![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারকেল-চিরল-পাতার ফাঁকে কাঁপছে ছিটেফোঁটা চাঁদ।
- নাম কী?
মিইয়ে যাওয়া কণ্ঠস্বর ধরে মুখচ্ছায়া খুঁজতে গেলো।
ফিরে এলো নিরুত্তর!
নারকেল-চিরল-পাতার ফাঁকে কাঁপছে ছিটেফোঁটা চাঁদ।
- ঠিকানা ?
কণ্ঠরেখা ধরে হেঁটে গেলো জিজ্ঞাসা।
ফিরে এলো শূন্যতা।
নারকেল-চিরল-পাতার ফাঁকে কাঁপছে ছিটেফোঁটা চাঁদ
- গন্তব্য ?
প্রশ্নরেখা মিলিয়ে গেলো কালো মেঘে।
ফিরে এলো অজস্র জিজ্ঞাসা
ফিরে এলো প্রতিধ্বনি
দিকশূন্যপুরাণ স্টেশনে বেজে গেলো
ঘুমিয়ে পড়া জন্মপরিচয়!
২৬/০২/২২, বিনোদটঙ্গী।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:২০
খায়রুল আহসান বলেছেন: বেশ! + +
প্রথম পংক্তিটির কল্পচিত্র চমৎকার হয়েছে।