![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তার সম্পর্ক ছিল পাখির সাথে
এক শীতের সকালে তার আত্মা উড়ে
গেল অজানায়।
তার সম্পর্ক ছিল বৃক্ষের সাথে
মৃত্যুর পূর্বে অসংখ্য শেকড় গজালো তার শরীরে।
তার সম্পর্ক ছিল প্রেমিকার সাথে
একরাতে সে চলে গেল অন্যের হাত ধরে।
তার সম্পর্ক ছিল জলের সাথে
সমগ্র জীবন তার চোখ থেকে জল ঝরতো।
তার সম্পর্ক ছিল শত্রুর সাথে
প্রতিদিন তাকে পথের কাঁটা সরিয়ে হাঁটতে হতো।
তার সম্পর্ক ছিল বাতাসের সাথে
প্রতিদিন তার স্বপ্নগুলো ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেত।
তার সম্পর্ক ছিল কুকুরের সাথে
অফিসে সারাদিন তাকে কর্তার জুতোর গন্ধ শুকতে হতো।
তার সম্পর্ক ছিল মানুষের সাথে
একদিন তারা তাকে মাটি চাপা দিয়ে দিল!
২৭/০১/২০১৮, বিনোদটঙ্গী।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫৩
অক্পটে বলেছেন: "তার সম্পর্ক ছিল মানুষের সাথে
একদিন তারা তাকে মাটি চাপা দিয়ে দিল!"
ভীষণ সত্য!
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: অনেকেই নিজের কবিতা সামুতে রেখে দিতে চায়। আপনি প্রতিদিন ১-২টি করে দিতে পারে পোস্ট। অথবা একটি পোস্ট প্রথম পাতায় দিয়ে বাকিগুলি প্রথমে ড্রাফ্ট করে পরে শুধু নিজের পাতায় পোস্ট করে ফেলতে পারেন।
আপনার জন্য শুভ কামনা রইলো।