![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি প্রজাপতির কাছে
একটি মৌমাছির কাছে
স্ত্রী ফুলটির ঠিকানা বলেছিল
পুরুষ ফুলটি
মৌমাছিটি ইচ্ছে করেই ও'পথ মাড়ায়'নি
প্রজাপতিটি চিনে নিয়েছে অন্য খোঁপা
এখন পুরুষ ফুলটি নিরবে কাঁদে
ঝরে যাওয়া পাপড়ি দেখে
দুঃস্বপ্নের ভেতর থেকে ;
খুঁচিয়ে খুঁচিয়ে আনে শুকনো পরাগ,
শিশু ফুলের নাম
আর , বৃষ্টির কাছে ;
জমা দেয় স্ত্রী ফুলটির ঠিকানা।
©somewhere in net ltd.