![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই নিঃসন্তান দম্পতির বাগানে প্রচুর জবাফুল ফুটতো। টকটকে লাল সেইসব রক্তজবা'র সেবায় সমস্ত বিকেল কাটিয়ে দিতেন 'স্ত্রী' লোকটি। পৃথিবীতে কেউ কোনদিন শুনতে পায়নি তাদের দাম্পত্য কলহ। সেই জবাফুলের বাগান হতে প্রতিরাতে চুরি যেত ফুটে থাকা সমস্ত জবাফুল। প্রতিবেশীরা ভাবতো ; সেইসব ফুল দিয়েই তারা বোধ'য় সন্তান হওয়ার তদবির করেন । অতচ পৃথিবীর কেউ কখনো জানতে পারেনি প্রতিটি ফুল ফুটার কালে 'স্ত্রী' লোকটি একইরূপ মাতৃবেদনায় নীল হয়ে যেত ।
©somewhere in net ltd.