![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্কচটেপে পুনরায় ছেঁড়া প্রান্তদ্বয়
জুড়ে দিলে ফেরত পাওয়া যায়
টাকার অর্থমূল্য!
এমন ধারনায় বহুদিন নগর জুড়ে
হাতে হাতে ঘুরেফিরে বেড়ালো
সেই সমস্ত টাকারা
বৃষ্টিপাত ছিল না । মানুষের মুখ
নিঃসৃত থুথু বিষক্রিয়া ছড়ালো ।
নগর জুড়ে তুমুল হাওয়া বইলো
হিমেল হাওয়ায়, নিজেদের দেহাবয়ব
উড়ালো স্কচটেপ হতে সদ্য আলাদা
হওয়া ছেঁড়া টাকাগুলো!
দূরে শিশুদের লাগানো আঠায়
জীবন ফুরিয়ে যাচ্ছিল ফড়িংটির।
©somewhere in net ltd.