![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনতারা, প্রজনন মৌসুমে যেভাবে তোমার—
শীতনিদ্রা দেখি— আমরা যেন কখনো
আলতা দীঘিতে সাঁতার কাটিনি
কিংবা লার্ক পাখীদের সাথে উড়ে যাইনি
ইনানী সমুদ্র সৈকতে।
পথের মাঝে কুঁড়িয়ে পাওয়া একটি সকাল’কে
আমার কেবল চুমু খেতে ইচ্ছে করে
আহা! জারুলিয়া স্মৃতির সুবাস
আনতারা, আমাদের দিব্যক জয়স্তম্ভ।
শুনশান হৃদয়ের বিরিশিরি পথের বাঁকে
আমি বাঁচি, ভীষণ রকম বাঁচি
তোমার জিনজিরা প্রাসাদের আলোক শয্যা ছুঁয়ে!
সাপুড়ে পল্লীর সর্দার এবং তার সাগরেদ সকল
গড়ে তুলেছে স্মৃতির স্ন্যাক মিউজিয়াম
বেদুঈন সাপেরা সব খোলস পাল্টে চলে গেছে।
আনতারা, তোমাকে ভাবনার নীল কুঠিতে চাই
শাসক গোষ্ঠীরা সব ভয়ে পালিয়ে গেছে
দেখো না, আনতারা? চেয়ে দেখো
চাষিদের সাথে কেমন বৃক্ষের রসায়ন।
©somewhere in net ltd.