![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশের নিচে জেগে জেগে
পাহারা বসাই ;
চাঁদ'কে পাহারা দেই
নক্ষত্রদের পাহারা দেই
এমনকি জোনাকিদেরও --
পাহারা দেই।
সারারাত ধ'রে চলে এইসব
পাহারাবৃত্তি।
অথচ ভোরের মৃদু আলোয়
যখন চাঁদ লুকায়
নক্ষত্র'রা মিলিয়ে যায়
আর
জোনাকিরা ঘুমিয়ে পড়ে
আমি তখনো চোখের পাতা মেলে
একা একা জেগে থাকি!
সুর্য'কে পাহারা দেই
পাখিদের , এমনকি বৃক্ষদেরও
পাহারা দেই , অথচ
আমাকে পাহারা
দেবার মত
আশেপাশে কাউকে দেখিনা।
২৫/০৮/২০১৬, বিনোদটঙ্গী।
©somewhere in net ltd.