![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক রাস্তায় জড়ায়ে গেছি
ফলে বাড়ি ফিরতে রোজ রোজ গোলমাল
বেঁধে যায়
একটা রাস্তার বুক বরাবর চলে গেছে
অন্য একটি রাস্তা
কোথাও কোন বিশ্রাম ছাউনি নেই
ফলে যেকোন গন্তব্যের দিকে যাওয়ার
সময় হাঁটু মুড়ে আসে
এক রাস্তা থেকে অন্য রাস্তার দিকে দৃষ্টি দিলে
অনেক দ্বিধা এসে ঘুরঘুর করে
অসংখ্য রাস্তা এসে সাপের ন্যায় পেঁচিয়ে
ধরে সমগ্র পা
তারপর যখন অন্ধকার ঘনিয়ে আসে
চারপাশে পিনপিন নিরবতা
আমি কেবল বাড়ি ফেরার রাস্তার কথা
মনে করতে চেষ্টা করি
তখনো দ্বিধাগুলো চারপাশে ঘুরঘুর করে
এবং রাস্তাগুলো সাপের ন্যায়
কিলবিল করতে থাকে । আর আমার
আয়না থেকে ক্রমেই ঝরে যায়
কার যেন মুখ !
©somewhere in net ltd.