| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভিন্ন গন্তব্যের তিনজন আগুন্তক
আন্তঃনগরের কামরায়
মেতে আছেন খোশগল্পে।
১ম জনের ঝুড়িতে কাটা মুণ্ডু
তিনি সিরিয়াল কিলার
শিকার সমেত ফিরছেন অজানায়।
দ্বিতীয় জনের জারে ভাসছে মগজ
তিনি বুদ্ধিজীবী
চশমার ফাঁকে অচেনায় দৃষ্টি রাখছেন।
তৃতীয়জনের ঝুলিতে চামড়া
তিনি মুচি
মাঝেমধ্যে দাঁত বের করে হাসছেন।
ট্রেনের চতুর্থ ব্যক্তিটি
এদের দিকে তাকিয়ে
তিনটি জারের ঢাকনা খোলায় ব্যস্ত!
©somewhere in net ltd.