![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন পরে তোমাকে স্বপ্নে দেখে;
ভূত দেখার মতো চমকে উঠি
সেই স্নিগ্ধতা নাই
যেনো সংসার-রৌদ্রে পুড়ে যাওয়া মরা নদী
শুকিয়ে গেছে
জল নাই
ঢেউ নাই
বুকের ভেতর অজস্র বালি ফেলে
দুঃখের খই ফুটাচ্ছে।
শোনলাম তুমি নিঃসন্তান
স্বামী আবার বিবাহ করেছে
তোমার খবর নেয় না!
আমি ফেরি করি বেড়াই
সমুদ্রের থেকে জল ধার নিয়ে বৃষ্টি নামাই
আর ঘুরে ঘুরে মরা নদীর দুঃখ কিনি!
০১/০৩/২০২১
বিকালঃ ৫ঃ১৮, খিলক্ষেত।
©somewhere in net ltd.