![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখনার ভেতর এত ভয় , নদীর দিকে যেতে ইচ্ছে করে না
যদিও জানা আছে নদী আমাদের পরম আত্মীয় !
ফুলহাতা বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে যায় ক্যাঙ্গারুর শহর ।
পরিযায়ী পাখিদের আনাগোনা বেড়ে গেলে ; মগজে পরকীয়া শঙ্কা
তরতর করে মই বেঁয়ে উপরে ওঠে আসে ভয়ের পরিখা
মায়ের মুখ তবু মনে পড়ে না , সবুজ মলাটে লুকায় কাঠবিড়ালি ।
ফের বৃষ্টি এসে শুষে নেয় দেয়ালের দাগ , জখমের লাল চিহ্ন
নকশীকাঁথার পরতে পরতে সুঁইয়ের অবাধ বিচরণ
গভীরে এত ক্ষত তবু কোন ক্রন্দন নেই , ফুটে থাকে ভাঁটফুল !
©somewhere in net ltd.