![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকারের আলো দূর করাই হোক আমাদের দায়িত্ ফেবুতে আমি -https://www.facebook.com/sakinul.alamevan আমার একান্ত ভুবন -http://sakinsust.blogspot.com
উৎসর্গ - সবচেয়ে পিচ্চি ব্লগার কিন্নরী সহ সব ব্লগার দের ছোটো বাবুদের
বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম। বাবা, মা, দাদি, ছোট্ট একটা ভাই আর এক বোনের সঙ্গে থাকে ও। মিঠু নামে ওর একটা পোষা টিয়ে পাখিও আছে। মায়ের কাজে সাহায্য করে।
ছোট ভাই রাজু স্কুলে যায়। কিন্তু ও যায় না। ওরও স্কুলে যেতে ইচ্ছে করে। এই ইচ্ছের কথা বাবাকে জানাতেই বাবা বললেন, 'তুমি মাইয়্যা মানুষ, তোমার ইস্কুলে যাওনের দরকার নাই।'
বাবার কথায় মা-ও সায় দেন। কী আর করা! স্কুলে যখন যাওয়া হচ্ছেই না, তখন একটা বুদ্ধি করে ও। ছোট ভাই রাজুর সঙ্গে মিঠুকে স্কুলে পাঠায়। মিঠু স্কুল থেকে শিখে এসে ওকে শেখায়। এভাবে একসময় গুনতেও শিখে যায়। একদিন গুনতে গুনতেই ও বুঝে ফেলে, ওদের মুরগি চুরি হচ্ছে। ওর বুদ্ধি আর শেখার গুণে ধরা পড়ে চোর। শেষে মা-বাবা লেখাপড়ার গুরুত্ব বুঝতে পারেন। ও স্কুলে যেতে শুরু করে।
দক্ষিণ এশিয়ায় মূলত হান্না বারবারা ও রায়মোহন স্টুডিওর যৌথ সহযোগিতায় প্রথমে ১৩টি মীনা কার্টুন ছবি বানানো হয়। এসব ছবি দেখানো হয় টিভিতে।
গতকাল হঠাৎ করে কোন এক লিঙ্ক এর সুত্র ধরে আমার ছোট বেলার এই প্রিয় কার্টুন টির কথা মনে হল , সেই সাথে মনে পড়লো অনেক স্মৃতি ।কারণ এটিই ছিল আমার ছোট বেলার নিত্য দিনের সংগী । সেই যখন থেকেই দেখানো হত । ঠিক কবে থেকে দেখা শুরু হয়েছিল জানি না ,তবে আম্মুকে মাঝে মাঝে বলতে শুনি যে এই কার্টুন টা দেখিয়েই নাকি আমাকে খাওয়ানো হয়ে যেত , যখন কিছুই খেতাম না তখন টিভিতে মীনা কার্টুন শুরু হয়ে আর যায় কোথায় ,আমি হা করে দেখছি আর আম্মু খাইয়ে দিচ্ছে ।
সেই সাথে কথা বলা শুরু টাও মিঠুর সেই সুর নকল করে আমার ছোট ভাই এর "পানির মত পাতলা খাবার"
কিংবা "মাইয়াগো যত্ন নাও ,মাইয়াগো যত্ন নাও"
সেই সহ নস্টালজিক করা ডায়ালগ গুলো মনে হলে আজও মনের অজান্তে হাসি পায় ।
গতকাল এর সেই নস্টালজিয়া থেকেই খোজা শুরু করি ইউটিউবে মীনার সেই কার্টুন ছবির এপিসোড গুলো বেশি খুজতে হয়নি মাত্র ২ ঘন্টা (নেট এর স্লো স্পীড ও কিছু টা দায়ী )
পেয়ে গিয়েছি সেই নস্টালজিয়া করে ফেলা মীনা র কার্টুন গুলো
প্রথমেই শুরুর গানটা বা টাইটেল সং
আমি বাবা মায়ের ছোট্ট আদরের মেয়ে
এরপরেই সেই বিখ্যাত পর্ব "সব মুরগি ঠিক আছে"
এই পর্বের চোর! চোর!! বলে গ্রাম বাসীর ধাওয়া আজও আমাকে হাসায়
"বুদ্ধিমতী মিনা"
"মীনা এলো শহরে "
(এখন কার শিশুদের এটা দেখা উচিত বলে মনে হয় আমার)
"মীনা কি স্কুল ছেড়ে দিবে"
"জীবন বাচানো"
(মিঠু দ্যা সুপার হিরো)
"মীনার ৩ টি ইচ্ছে"
এই পর্ব টা সবচেয়ে মজাদার অনেক গুলো ডায়ালগ এতোই মজার ছিল যে বলার মত না
যেমন -
জিনি- মীনা তুমি কি সিনেমার নায়িকা হতে চাও ? (সেই সাথে ব্যাকগ্রাউন্ড এ "দিদি তেরা দেভর দিওয়ানা গান")
ছোট্ট বন্ধু তুমি সাবান দিয়ে হাত ধুতে ভুলে গিয়েছ।
মিঠুর "সাবান দিয়ে হাত ধৌও"
"যৌতুক বন্ধ কর"
"বিয়ের বয়স হয় নাই"
"মীনা ও দুষ্টু ছেলে"
এই কতগুলো পেলাম সেই সাথে আপনাদের কাছে আরো থাকলে কমেন্ট এ এ্যাড করতে পারেন ,পোষ্টে আপডেট করা হবে ।
বিশেষ ভাবে কৃতজ্ঞতা ব্লগার তেরো আপুর কাছে তার সাথে ফেসবুকে একটা স্ট্যাটাসে কমেন্ট চালাচালিতে এই পোষ্টের আইডিয়া আসে । সেই কমেন্ট থ্রেড এখানে
সবশেষে আমার নিজস্ব কিছু কথা এই পোষ্ট টা দেবার পিছনের মুল উদ্দ্যেশ হল এই জিনিস গুলি কে একজায়গায় এনে রাখা ও নস্টালজিয়ায় ভুগা ।সেই সাথে আরেকটা অব্যক্ত ইচ্ছাও আছে
যেটা আমার একান্তই নিজস্ব অভিমত ,যে এখন কার বাচ্চারা শুনি বেন টেন বা ডোরায়ে মন এর কাটুন দেখে দিন পার করে ,ডোরায়েমন এ অনেক কিছুই শিক্ষনীয় আছে সেটা আমি মানি সেই সাথে এই কার্টুন গুলোও কিন্তু কম শিক্ষনীয় নয় যদিও সেটার প্রয়োজন হয়তো এখন অনেক জায়গায় মিটে গেছে কিংবা কালের গন্ডি তে এখন আর সেই আবেদন টি নেই তবুও তাদের এগুলো দেখার পর অনুভুতি টা কেমন হয় সেটা জানার আগ্রহ আমার অনেক । অন্তত নিজে তো নস্টালজিয়ায় ভুগছি ।
সোর্স - View this link
মীনার কমিকস সিরিজ পাবেন এখানে ইংরেজী তে ,ইউনিসেফ এর পেইজ এ
একটি সাক্কু তেরো যৌথ প্রযোজনা ।
০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:১৫
সাকিন উল আলম ইভান বলেছেন: আপনে না করলেই হয় ,সারাদিন বাবুদের জ্বালান
আসেন কেমন কত্তদিন দেখি না
২| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:০৩
সাকিন উল আলম ইভান বলেছেন:
০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:১৯
সাকিন উল আলম ইভান বলেছেন: এখন ই ফ্লাডিং
৩| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:০৬
মুকুট বিহীন সম্রাট বলেছেন: সুন্দর
০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:৩১
সাকিন উল আলম ইভান বলেছেন: অনেক ধন্যবাদ, মুকুট বিহীন সম্রাট ।
৪| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:১১
তেরো বলেছেন: "মিঠু আমি শিখ্যা ফেলছি" ............
পুরাই এপিক পোস্ট। নস্টালজিয়া এমনেই আমাকে দৈনিক গুতাগুতি করে। এই মিনা দেখলে তো আরো নস্টালজিক হয়ে গেলাম। হা হা হা
এই "আমি বাবা মা এর ছোট্ট আদরের মেয়ে" এই গান ই আমরা রাস্তায় জোরে জোরে গান গাচ্ছিলাম। আহ...
এই জীবনে কত কার্টুন দেখলাম। এখনো দেখি। সময় পাইলেই দেখি। কিন্তু মীনা এর জায়গা কেউ নিতে পারলো না। বড় হয়েছি এই কার্টুন দেখে। ছোটবেলা মীনা কার্টুনের কমিক ওয়ালা খাতা কিনার জন্য সে কি কান্নাকাটি ...
+++ এবং প্রিয়...
০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:৩৮
সাকিন উল আলম ইভান বলেছেন: "মিঠু আমি শিখ্যা ফেলছি" ............
আরে এইটা মিস হইলো কেমনে??
তোমারে অনেক অনেক ধন্যবাদ তুমি না আসলে ওই লিঙ্ক এ আর এই পোষ্ট দেয়াই হত না।,
৫| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:১২
সাকিন উল আলম ইভান বলেছেন: হায়রে রিপ্লাই কি দিমু ।পেইজ ই তো লোড হয় না
০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:৪৫
সাকিন উল আলম ইভান বলেছেন: নেই থ্রিজি নাই ব্রডব্যান্ড নাইরে বাংলার বাঘ ,এই পোষ্টের কমেন্টের রিপ্লাই আমি কেমনে দিতাম
৬| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:১২
মুনিম চৌধুরী বলেছেন: অনেক নষ্টালজিক হয়ে গেলাম ...
অনেক ভাল লাগলো ... ফেবুতে share দিলাম
০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:৫৩
সাকিন উল আলম ইভান বলেছেন: নস্টালজিক করতে পেরে ধন্যহলাম ভাই ,ফেবুতে শেয়ার দিয়েছেন শুনে আরো কৃতার্থ হলাম ।
৭| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:১৭
বিরোধী দল বলেছেন: সবাই কত ভালা
০২ রা নভেম্বর, ২০১১ রাত ১:০৮
সাকিন উল আলম ইভান বলেছেন: হ সবাই কত্ত ভালা রে ................
৮| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:১৮
ফয়সাল তূর্য বলেছেন:
০২ রা নভেম্বর, ২০১১ রাত ১:২৩
সাকিন উল আলম ইভান বলেছেন: ভাই না বুঝেই ইমো দিলেন নাকি ?
পোষ্ট কেমন লাগলো কিছু বলে যান ?
কেমন আছেন ?
৯| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:১৯
এ হেলাল খান বলেছেন: অনেক নষ্টালজিক হয়ে গেলাম। আবার দেখা শুরু করলাম।
০২ রা নভেম্বর, ২০১১ রাত ১:৩১
সাকিন উল আলম ইভান বলেছেন: তাই নাকি ভাইয়া ,ঠিক আছে আবার দেখুন ,আমি ও দেখছি ।
১০| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:২১
নাজিরুম মুবিন বলেছেন: আমি ছুডু হইবার চাই..... আম্মাআআআআআআআআআআআ
০২ রা নভেম্বর, ২০১১ সকাল ৭:১৮
সাকিন উল আলম ইভান বলেছেন: হইয়া যান ,মানা করসে কেডা ......
১১| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:২৩
চাটিকিয়াং রুমান বলেছেন: পুরাই নস্টালজিক পোষ্ট।
++++++
০২ রা নভেম্বর, ২০১১ সকাল ৭:৩৪
সাকিন উল আলম ইভান বলেছেন: তাই নাকি ধইন্না পাতা লন ,
কিন্তু কোথায় শেয়ার করা যায় না
১২| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:২৪
রিয়েল ডেমোন বলেছেন: .
রিতা ও রিতা তুমি আমার রিতা
এইটা লাইফে ভুলতে পারুম্না
সাকিনের পোস্ট প্রিয়তে।
০২ রা নভেম্বর, ২০১১ সকাল ৮:৪৩
সাকিন উল আলম ইভান বলেছেন: "রিতা ও রিতা তুমি আমার রিতা "
হা হা হা
হুম সেইরাম ছিল, আপনি ও তাহলে দেখতেন
প্রিয়তে নেয়ার ধন্যবাদ ভাইয়া ।
১৩| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:২৫
আকাশটালাল বলেছেন: মিঠু, খবর কি তোমার???
০২ রা নভেম্বর, ২০১১ সকাল ৯:১৬
সাকিন উল আলম ইভান বলেছেন: কারে কইলেন ?? হা হা হা
মিঠু কই ?
১৪| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:৩২
নিশম বলেছেন: ১) মীনাঃ একডা চোর আমাগো মুরগী লইয়া গেসে !!
বাবাঃ চোওওওর ! চোওওওর !!!
মেম্বারঃ থামাও ! থামো চোরডারে !!
২) দীপুঃ রিইতা ও রিইতা, তুমি আমার রিইইতা !
রিতাঃ ইইইইতরামি কইরো নাআ !
৩) জ্বীনঃ মীনা, তুমি কি "শিনেমা"-র নায়ীকা হতে চাও?
মীনাঃ না না ! আমি চাই সবাই "শ্যানিটারী পায়খানা" ব্যবহার করুক !
৪) মিঠুঃ ছোট্টো বন্ধু !
দিপুঃ আবাআর তুমি ??? হে হে হে হে হে !
মিঠুঃ ছোট্টো বন্ধু, নিরাপদ পায়খানা ব্যবহার করো!
দিপুঃ যাইতাসি যাইতাসি !
৫) রাজুঃ আইজ আমি মেলাআআ কাম কইসসি! চুলা জ্বালাইসি, কাপড় ধুইসি, মুরগীরে খাওন দিসি!
বাবাঃ হ ! আইজ তুমি সত্যই মেলা কাম করসো!
বাবাঃ ওরা দুইজনেই বড় হইতাসে ! ওগো দুইজনেরই খাওন দরকার !
৬) যৌতুক বন্ধ করো, যৌতুক মোরা নিবোনা, যৌতুক মোরা দেবো না !!!!
মীনাঃ ঔঊঊঊঊ মিটঠু !!!!
ভাই, পুরাই নষ্ট + আ-লজিক কইরে দিলেন
০২ রা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৮
সাকিন উল আলম ইভান বলেছেন: আমি তো তোমার কথা শুইন্না নস্টালজিক হইয়া গেলাম .........
০২ রা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২১
সাকিন উল আলম ইভান বলেছেন: রাজুঃ আইজ আমি মেলাআআ কাম কইসসি! চুলা জ্বালাইসি, কাপড় ধুইসি, মুরগীরে খাওন দিসি!
বাবাঃ হ ! আইজ তুমি সত্যই মেলা কাম করসো!
বাবাঃ ওরা দুইজনেই বড় হইতাসে ! ওগো দুইজনেরই খাওন দরকার !
পোলাডা বড় হইয়া গেল
১৫| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:৩২
বেঈমান আমি বলেছেন: পোস্ট প্রিয়তে নিলাম।নস্টালজিক কইরা দিলেন।
০২ রা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩১
সাকিন উল আলম ইভান বলেছেন: আমি বলছিলাম ৮০% শিউর নিবেন এখন দেখি ১০০% হইয়া গেলো ।
ধন্যবাদ ভাই ।
ডাওনলোড করসেন তো ?
১৬| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:৩৯
কি নাম দিব বলেছেন: পোস্ট পুরাই উড়াধুরা হৈসে
০৩ রা নভেম্বর, ২০১১ সকাল ১১:২২
সাকিন উল আলম ইভান বলেছেন: ধইন্না পাতা ল
১৭| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:৪৪
তেরো বলেছেন: নিশম আপনার কমেন্টে প্লাস...
০৩ রা নভেম্বর, ২০১১ বিকাল ৪:৪৩
সাকিন উল আলম ইভান বলেছেন: আমিও প্লাসাই লাম ।
১৮| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:৫১
কাক নং ৭৯৯ বলেছেন: পরথমে শাইকেল , পরে মোটর শাইকেল
যৌতুক বন্ধ করোওওওও
আহারে মিনা কার্টুন ... হাহ
০৩ রা নভেম্বর, ২০১১ বিকাল ৫:০২
সাকিন উল আলম ইভান বলেছেন: হুম পুরাই নস্টালজিয়া .........
১৯| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:৫৮
জাহিদুল হাসান বলেছেন: মীনা কার্টুনের স্টারটিং এর গানটা আমার যা লাগে না। বলে বোঝাতে পারবো না। এটার এমপিথ্রি সংগ্রহ করে আমি খুব শুনতাম। এখনো মাঝে মাঝে শুনি। মীনা কার্টুনের মত ক্রিয়েটিভ কাজ খুবই কম এই জামানায়।
পোষ্টে প্লাস ও ডাউনলোড করার জন্য প্রিয়তে রাখলাম।
০৩ রা নভেম্বর, ২০১১ বিকাল ৫:০৮
সাকিন উল আলম ইভান বলেছেন: ভাইয়া এমপি থ্রী টা কি আপনার কাছে আছে পেলে আপলোড করতে পারবেন মিডিয়াফায়ার কিংবা ফোরশেয়ারড এ আপলোড করতে পারলে ভালো হয় ,
আসলে মীনা কারটুন টা জোশ ছিল ।
প্রিয়তে নেবার জন্য ধন্যবাদ ।
২০| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ১২:১৩
রেজওয়ান তানিম বলেছেন: সত্যি ভাল লাগল ।
অনেক দিন পরে কার্টুন বিশেষ ভাল লাগল
এক সময় কত বেশি আবেগ ছিল মিনার জন্যে !!!
মিনার বেষ্ট ডায়ালগ - ই ই ইতরামি কইরো না ।
০৩ রা নভেম্বর, ২০১১ রাত ১০:৪০
সাকিন উল আলম ইভান বলেছেন: ই ই ইতরামি কইরো না ।
হা হা হা আমিও তো নস্টালজিক হয়েই পোষ্ট দিলাম
২১| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ১২:২০
মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: আমাকে তো আপনি সেই পিচ্ছি কালে নিয়া গেলেন , আমার ভাল লাগত " রিতা ও রিতা তুমি আমার রিতা " ডাইলগ টা , সব গুলা কার্টুন কম করে হলেও ১০০ বার দেখা তাও আবার দেখলে পুরাতন লাগে না , এই পোস্ট অবশই একটা এপিক পোস্ট , প্রিয়তে রাখলাম সব বাবু দের দেখানর জন্য ,আর নিজের জন্য , আজ কাল তো পিচ্ছিরা কার্টুন নেটওয়ার্ক আর নিক ছাড়া অন্য কোথাও যে কার্টুন হয় টা জানেই না , আসাম পোস্ট , প্লাস
০৩ রা নভেম্বর, ২০১১ রাত ১১:৩০
সাকিন উল আলম ইভান বলেছেন: হুম সেটাই তা দেখুম হিন্দি চ্যানেল আর তাদের অসুস্থকর সেই সিরিয়াল গুলো না দেখলেই হল ,তবে এই কার্টুন গুলো থেকে এখন ও তাদের অনেক কিছুই শিখার আছে পারিবারিক শিষ্টাচার সমাজের প্রতি তাদের দায়িত্ববোঢ অনেক কিছুই .........
২২| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ১২:৩২
সাকিন উল আলম ইভান বলেছেন: Thanks vai
০৩ রা নভেম্বর, ২০১১ রাত ১১:৩৩
সাকিন উল আলম ইভান বলেছেন:
২৩| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ১২:৪৬
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: মিনা খুব ভাল লাগে !! ডোরেমনও কিন্তু হিন্দিতে দেখতে চরম মেজাজ খারাপ লাগে !!
০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ১:২৫
সাকিন উল আলম ইভান বলেছেন: হুম ডোরেমন দেখার জন্য টরেন্ট ডাওন দিসিলাম ,কিন্তু পিসি সেট আপ নিয়া সব গেসে
২৪| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ১:০০
নীরব 009 বলেছেন: অনেক প্রিয় একটা সিরিজ। খুব ভাল লাগে এখনো।
ভাল লাগা রইলো।
০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ১:৩২
সাকিন উল আলম ইভান বলেছেন: আমার ও ,ভাইয়া ,
নতুন কি সিরিজ আনছেন জানতে মনচায়
২৫| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ১:০৪
পৃথিলা আফনান বলেছেন: ইতরামি কইরো না
০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ১:৫২
সাকিন উল আলম ইভান বলেছেন: হে হে কই ইতরামি করলাম ,আমার ঝানুর লগে কি আমি ইত্রামি করি
২৬| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ১:১৪
টিনটিন` বলেছেন: মিনার সাউন্ডট্রাকটা দিতে পারবা? প্রিয়তে।
০২ রা নভেম্বর, ২০১১ রাত ১:৩৯
সাকিন উল আলম ইভান বলেছেন: টিনটিন ভাইয়া ও নিশাত টাইটেল ট্রাক টাই প্রথমে দেয়া আছে দেখেন ভালো করে
অনেক ধন্যবাদ
২৭| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ১:৩০
নিশাত রহমান বলেছেন: মিনার সাউন্ডট্রাকটা দিতে পারবি? ভালো হইসে......
০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ২:০২
সাকিন উল আলম ইভান বলেছেন: জাহিদ ভাই এর কাছে আছে দেখি উনি আপলোড করলে দিয়ে দিবো লিঙ্ক টা ,নিশু ।
২৮| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ১:৪৬
তন্ময় ফেরদৌস বলেছেন: কত কথা মনে করায়া দিলেন ভাই।
০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ২:০৯
সাকিন উল আলম ইভান বলেছেন: হ ছাক্কুর ব্লগ মানেই সবার জন্য একরাশ নস্টালজিয়া
২৯| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ১:৫৩
টিনটিন` বলেছেন: ওটা দেখেছি, আমি ভালো সাউন্ডের অডিও ট্রাক এর কথা বলছিলাম।
০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ২:২৩
সাকিন উল আলম ইভান বলেছেন: জাহিদ ভাই এর কাছে আছে মনে হয় ,আচ্ছা আমি দেখছি ।
৩০| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ৩:৪৫
নিশাচর ভবঘুরে বলেছেন: পোষ্ট প্রিয়তে নিয়া গেলাম। ভালো লাগা জানিয়ে গেলাম।
স্কুল ভাল্লাগে!
০৯ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৯
সাকিন উল আলম ইভান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
লেট হাম্বা মোবারক ।
৩১| ০২ রা নভেম্বর, ২০১১ ভোর ৪:১৩
ফারিয়া বলেছেন: আমার হ্যালোউইনের ট্রিট দিলেন না ভাইয়া
, তাই এটা নিয়ে গেলাম প্রিয়তে
!
০৯ ই নভেম্বর, ২০১১ রাত ৮:৩৯
সাকিন উল আলম ইভান বলেছেন: আহারে আপ্পি এখন তো দিয়েছি ।গিয়ে দেখো
প্রিয়তে নিবে নাও ।উদাস হইবার ইমো ।
৩২| ০২ রা নভেম্বর, ২০১১ সকাল ৮:৫০
মুখোশে ঢাকা আমি মুকিত বলেছেন: +++
১০ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:১৪
সাকিন উল আলম ইভান বলেছেন: ধন্যবাদ ভাই,আপনার পোষ্ট অনেক দিন দেখি না যে
৩৩| ০২ রা নভেম্বর, ২০১১ সকাল ৮:৫৫
জিসান শা ইকরাম বলেছেন:
খুব সুন্দর পোষ্ট। কিন্তু ভালো লাগলো তো মাত্র একবার দেয়া যায়
এই পোষ্টে নীচের ছবি ২ টা কেন ?
১০ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:২৪
সাকিন উল আলম ইভান বলেছেন: হুম তাই তো ৫ টা প্লাস থাকা দরকার ছিল , তবে অনেকেই প্রিয়তে নিয়েছেন এতেই আমি খুশি ।
আর ছবি ২ টা হয়তো বাগ হয়ে এসেছে
৩৪| ০২ রা নভেম্বর, ২০১১ সকাল ৯:৩২
সাকিন উল আলম ইভান বলেছেন: ha ha,eta bug cacchu....
১০ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৫৪
সাকিন উল আলম ইভান বলেছেন:
৩৫| ০২ রা নভেম্বর, ২০১১ সকাল ১১:১৭
সায়েম মুন বলেছেন: হ্যা ঠিকই কৈছেন। মীনা খুব সোন্দর একটা কার্টুন। টিয়া পাখিটারে লাইক করি। মীনা আর লোকজনরে কত্ত সাহায্য সহযোগিতা করে। আমারো একটা পাখি দর্কার
১০ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:১১
সাকিন উল আলম ইভান বলেছেন: কিন্না লান ভাইয়া ।
আসেন কেমন ?
৩৬| ০২ রা নভেম্বর, ২০১১ সকাল ১১:৩১
স্বপ্নবাজী বলেছেন: আমি তো পিচ্ছি তাই চলে আসলাম!
আসলেই ছোটবেলায় মীনার কার্টুন দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকতাম। কি যে ভালো লাগত। কিছু দিন আগে আমার এক কাজিন এর কাছে মীনার সবগুলো কার্টুন একসাথে পেয়ে গিয়েছিলাম। খুব ভালো লেগেছিল। কিন্তু নেট এর যা অবস্থা, না হয়ে আপলোড করে এখানে লিংক দিয়ে দিতাম প্রয়োজনে।
আপনাকে ধন্যবাদ এরকম একটা পোস্ট দেয়ার জন্য।
অনেক অনেক শুভকামনা জানবেন।
১০ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:১৭
সাকিন উল আলম ইভান বলেছেন: আমিও এখন ও পিচ্চি আর পিচ্চি ই থাকতে চাই
আপনার কথা শুনে অনেক ভালো লাগলো ।সত্যি ই এগুলা সংরক্ষ্ণ করা আমাদের দায়িত্ব হয়ে দাড়িয়েছে ।
আপনার শুভকামনা আনন্দ চিত্তে গহন করলাম ।,
৩৭| ০২ রা নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫৪
হাসান মাহবুব বলেছেন:
১০ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৪৭
সাকিন উল আলম ইভান বলেছেন: ধইন্না লন ভাই ।
৩৮| ০২ রা নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫৫
নিশাত রহমান বলেছেন: you tube এর টার কথা বলি নাই
১০ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৫২
সাকিন উল আলম ইভান বলেছেন: জাহিদ ভাই এর কাছে আছে । দেখি আমিও খুজি
৩৯| ০২ রা নভেম্বর, ২০১১ বিকাল ৪:০৯
নাজির বলেছেন: ভালো লাগলো বটমে টিপ দিলাম
১০ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:০৫
সাকিন উল আলম ইভান বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৪০| ০২ রা নভেম্বর, ২০১১ বিকাল ৪:১৩
সাকিন উল আলম ইভান বলেছেন: Thanks.....
৪১| ০২ রা নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫৩
শায়মা বলেছেন: অনেক অনেক প্রিয় কার্টুন!!!
৪২| ০২ রা নভেম্বর, ২০১১ বিকাল ৫:১৬
সাকিন উল আলম ইভান বলেছেন: apu priyote niyecho to?
৪৩| ০২ রা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩৭
লেডি বার্ড বলেছেন: আহা একেকটা পর্ব কত্তবার যে দেখা তার ইয়ত্তা নাইগো ভাইডি। শুরুর গানটা চরম ভালা পাই।
৪৪| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ৯:২৪
জলমেঘ বলেছেন: এখনো মনে পড়ে মিনা কার্টুন দেখার জন্য বিটিভির সামনে হাঁ করে বসে থাকতাম। আর এখন তো বিটিভির চেহারাই ভুলে গিয়েছি।
৪৫| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ৯:২৫
মাহমুদা সোনিয়া বলেছেন: ব্লগে মিনা- রাজুর বয়সী ব্লগার ও আছে নাকি???
যাই হোক পোষ্টে এ+
৪৬| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ৯:৩৭
ত্রিনিত্রি বলেছেন: আহারে.।নস্টালজিক হয়ে গেলাম!!!!
অসাম পোস্ট।
৪৭| ০৩ রা নভেম্বর, ২০১১ ভোর ৬:৪৬
অণুজীব বলেছেন: নস্টালজিয়া পোষ্ট
৪৮| ০৩ রা নভেম্বর, ২০১১ সকাল ১১:৪৬
মাহী ফ্লোরা বলেছেন:
৪৯| ০৩ রা নভেম্বর, ২০১১ দুপুর ১:২৪
সাকিন উল আলম ইভান বলেছেন:
৫০| ০৩ রা নভেম্বর, ২০১১ বিকাল ৫:০৭
মাইশাআক্তার বলেছেন: ভাল জিনিস, অনেক কাহিনি মনে পড়ে গেলো। ধন্যবাদ সাক্কু
৫১| ০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ২:৩০
পাহাড়ের কান্না বলেছেন: চোর চোর ধর ধর !!!!!!!!!!!!!
৫২| ০৫ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:০৯
অচেনা রাজ্যের রাজা বলেছেন: আহা অনেকদিন পর মিনার টাইটেল গানটা শুনলাম! লিমিটেড নেট না হলে সবগুলাই দেখতাম
৫৩| ০৫ ই নভেম্বর, ২০১১ ভোর ৬:২৩
নাআমি বলেছেন: মীনা আমার অনেক প্রিয় কার্টুন, এখনও দেখি, খুব ভাল লাগে.....ধন্যবাদ চমৎকার পোস্টের জন্য.....
৫৪| ০৫ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:১৩
ঘুমন্ত আমি বলেছেন: মীনার একটা থিম আছে অল্প বয়সী মেয়েদের বিয়া উচিত না আর আমি বলি ইভান ভাই আল্প বয়সী মেয়েদের দিকে কিন্তু বাকা চোখে তাকায়েন না।ঈদ মোবারক ।ভালো কাটুক আপনার ঈদ
৫৫| ০৫ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫৩
নাজনীন১ বলেছেন: আমার প্রিয় সিরিজ রোবোকোপ নিয়ে লিখতে ইচ্ছে করে, কিন্তু হয়ে উঠে না। কেউ যদি একটু লিখে দিত।
৫৬| ০৫ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৪০
ঘুমন্ত আমি বলেছেন: আগ্রিম ঈদ শুভেচ্ছা
৫৭| ০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:২৪
মাহী ফ্লোরা বলেছেন: ঈদের শুভেচ্ছা ভাইয়া।
৫৮| ০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:১৭
হানী বলেছেন: থ্যাংকু ইভান.........প্রিয়তে রেখে দিলাম! আমার খুবই প্রিয় এই কার্টুনটা ! এক জায়গায় আমার আর মীনার মিলও আছে.........সেটা হলো ২৪ সেপ্টেম্বর......আমারও জন্মদিন, মীনারও জন্মদিন....তবে এক বছরের ছোট
৫৯| ০৬ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩০
অধরা নীল বলেছেন: কত কথা মনে পইড়া যাইতাছে........
পোষ্টে ++++ এবং প্রিয়তে........
ঈদের শুভেচ্ছা রইলো..........
৬০| ০৬ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৪
নীল-দর্পণ বলেছেন: এখনও মীনা কার্টুন খুব ভাল লাগে
৬১| ১০ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:১৩
সমুদ্র কন্যা বলেছেন: খুব খুব খুবই ভাল একটা পোস্ট। মীনা কার্টুন যে আমার কত প্রিয় ছিল!
৬২| ০৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:২৮
চলো..... হাসান বলেছেন: সুপার ডুপার হিট
৬৩| ২৯ শে জুন, ২০১২ রাত ৮:২২
শামীম আরা সনি বলেছেন:
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১১ রাত ১০:৫৯
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ইতরামি কইরো না