![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাঁসের সাঁতার থেকে নদীরা উধাও হলে
পাখনা ভরে ওঠে ব্যথায়
মনঘরে সারাদিন প্যাঁক প্যাঁক ছন্দে
বিষণ্ণতা ছড়ায় অচেনা কেউ
শুকনো পাতার মর্মর স্বভাব জেনে
শীতট্রেনে চেপে ---
বনভোজনে আসে চতুর লোকেরা
আগুন জ্বালায়
গানটান গায়
চিতার গল্প পেতে তাড়া দেয়
একটা বাচ্চা হরিণ আটকা পড়ে
চোরাবালিতে।
©somewhere in net ltd.