![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতদূর ছুটে যায় মেঘ-মৌন-দৃষ্টি
যতটা নিকটে চলে গেলে চেনা যায়
মানুষ। ততটা দূরত্বেই জন্ম নেয়
রঙ্গন। হিংসার অবিকল ছাঁচ নিয়ে
গড়ে ওঠে প্রতিটি মুখোশ। একদিন
নদীতে সাঁতার কেটে কেটে যারা পৌঁছে
যেতে চেয়েছিল হৃদয়ের কাছাকাছি
আজ তারা নিভুনিভু ; অস্তগামী সূর্য
হয়ে হেলে আছে পূবে। পাখিদের খাঁখাঁ
নীড়। গান নেই। কণ্ঠে বাজে নীরবতা।
অবসাদগ্রস্ত হেমন্তের দিনগুলি
ঝরে যায় মলিন। বাগানে ফুলগুলো
ঘ্রাণহীন। শুশ্রূষা বিহীন। শূন্যতায়
ছেয়ে আছে পুরো পৃথিবীর হৃদপিণ্ড।
©somewhere in net ltd.