![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখ নদী হলে, সাঁতার লাগে না কোথাও
সমস্ত রাত্রি জুড়ে তড়পায় জীবন।
ঢেউয়ে ঢেউয়ে ভাসে
দিবস
মাস
বছর
কিনারে দাঁড়ায়ে আমি ভাঙন দেখি
দেখতে দেখতে উপহাস গায়ে মাখি
পিঁপড়ে হই। পাতায় ভাসি।
ভাসতে ভাসতে
ঘণ্টা
মিনিট
সেকেণ্ড
পার হয়ে আশ্রয় করি ঘূর্ণনে।
রাত্রি
সেকেণ্ড
তীব্র ঘূর্ণন
আমাকে হজম করে নেয়।
১৯/০৩/২০১৮, খিলক্ষেত
রাতঃ ১ঃ২১ টা।
©somewhere in net ltd.