![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্মৃতি নামে যে মেয়েটি ছিলো
সে পাড়া বদল করে চলে গেছে;
দূরে কোথাও। এই ফাঁকে
আমিও তুলে রেখেছি সাইকেল
একদা বৃষ্টির সাথে সখ্য ছিলো
সেও বাসা বদল করে চলে গেছে
ভিন্ন শহরে।
ফলে, আমার আর কখনও জ্বর
বাঁধানো হয়নি!
মহুয়া
জুঁই
কিংবা বকুল
ওরাও একে একে আশ্রয় নিয়েছে
ভিন্নভিন্ন ফুলদানিতে।
সন্তানের নাম প্রজাপতি রেখেছি
প্রায়শই সে খবর আনে
স্মৃতি
বৃষ্টি
কিংবা
মহুয়াদের
অনেকেই ভালো নেই।
০১/০৫/২০১৮, খিলক্ষেত।
©somewhere in net ltd.