটুকে +++++
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
ফটু তুলছে গো যাযু কবি
কবিতার সাথে দিছি ছবি
পাবেন যে আপনি টেস্টু
না আসলে পাবো কেস্টু
০৬ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:৫৯
সায়েদা সোহেলী বলেছেন: ধন্যবাদ ভাইয়া
দুঃখিত দেরি করে ফেলেছি
৩৫| ০৭ ই অক্টোবর, ২০১২ সকাল ৭:৪৯
অঞ্জলি বলেছেন:
খুব সুন্দর ছবিগুলো।তাই প্লাস দিয়ে গেলাম১১০ টা।আমি আপনার নতুন বন্ধু।আমাকে বরণ করুন।আমার ব্লগে আপনার নিমন্ত্রন থাকল।আশা করি আবার দেখা হবে।
আর্শীবাদ করি আমি অঞ্জলি রায়
আপনি ভালো থাকুন সবসময়!!! .
শুভ সকাল!!!
০৬ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:০২
সায়েদা সোহেলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অঞ্জলি
বন্ধুর জন্য রাশি রাশি ফুলের শুভেচ্ছা
দেখা হবে পথ চলতে চলতে
৩৬| ০৭ ই অক্টোবর, ২০১২ সকাল ৭:৫০
কিংবদন্তী হাসিব বলেছেন: খাইছে! কাঠবিড়ালটা আপনার ছবি তোলার জন্য দাড়িয়ে পোজ দিচ্ছিল! দাড়ান, আজই খুজেটুজে একটার পিছে লাগছি
০৬ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:০৩
সায়েদা সোহেলী বলেছেন: বন্ধু বলে কথা !!!
যাকে বলে আত্মার আত্মীয়
৩৭| ০৬ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:২১
ব্লগ রাতুল বলেছেন: hmm
০৬ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:০৪
সায়েদা সোহেলী বলেছেন: হুম !!
????????
৩৮| ০৬ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:১২
আজনবী বলেছেন: সুন্দর ছবি। সুন্দর ভাবনা।
০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:০৩
সায়েদা সোহেলী বলেছেন: ধন্যবাদ
৩৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭
দেব মিত্র বলেছেন: আমি বুঝতে পারছি লেখাটার মোটিভটা কি
বোধহয় তুমি বড্ড বেশী ভাবো
৪০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০২
সায়েদা সোহেলী বলেছেন:
আমি কি ভাবি! !!!!!!???????
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৩৮
রাইসুল সাগর বলেছেন: আপু অনেক সুন্দর ছবিগুলো।


কাঠবিড়ালি দেখে তাকে নিয়ে ছড়াটা মনে পড়ে গেল। ছোট বেলায় এই ছড়াটাকে স্কুলে প্যারোডি করতে গিয়া স্যারের হাতে কঠিন মাইর খাইছিলাম।মনে পড়ে গেল।
তোমার ছবিতে+++++ ++++++++এর বন্যা।
ভুলোনা কিন্তু আমার জন্য খুঁজতে সুন্দুরী কন্যা।
চান্সে মনে করিয়ে দিলাম।
আপু অনেক অনেক ভালো থেকো কাল বেলাতেও। শুভকামনা জানিবে নিরন্তর।