![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পশ্চিমাকাশে ডুবে যাওয়া ইংরেজ সূর্যের সাথে
হারিয়ে গেছে নীল চাষীরাও। তবু একাকিনী নীল
গাছটি বুকের ভেতর বেড়ে উঠছে। মেলে ধরছে
মুহূর্তের ডালপালা। উড়ছে সবুজ পাতা। সমস্ত
রুক্ষ মরসুম জুড়ে; গাছটির শেকড়ে কেউ নিবিড়
ঢালছে জল। আর বুকের ভেতর নীল গাছটি
বছরের পর বছর ধরে দিয়ে চলেছে নীলের যোগান।
©somewhere in net ltd.