![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেনো আজ বৃষ্টি পড়বে
পড়তেই থাকবে
ভেতরে
বাইরে
পথে
ঘাঁটে
গল্পে
আড্ডায়
চায়ের কাপে
অনন্তকাল ধরে বৃষ্টি পড়বে ।
যেনো তুমি
যেনো আমি
তুলোর মতো মেঘ হয়ে
পাশাপাশি উড়ে যাবো
যেনো আজ বৃষ্টি ঝরবে
ঝরতেই থাকবে
যেনো তুমি
যেনো আমি
জমজ ফোঁটায় ঝরে যাবো
ভিন্নভিন্ন দীর্ঘশ্বাসে ।
০৮/১০/২০২০
বিনোদটঙ্গী, মাদারগঞ্জ।
©somewhere in net ltd.