নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনেছি ছুরির ভাষা\nফুটে উঠা রক্তকথা \nনিজেরে দিয়েছি খুনে;\nমাটিচাপা নিরবতা।

সাকলাইন সজিব

কবি

সাকলাইন সজিব › বিস্তারিত পোস্টঃ

মিথ-০৩

০৩ রা অক্টোবর, ২০২২ রাত ৮:৫৬

স্বপ্নে পিতা আমাকে কোরবানি করার আদেশ
পান। বিশ্বাসী মানুষ তিনি। সারাদিন তসবীহ
হাতে খোঁদার নাম জপেন। আল্লা-বিল্লা করেন।
আমার দিকে তাকান। তার হৃদয় ভেঙে যায়।
তার চোখ টলমল করে। গাল বেয়ে অশ্রু নামে।
সেই অশ্রুতে ভিজে যায় পবিত্র কিতাব।
তিনি বিশ্বাসী মানুষ। রক্ত দেখে শিউরে উঠেন।
সারাদিন ছুরিতে ধার দেন ।
ছুরি দিয়ে সবজি কাটেন।
পাঁথরে আঘাত করেন।
তিনি বিশ্বাসী মানুষ। রক্ত দেখে ভয় পান।
আর আমাকে কোবারবানি করার জন্য,
উপযুক্ত স্বপ্ন তালাশ করতে থাকেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০২২ রাত ১১:৩০

কামাল৮০ বলেছেন: এবং শেষপর্যন্ত কোরবানী করার স্বপ্ন দেখেন।এটা বোঝে না,স্বন তো স্বপ্নই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.