![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের ভেতর রঙ ছিটিয়ে চলি
মাটির রঙ
ঘাসের রঙ
আকাশের রঙ
পাখির রঙ
সমান তালে। সমান অভিপ্রায়ে;
ইচ্ছেপর্দা দোলে।বৃষ্টি পড়ে।
মাটি থেকে
ঘাস থেকে
আকাশ থেকে
পাখি থেকে
উবে যায় সমস্ত বাঁচার আকুতি
পাড়ায়-পাড়ায়। মহল্লা-মহল্লায়;
খাঁ খাঁ শ্মশান।
সমান তালে। সমান অভিপ্রায়ে
পুনরায় রঙ ছিটিয়ে চলি
লাশের রঙ
ঘিয়ের রঙ
চন্দন কাঠের রঙ
আগুনের রঙ !
১৯/১০/২০১৭, খিলক্ষেত।
©somewhere in net ltd.